স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবিঃ প্রিয় গান

স্বপ্ন ২ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ১০:১৯:১১অপরাহ্ন সঙ্গীত ২৬ মন্তব্য


আবার আমি উঠে দাঁড়াই
আঁধারের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছাঁয়া
ডাকছ নতুন দিনে আমায়।।

হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে চলে তুমি আমায় ফেলে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।

গানের খাতা ধুলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি-আম।।

ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।

হয়তো যাবে তুমি আমায় ভুলে
ঝাপসা হব আমি তোমার চোখে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।।

* শিল্পিঃ ফুয়াদ ফিট সুমন ও অনিলা
* এ্যালবামঃ এখন আমি

কিছু একটা লিখবো ভেবে সোনেলায় আসা আজ।আমার কাছে নাকি তাঁর আদর আহ্লাদে জমা সব প্রশ্ন ।  হঠাৎ পাওয়া গানটির মাঝে উত্তর আছে হয়ত।

২৮৮৫জন ২৮৮৩জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ