
আজকের সকাল টা অপূর্ব। বুকের ভেতরে বিরাজ করছে আত্মবিশ্বাস। আমি পারবো। আমি পারি। পূর্ব দিগন্তে জেগে ওঠা ভোরের সূর্যের মতো আমারও ভেতরটা জেগে উঠতে শুরু করেছে অপার বিস্ময়ে।
.
মাস কয়েক আগেও কি জানতাম এতটা পরিবর্তনের আভাস? শুধু আত্মবিশ্বাসের জায়গাটা সঠিক, স্থির ছিলো। মনের ভেতরে এইটুক আস্থা চারিত্রিক গঠনেরই অংশ, কোনকিছুতে হাত দিলে তার শেষ না দেখে ছাড়ি না। আর তাই এখন আমি আরও উজ্জ্বল হাসিতে প্রাণবন্ত। আমি পেরে উঠেছি।
.
মাস কয়েক আগে, ঈদের ছুটিতে, পাড়ার দোকানে, বান্ধবীর সাথে দেখা। ঈদে কদিন ছুটি পেলে অফিসে জিজ্ঞেস করতেই বান্ধবী আমার অদ্ভুত এক জগতের গল্প শোনালো। সে নাকি চাকরি করে না। সে নিজেই নিজের বস। ওই মাসের শেষেই সে নাকি ইন্টারনেটে প্রফেশনাল আইটি কোর্স করাতে শুরু করবে, ছাত্রদের ভর্তির অর্থই সে বিকাশে তুলছে, আমার পাশে দাঁড়িয়ে। আর আমি? একই স্কুল, একই ব্যাচ, একই সাবজেক্ট, একই গ্রেডে পড়াশোনা করেও তারই পাশে দাঁড়িয়ে গাইছি কর্মহীনতার গান।
.
কোর্স ফী টা শুনে তো পুরাই টাসকি খেয়ে গেছি! দু হাজার টাকা কি এ যুগের কোন আইটি কোর্সে কেউ নেয়? তাও আবার চার মাসের কোর্স, হোক না তা সপ্তাহে মাত্র দুদিন করে! এতে বরং সুবিধাই। সাংসারিক আবহ ও জীবনযাত্রার কোথাও ছন্দের পতন হবে না, তার সাথেই হেসেখেলে একটা প্রফেশনাল কোর্স সম্পন্ন করে ফেলতে পারবো। যা ভেবেছিলাম ঠিক তাই। আজ আমার “গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং” অনলাইন কোর্সের অর্ধেক শেখা শেষ হলো।
.
বান্ধবী আমার ভীষণ আন্তরিক এবং একই সাথে খুবই কড়া টিচার। তার ইন্সটিটিউটের নামের মতই সে এ টু জেড শেখাতে চেষ্টা করে। ও হ্যাঁ, এতক্ষণ যার কথা বলছি, সে তো আপনাদের খুবই প্রিয় মুখ। অনেকেই খুব চিনেন তাকে। তার সাথে হাঁটতে শুরু করেই তো এলাম এখানে।
আমার বান্ধবী জাকিয়া জেসমিন যূথী, গ্রাফিক ডিজাইনার। গত চার বছর ধরে সফলভাবে ফ্রিল্যান্সিং করে যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে। আর এ বছর সে আইটি ইন্সটিটিউট দিয়েছে, নাম – Max Learn IT institute, অফলাইনে কোর্স ফী টা সে বারো হাজার নিলেও কোন রকম রিকশা ভাড়া ছাড়াই শুধুমাত্র নিজের ঘরে বসে, ইন্টারনেট সংযোগে মোবাইলের মাধ্যমেই ক্লাস করতে পারবেন স্কাইপে তে। আর ক্লাসের হোমওয়ার্ক করার জন্য কম্পিউটার লাগবে। এই ক্লাসটা রাতে হবে জেনেই ভর্তি হয়েছিলাম। ক্লাস টাইম ফিক্স হয়েছিলো আমাদের ব্যাচের সবার সাথে কথা বলার পরে, আমরা এখন রাত সোয়া দশটায় ক্লাস করতে বসি, মাঝেমাঝে রাত বারোটাও পেরিয়ে যায়, কিন্তু একটুও বিরক্তি বা ক্লান্তিকর লাগে না। বরং বান্ধবী দু একদিন ক্লাস অফ রাখলে মনে হয়, আজ কী যেন নাই। এত যত্ন নিয়ে আমাদের ব্যাচের প্রত্যেকের চোখে মনে সে যে স্বপ্নের বীজ বুনে চলেছে তা মনে হয় না, অন্য কোথাও পাবো অথবা পেতাম। ভাগ্যিস, সেই মোড়ের দোকানে তার সাথে হয়ে গিয়েছিলো ঈদের আগে দেখা।
.
গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং অনলাইন কোর্সে সে দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রী ভর্তি নিচ্ছে। কোর্সটি চলবে সাপ্তাহিক দুদিন করে ৫-৬ মাসব্যাপী। কোর্স সমাপ্ত করার আগেই প্রফেশনাল মানের একটিভ হয়ে উঠবো আমরা। মাত্র বাইশ শ টাকায় নিজের ভেতরে অনন্য সত্ত্বার জন্মগ্রহণের উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে খুব আত্মতুষ্টির মধ্য দিয়ে যাচ্ছি।
আমার জন্য সবাই দোয়া করবেন যেন শুধুমাত্র MAX Learn IT institute এর সেরা না হয়ে একদিন দেশ দশের সেরা হয়ে গৌরবজ্জ্বল হয়ে উঠতে পারি।
.
ক্লাসে করা কিছু ডিজাইন শেয়ার দিচ্ছি। এগুলো ক্লাসের হোমওয়ার্ক হিসেবে করেছি, ফটোশপের শেপ টুল, ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট টুল, টাইপ টুল, লেয়ার মাস্ক ও ডেস্টর্টের সাহায্যে ইমেজ ম্যানিপুলেশন এবং ক্লিপিং পাথের কাজগুলো দিলাম কিছু। নিয়মিত প্রাকটিসের মাধ্যমে আমার ডিজাইন আরও প্রফেশনাল হয়ে উঠবে নিশ্চয়ই।
.
সবার মুক্ত সমালোচনা আশা করছি। আপনাদের পরামর্শে আরও ভালো ডিজাইনার হয়ে উঠতে পারবো।
৩৫টি মন্তব্য
বন্যা লিপি
স্বাগতম সোনেলার সোনালী উঠোনে আপনাকে।শুভেচ্ছা শুভ কামনা।
প্রথমেই আপনি চমৎকার এক বিষয় নিয়ে হাজির হয়েছেন লেখায়। *আমি পারবো*এই একটা উক্তি প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান থাকা উচিত।তদুপরি একজন নারী যখন কোনোকিছু সম্পর্কে স্বল্প ধারনা রাখেন, কিন্ত ধারনা স্পষ্ট করতে চান নিজ চেষ্টায়! তখন এভাবেই *আমি পারবো* বলে আত্মবলে বলীয়ান হয়ে স্বাক্ষর রাখতে সচেষ্ট হতে পারেন নির্দিষ্ট লক্ষে।
আমাদের সোনেলা পরিবারের একজন সোনালী সৈনিক আজ থেকে আপনিও। লিখুন নিজের ইচ্ছে মতো। এবং আমাদের সকলের সাথেই থাকুন। অফুরন্ত শুভ কামনা।🌹🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
Thanks a lot
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম।
জাকিয়া জেসমিন যুথী আমাদের পরিচিত প্রিয় মুখ, সাথে আপনিও। জ্বী, আপনার MAX Learn IT institute এর সেরা ছাত্রী হিসেবে প্রথম স্থান অধিকার করার খবরটি তিনিই আমাদের জানিয়েছেন। অভিনন্দন আপনাকে। আপনার সফলতার দ্বার আরো বিসৃত হোক, আমাদের দোয়া ও শুভ কামনা রইলো।
নিয়মিত লিখুন, আশাকরি আমাদের এই ব্লগ আপনার অভিজ্ঞতা, অনুভূতি প্রকাশে পূর্ণ সহায়ক ভুমিকা পালণ করবে।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের অনুপ্রেরণা আমার চলার পথকে আরো দীর্ঘায়িত করবে । ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
আমি পারব, আমিই পারব এই বিশ্বাস মাঝে মাঝে হারিয়ে ফ্বলি। আপনি স্বার্থক আপনি বিজয়ি। আল্লাহ মেহেরবান।
আপনার এই বিশ্বাস শিক্তিই বড় প্রতিটি মানুষের জন্য। আর এই মানসিক শক্তি লেখা দিন। মনটআ শক্তিতে ভরে উঠুক। সোনেলা য় সবাউ আত্বনির্ভর হয়ে উঠুক।
সুপর্ণা ফাল্গুনী
অনেক ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলা ব্লগের উঠোনে।
ছোট দি, আমিও এই ব্যাচের ছাত্র। সে হিসেবে আমি তোমার ক্লাসমেট। এই ব্যাচের সেরাদের মধ্যে তুমি প্রথম। আমি অসুস্থতা আর ব্যস্ততার কারনে কিছুই শিখতে পারিনি। তুমি গ্রাফিক্সে অনেক অনেক ভালো। লেখাতেও যে এত ভাল তুমি তা ধারনাই করতে পারিনি আমি। ধন্যবাদ তোমাকে এমন একটি লেখা শেয়ার করার জন্য।
যারা বাসায় বসে থাকে এবং কিছু করতে চায়, তারা গ্রাফিক্স শিখে একটি বিশাল জগতে প্রবেশ করতে পারে।
তোমার কাজগুলো অনেক সুন্দর।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া সতি্য ই আমি অভিভূত আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে সিক্ত হতে পেরে
জাকিয়া জেসমিন যূথী
ইকরাম ভাইয়া, আপনি এমনিতেই অনেক কিছু জানেন। আপনার কাজ দেখে আমি বিস্মিত। ভালোও লাগে খুব।
আপনার মতন এত গুনী একজন মানুষকে আমার কোর্সে পেয়ে আমি ভীষণ সম্মানিত।
জিসান শা ইকরাম
আমি আবার কি কাজ জানি? আপনি আমাদের টিচার, আমরা শিখব আপনার কাছ থেকে। ফটোশপটাই শিখতে পারলামনা যুথী ম্যাডাম।
আসিফ ইকবাল
বাহ সুপর্ণা, তুমি সোনেলায় চলে এসেছ? দেখে খুব ভাল লাগছে। স্বাগতম। খুব চমৎকার এক লেখা এবং দারুণ কিছু ছবি দিয়ে তুমি তোমার যাত্রা শুরু করলে এই ব্লগে। আরো লিখো, নিয়মিত লিখো। এর আগে তোমার লেখা পড়িনি। আজ পড়ে সবিস্ময়ে আবিষ্কার করলাম যে, তোমার লেখার হাত-ও চমৎকার!
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
আসিফ ইকবাল
তোমাকেও ধন্যবাদ 🙂
জাকিয়া জেসমিন যূথী
তুমিও এইখানে? বাব্বাহ! হতবাক,এবং আনন্দিত, প্রিয় বন্ধু।
আসিফ ইকবাল
অনেক ধন্যবাদ যূথী। তোমাকে দেখেও ভালো লাগছে।
আরজু মুক্তা
বাহ্।গ্রাফিক্স শেখার ইচ্ছে খুব। এবার সময় এসেছে অফুরন্ত। পারবো মনে হয়
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই পারবেন
সঞ্জয় মালাকার
খুব চমৎকার এক লেখা এবং দারুণ কিছু ছবি দিয়েছেন, বেশ ভালো লাগলো,
যদিও আমার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, শুধু নাম শুনেছি, আজ দেখলাম ও জানলাম বিষয় তথ্য।
শুভ কামনা🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
যখন একান্ত অনুভূতি অন্যকে ভাবতে শেখায় তখন মানুষ কিছুটা সফলতার পথে উত্তরণ হয়।
আপনার একান্ত ভাবনা.. আমি পারব সত্যিই তো চেষ্টা করলে নিশ্চয় পারব। রবিরশ্মির ন্যায় নিজেকে প্রস্ফুটিত করতে হবে তা না হলে কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারব না।
আপনার কাজের সফলতার প্রতি প্রশংসা ও সাধুবাদ জ্ঞাপন করছি।
অনেক অনেক শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
নিতাই বাবু
আমি কেন পারবো না! এই জেদাজেদি নিজের সাথে এখন আর করতে পারছি না। তার কারণ একটাই, তা হলো, বয়স হয়েছে। আপনার চেষ্টা অব্যাহত রাখুন! সফলতা আসবেই।
শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ
কামাল উদ্দিন
আশা করছি আপনি সফল ভাবে এগিয়ে যাবেন………শুভ কামনা সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
অশেষ ধন্যবাদ আপনাকে
কামাল উদ্দিন
শুভেচ্ছা
এস.জেড বাবু
সোনেলায় স্বাগতম
একজন গুণী মানুষের আবির্ভাব সত্যিই আশির্বাদ।
আপনি তেমন গুণী যে নিজেকে নিজের অবস্থান পরিবর্তন করে লক্ষ্যে টেনে নিয়েছেন। দুর্দান্ত মানষিকতার চমৎকার মানুষ।
আশা করি নিয়মিত আপনার লিখা পাবো।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
অনেক ধন্যবাদ আপনাকে
তৌহিদ
সোনেলায় স্বাগতম। আপনার মত গুনী লেখক পেয়ে সোনেলা গর্বিত। নিয়মিত লিখবেন আশাকরি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। দোয়া রাখবেন
জাকিয়া জেসমিন যূথী
বাহ। কবে লিখলে এখানে? দেখিইনি। তুমি শুধু একজন উত্তম বান্ধবীই নও, অসাধারণ ভালো মনের মানুষ, একই সাথে তুমি আমার প্রতিষ্ঠানের সেরা ছাত্রী। কাজ করেও তোমার প্রতিভা দিয়ে ছড়িয়ে পড়বে বিশ্বের পথে।
আমি এবং আমার MAX Learn IT Institute উভয়ে তোমাকে নিয়ে গর্বিত। এগিয়ে যাও দৃপ্ত পদক্ষেপে।
অনেক অনেক অনেক শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
তোমাকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করো যেন আমার এই পথ চলাটা দীর্ঘ হয় আর তোমার সম্মান রক্ষা করতে পারি।
ছাইরাছ হেলাল
এই অদম্য গুণী ব্লগারের প্রথম লেখাটি তার শততম পোস্টের পর পড়ছি বলে
হাত কামড়ে দিলেও আক্ষেপ শেষ হচ্ছে না।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া প্রথমেই দুঃখিত আপনার মন্তব্য আমি দেখিনি বলে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার অনুপ্রেরণা ও ভালোবাসা পেয়ে আজো আমি এই উঠোনে হেসে খেলে বেড়াচ্ছি। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
হা হা হা, ব্যাপার না।