
স্বপ্ন দেখার অভ্যাস অভ্যাসেই থেকে গেল,স্বপ্ন স্বপ্নেই,
মুণ্ডুহীন একরোখা সময় নিঃসঙ্গতা পোহাবে বলে
ঝাঁক বেঁধে দাঁড়িয়ে আছে ধীর-দানব অন্ধকারে;
আমাকে ফেলে রেখে স্বপ্নেরা নিজেরা নিজেদের
গাল-গল্পে মেতে গেল,
শীতের অবগুণ্ঠিত আকাশের দিকে আঙুল তুলে তুলে
কত কত সময় গড়িয়ে নিল;
গুণে গুণে স্বপ্নেরা স্বপ্নে-স্বপ্নে দোল খায়, দোল দেয়,
না ফুরানো সময়ের স্রোতে;
দুঃস্বপ্নের মত কুয়াশা-ঢাকা স্বপ্ন-সময় হেঁটে যাচ্ছে
সব কিছু পেছনে ফেলে রেখে;
নিরালম্ব জীবনের বিষণ্ণ চুলের ছায়া শুধুই দীর্ঘাঙ্গী হয়
স্বপ্ন ছেঁড়া বাস্তবতায়, স্বপ্নিল আলিঙ্গন শেষে।
ছবি নেটের।
৭টি মন্তব্য
বন্যা লিপি
আমাকে ফেলে রেখে স্বপ্নেরা নিজেরা নিজেদের
গাল-গল্পে মেতে গেল,
শীতের অবগুণ্ঠিত আকাশের দিকে আঙুল তুলে তুলে
কত কত সময় গড়িয়ে নিল;”
এই চারটা লাইনে আটকে গেলাম।
অনেক অনেক দিন পরে এলেন।
শুন্য বিরান সব….. কি হয়েছে কার?
কে রাখে খবর আর!!
ছাইরাছ হেলাল
আসলে এ লেখাটি সিরিজের একটি অংশ, আর মানুষ আসলেই একা,
এটিই মূল প্রতিপাদ্য, হ্যা একটু বিরতিতে ছিলাম, বিরতি রেখেছিলাম।
ভাল থাকবেন।
খাদিজাতুল কুবরা
জীবন যেমন একরোখা বহমান,
কবিমনে উপলব্ধ হতে থাকে নিরন্তর সংবেদনশীল বেদন।
তাই তো আমরা এতো নান্দনিক কবিতা পড়তে পারি।
আপনার উপস্থিতি প্রিয় আঙ্গিনাকে সুশোভিত করে সবসময়।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর এক ভাবনার প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আমৃত্যু স্বপ্নরা সাথী
যদি বা খ্যালে দুঃখ সুখে
বাঁধাহীন চড়ুইভাতি।
শেষ দুই চরণ অতিশয় হৃদয়ছোঁয়া।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
হালিমা আক্তার
তবুও তো স্বপ্নে স্বপ্নরা আসে, গাল- গল্প করে। যদিও একসময় স্বপ্নেরা চলে যায়। বাস্তবতার রথে চরে জীবন চলতে শিখে। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন’রা স্বপ্নেই আসে
হাসে গায় ভাসে চোখের পাতায়,
স্বপ্ন’রা ডুবে থাকে ডুব সাতারে
শত ভুল স্বপ্নে- সর্বহারার দল-কাতারে,
স্বপ্ন’রা ডেকে চলে গল্পে, মায়ার ছায়ায় সুদূর নিরালায়
দুঃস্বপ্নের বেড়ি ছুঁয়ে স্বপ্ন’রা ডিঙি ভাসায় অথৈ স্বপ্নে
স্বপ্ন হাসে, বাঁচে, ভালোবাসে…
স্বপ্নেরা স্বপ্ন দেখে।