
আজ রাতে স্বপ্নে দেখছি পাড়ার মোড়ে অনেক মানুষের জটলা। পুলিশের আর্মাড গাড়ি, চারিদিকে সশস্ত্র বাহিনীর সদস্য গিজগিজ করছে। এলাকার হেডম হেডম নেতারা রাস্তায় কারো জন্যে অপেক্ষারত।
আমি ভয়ে একটা বাসার এককোণে গুটিসুটি হয়ে লুকিয়ে আছি। মনে হচ্ছে কোন গণ্ডগোল হতে যাচ্ছে। আমার বাসায় যাওয়া দরকার, কি এক ঝামেলায় ফেঁসে গেলাম।
কিছুক্ষণ পরে পুলিশ চেকআপ শুরু হলো যেন অনাহুত কেউ আশেপাশে থাকতে না পারে। এক পুলিশ বলছে – এখানে সামাজিক মানুষ কারা কারা আছেন বাইরে চলে যান। সামাজিক মানুষ!!
আমি ভাবলাম যারা সামাজিক কর্মকাণ্ডে জড়িত তাদের কথা বলছে। কিন্তু আমিতো গৃহপালিত প্রাণীর মত বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা যাতায়াত করি। এর বাহিরে আমার সমাজের আর কোন দ্বায়িত্ব নেই।
তীব্র হুইসেলের সাথে আবার চিৎকার -যারা সামাজিক তারা চলে যান আর দু’মিনিট সময়। এবার সত্যি ভয় পেলাম। একজন পুলিশ কাছাকাছি আসাতে জিজ্ঞেস করলাম ভাই- আমরাতো সবাই সামাজিকভাবে বসবাস করি, সে অনুযায়ী সবাই সামাজিক তাইনা? তাহলে কিছু মানুষকে আটক করছেন কেন? তারা কি অসামাজিক?
পুলিশ মুচকি হেসে বলে- ভাই এখানে অসামাজিক মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হবে আজ। যারা সামাজিকতার মাঝে বসবাস করে তাদের আটক করে নির্দিষ্ট দূরুত্বে রেখে আসা হচ্ছে। সামাজিক মানুষদের জন্য অসামাজিকরা একটু শান্তিতে ঘোরাফেরা করতে পারছেনা আজকাল।
আপনি কি সামাজিক আমাকে প্রশ্ন করলো? আমি সামাজিক নই, তবে সামাজিক কাজকর্মে যারা অংশগ্রহন করে তাদের পাশে থাকার চেষ্টা করি।
তাহলে আপনি থাকতে পারেন, আপনিও লোক দেখানো সামাজিক মানুষের দলে – সে পুলিশ বললো।
একটু পরে দেখি একজন বয়স্ক নেতা তার সদ্যবিবাহিত হাঁটুর বয়সী স্ত্রীকে নিয়ে আসলেন সেখানে। হই হই রব পরে গেলো চারিদিকে। সবাই আনন্দিত, উত্তেজিত। আমি মাথা সামান্য উঁচু করে তাদের দেখতে লাগলাম।
আমিও তাহলে এসব মানুষের মত? সামাজিকতার আড়ালে সব অসামাজিক কাজে অংশগ্রহণকারীদের দলে। তা না হলে এই জাঁকজমক অনুষ্ঠানে আমার জায়গা হতোনা। আহা! আমার এলাকার সামাজিক মানুষজন কত দুর্ভাগা! এরম অনুষ্ঠান কেউ মিস করে?
আচ্ছা আমার স্বপ্নগুলো এরকম অদ্ভুত হয় কেন?
২৭টি মন্তব্য
প্রহেলিকা
🎖🎖🎖
তৌহিদ
নেন চ্যাম্পিয়ন কাপ দিলাম 🏆
তৌহিদ
নেতা হইবেন নি?
ইঞ্জা
লেখাটি ব্যাঙ্গাত্মক এবং বর্তমান সমাজকে নিয়ে স্যাটায়ার ধর্মি লেখা, আমার তো অসম্ভব ভালো লেগেছে।
তৌহিদ
ধন্যবাদ দাদাভাই, লেখার ভিতরে কিছু মানুষের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র।
ভালো থাকবেন দাদা🌹
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
রাফি আরাফাত
ভালো লেগেছে
প্রহেলিকা
আপনার খোঁচা দেয়া পোস্টগুলো কিন্তু বেশ হয়! এই স্বপ্ন কি দেখছেন না বানিয়েছেব হাচা করি কন, খুব ভালো লিখেছেন। আমি কিন্তু অসামাজিক!
তৌহিদ
স্বপ্নে নেতার সঙ্গী ছিলাম, এটা সত্য। বাকীটা লেখায় রুপ দেয়ার চেষ্টা করেছি মাত্র।
আমিও অসামাজিক জীব ভাই☺
🎖প্রহেলিকা🎖
সামাজিকের চেয়ে অসামাজিক জীব উত্তম। যে হালচাল বর্তমানে অসামাজিকই ভালো।
তৌহিদ
তাহলেতো ভালই। অসামাজিক হিসেবে আমরা মেডেল পাবো ☺
ছাইরাছ হেলাল
স্বপ্ন-টপ্নগুলো সাবধানে দেখবেন, দেখলেও চেপে-চুপে যাবেন!
ভাল কথা, ঝড় কিন্তু ধেয়ে আসছে!!
তৌহিদ
ঘুমানোর সময় যতই মনে মনে বলি স্বপ্ন দেখবোনা, স্বপ্নেরা ততই চলে আসে ঘুমের মাঝে। নাহ! সাবধানে ঘুমাতে হবে।
ঝড় আসছে ফনা! দেশের জন্য দোয়া কইরেন। আর নিজেও সাবধানে থাকবেন ভাই।
রিতু জাহান
বেশ দারুন তো স্বপ্নের চিত্র। একেবারে মুখোশের মানুষগুলো যেনো আমাদের প্রতিচ্ছবি।
আসলেই আমরা সকলেই একটা মুখোশ পরে থাকি।
বেশ অন্যরকম লাগলো। ধন্যবাদ ভাই।
তৌহিদ
মুখোশ পরা মানুষগুলি দেখতে অবিকল মানুষের মতন!
ভালো থাকবেন আপু।
বন্যা লিপি
কি দুর্দান্ত স্বপ্নরে বাবা!!! আর আপনার কল্পশক্তি!! এইবার আমিও অসামাজিক। লেখা পইড়াই বুইজালাইচি রে…. আদতে আমিও লোক দেখানো সামাজিক জীব, অই অসামাজিক আর কি!!!
তৌহিদ
স্বপ্নে সামাজিক জীবগুলি এসে বহুত জ্বালাতন করছে। নাহ! অসামাজিক বোধহয় আর থাকা গেলোনা।
শুন্য শুন্যালয়
দিবাস্বপ্নগুলো এইরকম অদ্ভুতই হয়। আমিতো একদিন ঘুমের মধ্যে সাঁতরে সাঁতরে স্ট্যাচু অফ লিবার্টিতে চলে গেছিলাম 🙂
যাউকগা, এরকম একটা অনুষ্ঠান করা যাইতে পারে কিন্তুক, আমরা আমরা সবাই মিইল্যামিইশ্যা না হয় অংশ নিলাম।
জব্বর হইছে। 🙂
তৌহিদ
তাহলে আমার আর কি দোষ কন আপা? স্বপ্নেরাও আজকাল বেইমানী করছে আমার সাথে। নিদেনপক্ষে তাজমহলটা দেখায় আনতে পারতো আমাকে!!
ভালো কথা স্ট্যাচু অফ লিবার্টি কি স্বপ্নে রঙিন ছিলো। আমিতো জানি স্বপ্ন সাদাকালো হয়!
আরজু মুক্তা
মুখোশধারী বরাবরই অসামাজিক! পর্দার আড়ালেই দারুণ কাজ করে!
তৌহিদ
আদতে আর সামাজিক থাকা হয়না কারোরেই। ভালো থাকবেন আপু।
সকাল স্বপ্ন
বিষয়ক –মুখ ও মুখোশ,
লিখা – ভাল
তৌহিদ
ধন্যবাদ জানবেন।
মেহেরী তাজ
স্বপ্ন তো স্বপ্ন । সেই স্বপ্ন ও যদি শিক্ষামূলক হয় তাহলে তো কথাই নাই। আচ্ছা বাস্তবের মত স্বপ্নেও কি তাহলে অধিকাংশ বয়স্ক নেতার স্ত্রী হাটুর বয়সী হয়?
তৌহিদ
স্বপ্ন অনেকভাবেই হয়,তবে আমরা স্বপ্নের কথা অধিকাংশ সময় ভুলে যাই বলে শিক্ষাটা আর নিতে পারিনা।
অধিকাংশ কিনা জানিনা তবে হাটুর বয়সী স্ত্রী আছে, এরকম হয় আপু হয়☺☺
নীলাঞ্জনা নীলা
ব্যাঙ্গাত্মক লেখায় আপনি বেশ পারদর্শী।
দারুণ লাগলো পড়ে।
তৌহিদ
ধন্যবাদ আপু, অনেক শুভেচ্ছা জানবেন।