হয়ে গেলো সেই কাঙ্ক্ষিত সোনেলা ব্লগ মিলনমেলা, আজ দুপুর একটার আগে থেকে সোনেলার ব্লগার ও সদস্যরা এসে পড়তে শুরু করেন অনুষ্ঠানস্থল “পিকিং গার্ডেন রেস্টুরেন্ট” পুরানা পল্টন, ঢাকাতে।
অনুষ্ঠান শুরু হয় দুপুর দুইটার কিছু সময় পর, অনুষ্ঠানের শুরুতে আমাদের ব্লগ সঞ্চালক ইকরাম জিসান মোঃ শামসুল ভাইজান উপস্থিত সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন, এরপর শুরু হয় উপস্থিত সবার পরিচিতির মধ্যমে।
এরপর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান যেমন, পৌষ সংক্রান্তি উপলক্ষে লেখা গল্প এবং কবিতার বিজয়ীদের ক্রেস্ট বিতরণ করা হয়।
গল্পে প্রথম বিজয়ী সোনেলার ব্লগার নিতাই বাবু, দ্বিতীয় বিজয়ী সোনেলার ব্লগার রেহানা বীতি ও তৃতীয় বিজয়ী সোনেলার ব্লগার শবনম মোস্তারী (অনুপস্থিত, কুরিয়ারে পাঠানো হবে) ক্রেস্ট বিতরণ করেন ব্লগ সঞ্চালক জিসান ভাইজান।
এরপর ক্রেস্ট বিতরণ করা হয় কবিতা লেখার প্রথম বিজয়ী সোনেলার ব্লগার সুপর্না ফাল্গুনী, দ্বিতীয় বিজয়ী সোনেলার ব্লগার অনন্য অর্নব , তৃতীয় বিজয়ী এস জেড বাবু (অনুপস্থিত, কুরিয়ারে পাঠানো হবে), ক্রেস্ট বিতরণ করেন ব্লগ সঞ্চালক জিসান ভাইজান।
এরপর জিসান ভাইজান সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করেন সোনেলা গ্রুপের মাননীয় এডমিনগণকে, যথাক্রমে এম. ইঞ্জা, মনির হোসেন মমি, সাইরাস হেলাল নিজেরা উপস্থিত থেকে ব্লগা সঞ্চালকের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন, অনুপস্থিত মাননীয় এডমিন তৌহিদ ইসলামের ক্রেস্ট ব্লগ সঞ্চালক নিজ দায়িত্বে কুরিয়ার করবেন বলে আশ্বাস দেন, মাননীয় এডমিন সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকে জনাব সারওয়ার ক্রেস্ট গ্রহণ করেন।
এছাড়া ব্লগ উপদেষ্টা ও বিশেষ অতিথি জনাব সারওয়ারকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রধান করেন ব্লগ সঞ্চালক জিসান ভাইজান।
সর্বশেষে সোনেলা ব্লগে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয় মাননীয় ব্লগ সঞ্চালককে, ব্লগ মডারেটর জিসান ভাইজান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মাননীয় এডমিন সাইরাস হেলাল ভাইজানের হাত থেকে।
ক্রেস্ট প্রধান শেষে শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব, আজকের দুপুরের জম্পেশ খাওয়াদাওয়ার আয়োজন ছিলো, ফ্রাইড রাইসের সাথে চিকেন চিলি অনিয়ন, ভেজিটেবেল চিকেন চিলি সহযোগে উদর পূরণ করে আমরা সবাই কোক, স্প্রাইট পান করে আজকের লাঞ্চিয়ন যাকে দুপুরের খাওয়াদাওয়া বলে তা শেষ করেছি।
লাঞ্চ শেষে শুরু হয় আলোচনা পর্ব, বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন সোনেলা ব্লগ ডেভেলপার ও ব্লগার জনাব নাজমুল আহসান, এম. ইঞ্জা, জিসান ভাইজান, হেলাল ভাইজান, সারওয়ার ভাইজান, ব্লগের পাখি বিশেষজ্ঞ, ব্লগার শামিম আলি চৌধুরি ভাই এবং মাহবুব আলম ভাই সহ আরও কয়েকজন।
আলোচনা শেষে ব্লগ সঞ্চালক জনাব ইকরাম জিসান মোঃ শামসুল ভাইজান তার সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের মিলনমেলার সমাপ্তি ঘোষণা করে সবাইকে নিয়ে একুশে বইমেলার উদ্দেশ্যে রওনা হয়ে যান।
ইনশা আল্লাহ আগামী বছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের চাইতেও আরও বৃহত পরিসরে সোনেলার মিলনমেলা উদযাপিত হবে এই আশা রেখে আমি এম. ইঞ্জা সাইনিং অফ করছি।
আবার দেখা হবে সবার সাথে ইনশা আল্লাহ।
সমাপ্ত।
৫৪টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আয়োজনে উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সুন্দর চমৎকার এই মিলন মেলার অনুষ্ঠানটি পরিচালনা করার জন্যে ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। সোনেলা পরিবারের সকল, লেখক, পাঠকের জন্যে রইলো শুভ কামনা।
পোস্ট দিয়ে মিলনমেলার আনন্দঘন সময়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে ইঞ্জা ভাইজানকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। 🙂
সোনেলার ধারাবাহিক সফলতা কামনা করি 🌹🌹
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় আপু, সবকিছুই ছিলো অনুষ্ঠান আয়োজনে, শুধু ছিলোনা আমার প্রিয় বোনটি এবং তৌহিদ ভাইটি, এই অনুপস্থিতি বড়ই চোখে লেগেছে, আশা করবো আগামী আয়োজন গুলোতে আপনারা সবাই উপস্থিত থাকবেন।
নিতাই বাবু
সোনেলা ব্লগের মিলনমেলা-২০২০ইং অনুষ্ঠানে উপস্থিত অনুপস্থিত সকল লেখক/লেখিকাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে জানাচ্ছি পোস্টদাতা প্রিয় লেখক শ্রদ্ধেয় ইঞ্জা দাদাকেও। সোনেলা ব্লগের মিলনমেলায় উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত। আশা করি এ-মিলনমেলায় যাঁরা অনুপস্থিত ছিল, আগামী বছর তাঁদের সাথে সাক্ষাৎ হবে, কথাও হবে।
ইঞ্জা
ধন্যবাদ দাদা, শেষের কয়টি লাইনের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি।
কামাল উদ্দিন
খুব ইচ্ছে ছিল এই রথী মহারথীদের মুখোমুখি হওয়ার। কিন্তু একটা মহা ঝামেলায় ছিলাম বলে কোন ভাবেই সম্ভব হয়নি। তবে কোন একদিন হয়তো সবার সাথে দেখা হয়েই যাবে।
ইঞ্জা
ইনশা আল্লাহ, দেখা হবেই হবে।
সুপায়ন বড়ুয়া
ছোট্টপরিষরে সোনেলা পরিবারের সুন্দর পরিপাটি অসাধারন এই মিলন মেলায় অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
যারা অংশ নিতে পারেননি তারা মিস করেছেন।
তাদের জন্য ইন্জা ভাইয়ের মনোনুগ্ধোকর পরিবেশনা।
(ভিডিও ধারন করে Face Book ব্লগে দেয়া আছে। )
আর জিসান ভাইয়ের কথা কি বলব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত সঞ্চালনা করে জমিয়ে রেখেছিলেন।
দেখা হবে বারবার।
কথা হবে ব্লগে।
সবাইর জন্য শুভ কামনা।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ দাদা, আপনাদের উপস্থিতি আমাদের আনন্দিত ও সম্মানিত করেছে।
হালিম নজরুল
উপস্থিত থাকতে পেরে ভাল লাগছে
ইঞ্জা
আমরা সম্মানিত আপনাকে সাথে পেয়ে, ধন্যবাদ প্রিয় ভাই।
শামীম চৌধুরী
প্রানবন্ত একটি মিলনমেলা ছিলো। এত এত গুনীজনের মাঝে নিজেকেও মনে হয়েছে আমিও উনাদের কাতারে। অথচ তার কোনই যোগ্যতা আমার নেই। তারপরও পুরা অনুষ্ঠান জুড়ে ছিলাম আপ্লুত। ধন্যবাদ সকল ব্লগারদের।
ইঞ্জা
ভাই কি যে বলেন, আপনার যে গুণ, তার এক পার্সেন্টও যদি পেতাম, আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম, এনিওয়ে আপনাকে সাথে পেয়ে নিজেদের ধন্য মনে করছি ভাই, ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
কপাল খারাপ।
এমন গুণীজনের মিলনমেলায় থাকলে নিজেকে একটু ধন্য মনে হতো।
আপনাদের একসাথে দেখে খুবি ভালো লাগছে।
ইঞ্জা
দাদা খুব মিস করেছি আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
আমি অভিভূত, বিমোহিত, উদ্বেলিত। খুব খুব ভালো লেগেছে । সবার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার কাছে আমার জন্য আশীর্বাদ কামনা করছি। ইঞ্জা ভাইকে অনেক অনেক ধন্যবাদ পোষ্টটি শেয়ার করার জন্য।
ইঞ্জা
আমরাও আনন্দিত, উৎসাহিত আপনাকে আমাদের মাঝে পেয়ে, এইভাবেই প্রতিবছর দেখা হবে আশা রাখছি।
ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই আশা রাখি দেখা হবে, কথা হবে। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ইঞ্জা
শুভেচ্ছা জানবেন আপু।
বন্যা লিপি
আরো একটু জমাটি হতে পারতো আড্ডা।এও কম নয়, সবার সাথে পরিচিত হওয়া সরসরি।
অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকে।
ইঞ্জা
এতো শুরু আপু, আগামীতে আরও নড় পরিসরে অনুষ্টান আয়োজনে ইচ্ছে রাখি, দোয়া রাখবেন প্রিয় আপু।
মোঃ মজিবর রহমান
এবার খুব উপভোগ্য ও সুন্দর পরিপাটি ও মনরোম হয়েছে। সকল ব্লগার, এডমিন ও বিজয়দের প্রাণ ঠালা শুভেচ্ছা।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ভাই, আপনার উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতো।
মোঃ মজিবর রহমান
হৃদয়ে গভীরে জেগেছিল তুমুল ইচ্ছে
হইনি সময় পারিনি সময়ে আনতে,
হৃদয়ে আপ্রাণ জাগানিয়া জাগিয়ে ছিল
সকলের মাঝে বসব, ঘুরব কথা বলার ছিল।
ইঞ্জা
ইনশা আল্লাহ, আগামীবার নিশ্চয় দেখা হবে, কথা হবে।
তৌহিদ
ইঞ্জাভাই আপনার মনোমুগ্ধকর লেখায় আজকের মিলনমেলা পূর্ণতা পেলো। সত্যই অভিভূত হলাম। যারা ক্রেস্ট পেয়েছেন তাদের জন্য অনেক অভিনন্দন।
ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এমন আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য। কৃতজ্ঞতা জানাই পৌষ সংক্রান্তি উৎসবকে স্বীকৃতি দেয়ার জন্য।
সামনের বছর আরো বড় পরিসরে মিলনমেলা অনিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ইঞ্জা
আপনাকে ও আপুকে অভিনন্দন জানাই সম্মাননা প্রাপ্তির জন্য, আপনারা এলে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হতো, আগামীতে নিশ্চয় আপনাদের সাথে পাবো এই আশা রাখছি।
তৌহিদ
ইনশাআল্লাহ আসবো ভাই।
ইঞ্জা
ইনশা আল্লাহ
জিসান শা ইকরাম
২০২০ এর সোনেলা মিলনমেলা স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
পুরো মন্তব্য আগামীকাল দেব।
মোঃ মজিবর রহমান
আসলেই ভাইজান। আপনাদের হাস্যময়ী ও মধুমাখা মিষ্টিমুখ খুব অন্তরে ঠাই নিয়েছে ভাইজান।
ইঞ্জা
ভালোবাসা জানবেন ভাই
ইঞ্জা
বিপুল উৎসাহ উদ্দীপনা ছিলো ভাইজান, আগামীতে আরও প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের আশা করছি।
ব্যক্তিগত ভাবে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর ও উপভোগ্য অনুষ্ঠানটি আয়োজনের জন্য।
শাহিন বিন রফিক
আমি যেহেতেু এই ব্লগে নতুন, তাই এর অনেক কিছু আমার জানা নেই আশা রাখি খুব দ্রুত শিখে নিবো, অনুষ্টানে কি সাধারণ ব্লগারদের উপস্থিতি হওয়ার সুযোগ ছিল?
যদি থেকে থাকে তাহলে আগামীতে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম।
বন্যা লিপি
শাহিন বিন রফিক, সাধারন ব্লগার বলতে আপনি কি বুঝিয়েছেন, একটু বুঝিয়ে বলবেন কি?
ইঞ্জা
আপু, উনি বুঝতে পারেননি, আমি বুঝিয়ে লিখেছি।
ইঞ্জা
ভাই আমাদের ব্লগে কোন সাধারণ ব্লগার নেই, যিনি আজ ব্লগে লেখা শুরু করেছেন, তিনিও একজন অসাধারণ ও অতুলনীয় একজন ব্লগার, সুতরাং বুঝতেই পারছেন অনুষ্ঠানটি সকল ব্লগার বা সোনেলার সবার জন্য উম্মুক্ত ছিলো, আগামীবার নিশ্চয় আপনি আমন্ত্রিত।
ছাইরাছ হেলাল
স্মৃতি ভাস্বর একটি দিন।
আপনাকে সাথে পেয়ে আনন্দিত অনেক।
ইঞ্জা
ভালোবাসা জানবেন ভাইজান, আপনাদেরকে পেয়ে যারপরনাই আমরাই আনন্দিত ছিলাম।
জিসান শা ইকরাম
একই আত্মা, একই প্রানের মিলনমেলা বসেছিল গতকাল। সময়ের হিসেব ছিলনা কোনো, কখন যে চলে গেলো এতটা সময় বুঝতেই পারিনি।
আপনার উপস্থিতি মিলনমেলাকে পুর্ন করেছে।
এত সুন্দর একটি আয়োজন এর কথা মনে থাকবে অনেক দিন।
শুভ কামনা ভাইজান।
ইঞ্জা
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আপনাকে ভাইজান, সম্পূর্ণ অনুষ্ঠানটি আপনার একক কষ্টের ফসল যা সোনেলার কেউই অস্বীকার করতে পারবেনা।
মনির হোসেন মমি
আমার গুণীজনেরা অনেক কিছুই মন্তব্য করেছেন আমি শুধু বলব পোষ্টটি সময়পোযী জাষ্ট আধারণ। আগামী সেপ্টেম্বরে সোনেলার প্রতিষ্ঠা বার্ষীকিতে সবার সন্মেলিত অংশগ্রহনের (জান-মাল)নিয়ে প্রস্তুতি নিন।
ইঞ্জা
ধন্যবাদ ভাই, প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্ঠান হবে নিশ্চয়?
নাজমুল হুদা
সোনেলার জয় হোক।
সবাইকে একসাথে দেখে ভালো লাগছে।
ইঞ্জা
ধন্যবাদ ভাই, আপনারা এলে আলো ভালো লাগতো।
নাজমুল হুদা
ভাইয়া, দেখা হবে আগামী বছর বেঁচে থাকলে ❤️
ইঞ্জা
ইনশা আল্লাহ
আরজু মুক্তা
আগামীর অপেক্ষায়
ইঞ্জা
আগামীতে আপনাকে আমাদের মাঝে পাবো এই অপেক্ষায় রইলাম।
ত্রিস্তান
ভাবতে ভালো লাগছে এতো এতো গুণীজনদের আসরে আমিও ছিলাম। অনেক অনেক ধন্যবাদ সোনেলা ব্লগ কে এমন একটি আনন্দঘন প্রাণবন্ত অনুষ্ঠান সম্পন্ন করার জন্য।
ইঞ্জা
গুণী কে না ছিলেন ভাই, ওই আসলে এবং এই সোনেলায়, আমরা সবাই গুণী, গুণীদের রাজত্বে, সেই হিসাবে আপনিও গুণে গুণান্বিত।
সাখিয়ারা আক্তার তন্নী
হায়,হায়
আমিতো কম পরেছি অনুষ্ঠানে।
কেমনে কি হইলো?
ইঞ্জা
অবশ্যই কম পড়েছেন, ইনশা আল্লাহ আগামী বছর তা পূরণ করে নেবেন নিশ্চয়, ধন্যবাদ আপু।
নার্গিস রশিদ
আমি যদি থাকতে পারতাম!!!
ইঞ্জা
ইনশা আল্লাহ আগামী বছর সব ঠিক থাকলে আমাদের প্রোগ্রামে আসতে পারবেন।