মানব সৃষ্টির শুরুতে ছিলেন হযরত আদম(আঃ) তাকে যখন পৃথিবীতে পাঠানো হলো তখন হতেই স্রষ্টার পক্ষ হতে নির্দেশন আসছিল সে কি ভাবে সে পৃথিবীতে বিচরণ করবেন।তারপর বিবি হাওয়ার আগমন অতপর ধীরে ধীরে যুগের পরিক্রমায় পৃথিবীতে মানবের সংখ্যা বাড়তে থাকে।সুতরাং পৃথিবীতে মানব জন্মের শুরুতে ছিল দিক নির্দেশনার ছোয়াঁ।তার পর সন্তানের উপর মা বাবার নির্দেশনা,উঠতি বয়সে শিক্ষক গুরুদের নির্দেশনা তারপর কর্ম জীবনে বস্ দের নির্দেশনা আর সংসার জীবনে বউদের নির্দেশনা।
এরই মধ্যে কিছু নির্দেশনা থাকে যা অপ্রত্যাশিত কিন্তু জীবনের জন্য অপরিহার্য্য তা হলো একজন ভাল মনের বন্ধুর আড্ডায় আলোচনা পর্যালোচনার অংশ বিশেষ।এক সময় বন্ধুত্ব ছিলো মানবে মানবে,দানবে দানবে কখনো বা মানবে দানবে।তা প্রসারিত হয়ে এখন বন্ধুত্ব হচ্ছে অন লাইনে কেউ তেমন গভীর পরিচিত নয় তবুও বন্ধু বলেই জানি আমরা।

তেমনি ফেবুকে পরিচয় হয়  শিপু ভাইয়ের সাথে। আমাদের জিসান ভাই তার সন্মানে তার জন্ম দিন নিয়ে একটি পোষ্টও এই সোনেলায় 14522909_1312878285413244_8049887126741354823_nদিয়েছেন।সম্ভবত এখন বেশী ব্যাস্ত তার কফি সপ নিয়ে।এ এক উদার মনের মানুষ।সে ছিলেন ছোট বেলা থেকেই অন্যদের চেয়ে একটু ভিন্ন,মানব কল্যানে তার মন সদা জাগ্রত থাকত।সদা হাস্য উজ্জল বন্ধু সূলভ মানুষটির সাথে সোনেলার এক মিলন মেলায় কথা বলার সুযোগ হয়েছিল তখন থেকে আমার অনলাইন কিংবা পার্থিব জগতে সে আমার প্রিয় অনেকের মাঝে অন্যতম হয়ে উঠেন।তার পর এক দিন তার সেয়ার দেয়া এই সোনেলা ব্লগের লিংকটি পেয়ে তাতে তৎক্ষনাত আইডি খুলি।প্রথম প্রথম লেখার কোন বাক্যের কোন মিল থাকত না কিংবা প্রতিটি লেখায় প্রচুর বানান ভুল থাকত।ব্লগের ব্লগারদের এমন সহযোগিতায় আর কোন ব্লগেই পাইনি আমার লেখার বানাণ গুলোকে লিখে দেখিয়ে দিতেন শুদ্ধ অশুদ্ধ বানাণ কোনটি।

ব্লগে সবচেয়ে বেশী যার সহযোগিতা পেয়েছি সে হচ্ছেন আমাদের সকলের প্রিয় জিসানহেলাল ভাই। তারা দুজনে একে অপরের ভালো বন্ধু এই বন্ধুত্বের মনের খাতায় জমানো সব ইচ্ছে-ক্ষোভ ঝেড়ে ফেলতেন।তাদের এই ব্যাক্তিগত ব্লগ সোনেলা দিগন্তে ধান সিড়িটির ধারে।এক সময় তাদের মহৎ চিন্তায় ব্লগটিকে উম্মুক্ত করে দেন সবার জন্য।দিনের পরিক্রমায় গড়ে তুলেন একটি ব্লগ পরিবার যেখানে আমাদের বসবাস।জিসান এর অনেক গুলো ব্যাতিক্রম লেখার মাঝে হনুফা বেগম একটি বিপর্যয়ের নাম উল্ল্যেখ্যযোগ্য।হেলাল ভাইয়ের কবিতা কবি না হলে কেউ বুঝবে না।পৃথিবীর সব শব্দরা যেনো তার ঘরেই বসবাস।

ব্লগ পরিবারের এক জন উজ্জল নক্ষত্র শুন্য শুন্যালয় আমাদের সবার প্রিয় ব্লগার…. কারো আপু কারো ননদ কারো বা ভাবী তবে নিঃসন্দেহে বলা চলে সোনেলা পরিবারের কাণ্ডারী।তার অনুপ্রেরণায় ব্লগের সন্তানদের সংখ্যা বাড়তে থাকে।সে 1একা ধারে কবি,গল্পকার এবং ফটোগ্রাফার এর বাইরেও বাস্তব জীবনে সে একজন মানব সেবক মানে ডাক্তার হতে চলছেন এ এক পেশা যেখানে মানবতার গুরুত্ব মানব কল্যায়নে অপরিহার্য।সে ভোরকে ভালবাসেন প্রতি ভোরেই তার পদচারণা।ভোরের স্নিগদ্ধ পরিবেশ তাকে মুগ্ধ করে।তাইতো ভোরের সাথে সখ্যতা তার বেশী।জোৎস্না দেখতে ভালবাসেন ভালবাসেন মা মাটি মানুষকে।দেশকে ভালবেসে সূদুর প্রবাসে থেকেও দেশের মাটির মমতায় পাশ্চৎাত্তের কৃষ্টি কালচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বদেশীয় মাটি ও মানুষের মাঝে সূখ খোজে বেড়ায়।

নাজমুল আহসান এর একটি পোষ্টে সোনেলায় ভিন দেশী ভিজিটরের একটি তথ্য দিয়েছেন যেখানে ৬৬.৩৭% বাংলাদেশে থাকেন আর বাকীরা বিভিন্ন দেশে অবস্থান করে সোনেলা কে আকড়েঁ ধরে আছেন।দেখা যাচ্ছে আমাদের সম্মেলিত এ ব্লগটি দেশের অন্যান্য ব্লগের চেয়ে কম জনপ্রিয় নয়।জনপ্রিয় হবার কারন একটাই এ ব্লগে যে কেউ ঢুকেই পাবেন মায়ের মতো আদর,বোনের মতো ভালবাসা।
সে দিন জিসান ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম স্বপ্ল সময়ের জন্য শুন্য শুন্যালয় নিজ দেশে এসেছেন।আমরা সোনেলার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা।প্রিয় সোনেলায় আরো যারা ভিন দেশে অবস্থান করছেন সবার জন্য রইল শুভ কামনা।ভিন দেশে থেকেও যে দেশকে ভালবাসা যায় তার উল্লেখযোগ্য প্রমাণ আমাদের এই সোনেলায় প্রবাসী বন্ধুরা-রিমি রোম্মান,নীলাঞ্জনা নীলা আলমগীর হোসেন সহ আরো অনেকে।ভিন্ন ভিন্ন তাদের প্রত্যাকটি পোষ্টেই দেশের গন্ধ পাই।

অবশেষে বলব,
আমি যেখানেই যাই যেন
পায়ের চিহ্ন রেখে যাই
কিছু পাই কি না,না পাই
চির সত্য সুন্দরের কথাই
যেনো বলে যাই…….

ধন্যবাদ সবাইকে।
বিশেষ করে সোনেলায় বিচক্ষণদের। -{@

৫৮৪জন ৫৮২জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ