প্রস্তাবনা পোষ্টে সকলের ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা দেখে বুঝতে বাকি রইলো না সোনেলা আড্ডা সোনেলাকে কতটা প্রাণবন্ত করে তুলবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে।
প্রস্তাবনা পোষ্টের মাধ্যমে আমরা কয়েকটি সিদ্ধান্তে উপনিত হতে পেরেছিঃ
> আড্ডার বিষয়বস্তু হবে সহজ এবং শিক্ষণীয়। ফানি টপিক্সও থাকবে। রাজনীতি বিষয়টা নিয়ে কয়েকজনের আগ্রহ দেখে এই ধারণা পাওয়া যায়, রাজনীতির আলাপও হতে পারে।
> আড্ডার দিন ধার্য্য করা হয়েছে বুধ থেকে বৃহস্পতি।
> আড্ডা হবে যুক্তিযুক্ত তর্ক-বিতর্কের মাধ্যমে। কেউ ব্যক্তি আক্রমন করলে,দেশ-বিরোধী, ধর্ম বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য প্রদান করলে তাকে আড্ডা থেকে বিনা নোটিশে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
> “সোনেলায় প্রিয়মুখ” পর্ব আপাতত স্থগিত করা হলো।
> প্রতি বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতি বার রাত ১২টা পর্যন্ত নির্দিষ্ট টপিক্সের উপর সাপ্তাহিক আড্ডা চলবে। এ পর্যন্ত পোষ্টটি সোনেলায় স্টিকি থাকবে।
যেসমস্ত ব্লগার আড্ডায় সম্মতি জ্ঞাপন করেছেন, আসুন একনজরে দেখে নেই সেই সমস্ত ব্লগারগণের তালিকাঃ
> জিশান শা ইকরাম
> হলুদ পরী সাদা নাকফুল
> বাইরনিক শুভ্র
> রাতুল
> মা মাটি দেশ
> নীলাঞ্জনা নীলা
> প্রিন্স মাহমুদ
> শুন্য শুন্যালয়
> রিমি রুম্মান
> আদিব আদনান
> অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
> শাদমান সাকিব
> খসড়া
> শিশির কনা
> স্বপ্ন
> তন্দ্রা
> লীলাবতী
> ছাইরাছ হেলাল
> বনলতা সেন
> ওয়ালিনা চৌধুরী অভি
> আবু জাঈদ
> মর্তুজা হাসান সৈকত
> তাপসকিরণ রায়
নামগুলো উল্লেখ করার অর্থ হলো ব্লগারদের আগ্রহকে সম্মান প্রদর্শন করা। তবে সোনেলা আড্ডা সবার জন্য শতভাগ উন্মুক্ত।
“সোনেলা আড্ডা” নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে এই পোষ্টের মন্তব্য ঘরে প্রশ্নটি করুন। সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী বুধবার থেকে শুরু হওয়া “সোনেলা আড্ডার” প্রথম পর্বের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাই। অফুরন্ত কৃতজ্ঞতা সোনেলা ব্লগ সঞ্চালকের প্রতি।
যারা প্রস্তাবনা পোষ্ট মিস করেছেন। তারা ঘুরে আসুন এই লিঙ্ক থেকে।
৪৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
দারুন একটা জম জমাট আড্ডা হবে আশা করছি ।
শুভ কামনা আড্ডা — -{@
নীলকন্ঠ জয়
চা-বিস্কুট রেডি থাকে যেনো ভাইয়া। :D)
জিসান শা ইকরাম
থাকবে 🙂
আড্ডার টপিকস টা কি এই পোস্টে দিলে ভালো হয় ?
নীলকন্ঠ জয়
Topic নির্দিষ্ট দিনে আড্ডা পোষ্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আমি কিন্তু বোতল বোতল চা খাই। 😀
হেনা বিবি
আমিও আছি ।
ছাইরাছ হেলাল
এই প্রাণোচ্ছল আড্ডায় অংশগ্রহণের অপেক্ষা করছি ।
নীলকন্ঠ জয়
আর বেশি দিন নেই হেলাল ভাইয়া। আমরাও অপেক্ষায় আছি উত্তেজনা প্রশমন করা দায়। \|/
এই মেঘ এই রোদ্দুর
কফি কই? আইসক্রিম কই
তাইলে আড্ডাতে নাই :p
নীলকন্ঠ জয়
ঠান্ডায় আইসক্রিম পাবেন না। চা-কফি আনলিমিটেড সার্ভিস পাবেন ইমো শপ (দোকান) থেকে। 😀
মা মাটি দেশ
ইনসাল্লাহ (y) সোনেলা আরো এক ধাপ এগিয়ে গেল।
নীলকন্ঠ জয়
সকলের আন্তরিক প্রচেষ্টায় সোনেলা হয়ে উঠবে সময়ের সেরা ব্লগ। অনেক ধন্যবাদ।
আদিব আদ্নান
সময় কোন ব্যাপার না , যদিও হাল্কা ধরা খাওয়ার চান্স নিয়েই চালিয়ে নিতে
আসুবিধা হবে না ।
নীলকন্ঠ জয়
ধরা খেলে চা-কফি পান করে আবার লেগে পড়বেন।
:D)
খসড়া
শুভ কামনা আড্ডা —
নীলকন্ঠ জয়
ধন্যবাদ প্রিয় খসড়া সাহেব আপনাকে।
তাপসকিরণ রায়
হ্যাঁ,আড্ডার ব্যাপারটা মন্দ নয়– প্রিয় মুখ সেটাও ভাল–কিন্তু সোনেলার বাছাই লেখাগুলির প্রিন্ট পত্রিকা প্রকাশিত হলে আরও ভাল হত।
তাপসকিরণ রায়
হ্যাঁ,এই মাত্র চোখে পড়লো সোনেলার তরফ থেকে সঙ্কলন প্রকাশিত হচ্ছে। ব্যাপারটা খুশির সন্দেহ নেই।
নীলকন্ঠ জয়
দাদা সোনেলার তরফ থেকে নয়। প্রকাশিত হবে নক্ষত্র ব্লগ থেকে। সোনেলার জন্ম খুব বেশিদিন নয়। তাই এই মূহুর্তে প্রিন্ট প্রকাশনাটা একটু কষ্ট সাধ্য। তবে আরেকটু পরিসটা বাড়লে সোনেলারও প্রিন্ট প্রকাশনা বের হবে আশা রাখতে পারেন। এতটুকু ধৈর্য্য নিশ্চয়ই ব্লগাররা ধরবেন। 🙂
তাপসকিরণ রায়
হ্যাঁ,ব্যাপারতা আমি তা হলে খেয়াল করিনি ।ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
দাদা আপনি লেখা পাঠিয়ে দিন । ভালো লেখা অবশ্যয়ই সংকলনে স্থান পাবে।
জিসান শা ইকরাম
এই পোস্টে এমন আপডেট দিলে ভালো হয় প্রথম দিকেই
” যে সমস্ত ব্লগার অনলাইনে আড্ডা দিতে সম্মত হয়েছেন ”
নাম………
নীলকন্ঠ জয়
হ্যা ভালো বলেছেন। আপডেট করে দিলাম। অনেক ধন্যবাদ ভাইয়াকে।
প্রিন্স মাহমুদ
জয় কেন চশ্মা পড়ে ” প্রথম দিনের আড্ডার বিষয়বস্তু ।
নীলকন্ঠ জয়
হা হা হা দারুণ প্রস্তাব। বিষয়টা ভেবে দেখা দরকার। দিয়েও দিতে পারি।
নীলাঞ্জনা নীলা
আমি দেশের বাইরে থাকি , সোম , মঙ্গল সপ্তাহের প্রথম দুইদিন । ফ্রি থাকা কঠিন । আড্ডাকে বুধ , বৃহস্পতি আনা যায় ?
নীলকন্ঠ জয়
হ্যা তা করা যায়। কারণ সোম-মঙ্গল আর বুধ – বৃহস্পতিতে তেমন কোন পার্থক্য নেই বাংলাদেশে। শুন্যও একই মতামত দিলো। দেখা যাক অন্যেরা কি বলে। আমরা কাউকে মিস করতে চাই না।
শুন্য শুন্যালয়
অফিস টাইম এর কথা চিন্তা করা হলে বুধ বা বৃহস্পতি কি কোন সমস্যা ছিলো? জানিনা 🙁 মিস করবো আড্ডা কে…সবার জন্য শুভকামনা …সোনেলার যে কোন শুভ কিছু কামনার জন্য পাশে থাকবো …নীলকন্ঠ কে ধন্যবাদ এমন একটা আরম্ভের জন্য -{@
নীলকন্ঠ জয়
শুন্য মন খারাপের কোন কারণ নেই। বুধ-বৃহস্পতিও করা যেতে পারে। আমি চাই সবাই আড্ডায় অংশ নিক। আপনাকে কেন মিস করবো আমরা???? এটা হতে পারে না। শুন্য বিহীন আড্ডা শুন্য হয়ে যাবে।
তন্দ্রা
জমুক আড্ডা, কর ইনজ্ মন ভরে নাও আয়েশ।
চল চল সোনেলায়, আড্ডায় মেতে উঠো মন কর ফ্রেশ।
বাড়তি কি আর লাগবে
দশে মিলে করি কাজ
সব উপকরন মিলবে সেথায়,
থাকবে কমতি কিছুই।
নীলকন্ঠ জয়
তন্দ্রাকে আড্ডায় নিয়মিত পাবো তো???
ছন্দ দারুণ হয়েছে। (y)
প্রজন্ম ৭১
আমিও দেশের বাইরে থাকি । বুধ এবং বৃহস্পতি আড্ডার দিন করা যায় কিনা ? এটি করলে আমার জন্য ভালো হয়। আড্ডা দিতে চাই ।
নীলকন্ঠ জয়
বুধ – বৃহস্পতিবার হলে সবারই সুবিধা দেখছি। ঠিক আছে ভেবে দেখছি। আশা করি কেউ নিরাশ হবে না। সোনেলা আড্ডায় সবাইকে চাই।
এই মেঘ এই রোদ্দুর
আড্ডা গেল কই?
নীলকন্ঠ জয়
আর একটু ধৈর্য্য ধরি আপু? আড্ডার দিন কোনটি হলে ভালো হয় জানিয়ে সহায়তা করবেন একটু?
নীলকন্ঠ জয়
বুধ এবং বৃহস্পতি বারের পক্ষে বেশি রায় পড়ায় ঐ দুই দিন সোনেলা আড্ডার দিন ধার্য্য করা হলো। বুধবার কিন্তু আর মাত্র কয়েকঘন্টা পরে।
প্রজন্ম ৭১
দিন পাল্টানো হয়েছে 🙂 শুভ কামনা 🙂
নীলকন্ঠ জয়
শুধু শুভ কামনা? আপনি কি আড্ডা ছেড়ে পালাবেন নাকি??? কাউকে ছাড় নেই।
জিসান শা ইকরাম
বুধ , বৃহস্পতি বার করায় ভালোই হয়েছে ।
সবাইকে আগাম শুভেচ্ছা , সুস্থ থাকুক সবাই।
নীলকন্ঠ জয়
সবই সোনেলার কৃতিত্ব । ধন্যবাদ প্রিয় সোনেলা। -{@
ছাইরাছ হেলাল
যাক , অবশেষে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি ।
সামান্য অপেক্ষা মাত্র ।
নীলকন্ঠ জয়
-{@ আড্ডায় শুরু থেকে পাই যেনো?
ছাইরাছ হেলাল
চেষ্টা নেব বেশ করেই ।
নীলকন্ঠ জয়
🙂 \|/
আফ্রি আয়েশা
দারুন আইডিয়া। আড্ডা শুরু হবে কখন ?
নীলকন্ঠ জয়
পোষ্ট দেওয়া হয়েছে। 🙂
রিমি রুম্মান
আড্ডা’র সময়টা কখন? জানলে ভাল হতো।
নীলকন্ঠ জয়
দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত আড্ডা বন্ধ রাখা হয়েছে। যে দেশে দিনে দুপুরে নিরীহ মানুষ পুড়ে মরছে, মানুষের জীবনের সামান্যতম সুখটুকুও আজ লুন্ঠিত, এই অবস্থায় আড্ডা দেওয়াটা সমীচীন মনে হয় না। আবার আড্ডা শুরু হলে পোষ্ট দিয়ে জানানো হবে আপু। 🙂