ব্লগিং বিরক্ত হয়েই গেছিল। প্রতিদিন শতশত লেখা। আমার মত হাজারটে কয়লার ভেতর থেকে হীরে গুলো খোঁজে বের করাও কঠিন ছিল। বিরক্ত হওয়ার প্রথম কারণ হাবিজাবি লেখা। আমি বুঝিনা, হাবিজাবি লেখার যায়গা ফেইসবুক, ব্লগ না। ব্লগিংয়ের কাজ হচ্ছে যতটা না জানানো তাঁর চেয়ে বেশি নিজেকে জানা। এটা-কি মেনে নেয়া যায়? একজন ভাত খেয়ে উঠে ব্লগে এসে লেখবে “এই মাত্র ভাত খেয়ে এলাম…”!! আপনি “বিস্তারিত” তে ক্লিক করার পর দেখলেন ফাঁকা।
একাউন্ট ডিলেট করেই তারপর গুগল মামার সৌজন্যে সোনেলার দেখা! এ যেন হীরে খোঁজতে নেমে সফল ভাবে সম্পন্ন করা। প্রথমেই ঝটফট কয়েকজনের লেখা পড়ে আমি তো অবাক! কয়েকজনের ভক্তও হয়ে গেছি।
সোনেলায় যা ভালো লাগে…
১, সপ্তাহের শীর্ষ ১৫ লেখাঃ
ওয়াও! এত ভালো লেগেছে এই অপশন যে, এখানকার সবার লেখা পড়েছি। অনেক বড় বড় লেখকগণের সাথে কিছুটা পরিচিত হয়েছি। তাঁদের লেখায় মন্তব্য করেছি। তাঁদের প্রতিউত্তর আমায় রুমাঞ্চিত করে।
২, অদেখা মন্তব্যঃ
আমার ভালো লাগেনা যখন দেখি “অদেখা মন্তব্য নেই!” লেখা।
৩, মাসের শীর্ষ ১৫ মন্তব্যকারীঃ
রীতিমত হিংসে হয়, কেন এই লিষ্টে আমার নাম নেই? পরক্ষণে ভাবি আরে আমি-তো এলামই সপ্তাহখানেক হল!!
যারা এখানে এগিয়ে…আবু খায়ের আনিছ, নীলাঞ্জনা নীলা, মৌনতা রিতু, ছাইরাছ হেলাল, শুন্য শুন্যালয় (ব্লগে আমার প্রথম লেখায় প্রথম মন্তব্য কারী!!), ইঞ্জা, জিসান শা ইকরাম, ব্লগার সজীব, লীলাবতী (নামটির স্পেলিং হার্ড। প্রবলেম ি, ী), মেহেরী তাজ, অনিকেত নন্দিনী (প্রবলেম হয় ি, ী!!), মোঃ মজিবর রহমান, নাসির সারওয়ার, মিষ্টি জিন (ভয় লাগে!!), শামীম আনোয়ার আল- বেপারী।
৪, একটি পরিবারঃ
তাই মনে হবে না-তো কি হবে? একজন কে দেখেছি তিনি সবার স্কেচ এখে ফেললেন!OMG!!
আরো একজন কে (শুন্য শুন্যালয়) দেখি তিনি “আবু খায়ের আনিছ কে শততম পোস্টের অভিনন্দন” নামের একটা লেখা লিখলেন। অবাক হলাম!! মনে হল আসলেই সোনেলা একটি পরিবার।
আরো অনেক… যা হয়ত এখনো আমার চোখের আড়ালেই রয়ে গেছে।
সমস্যাঃ
এখনো তেমন কিছু চোখে পড়ে নাই তবে…
অদেখা মন্তব্যঃ মন্তব্য করার পরে যে রিপ্লাই আসে, তাঁর প্রতিউত্তরে কিছু লিখলে তাঁর রিপ্লাই আর পাওয়া যায়না। জানি-না এ সমস্যা শুধু আমার না সবার হয়।
অনলাইনে আছেন যারাঃ এখানে মন একটু খারাপ হয়ে যায়, যখন দেখি তালিকায় আছেন মাত্র ৩/৪ জন।
ছবি ব্লগঃ সোনেলায় মাত্র ৭০kb সাইজের ছবি দেয়া যায়। যাহা রীতিমত আমায় হতাশ করে।
সোনেলা বেচে থাকুক হাজার বছর। এই কামনা করি।
৪৪টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
কে বললো আপনি নতূন? সোনেলাকে এতো জেনেছেন।
সুন্দর লিখেছেন।
গাজী বুরহান
কৃতজ্ঞতা নিবেন -{@
নতুন তো নতুনই (9) আরো অনেক জানার আছে, বুঝার আছে।
আবু খায়ের আনিছ
সোনেলাকে ত আপনি অনেক জেনে গেছেন। শুভ কামনা আপনার জন্য।
মন্তব্য প্রতিউত্তর আসে, মাঝে মাঝে একটু সমস্যা হয় আবার ঠিক ও হয়ে যায় কেমনে কি হয় কিছুই বুঝি না।
সোনেলার একটা বড় গুন হলো এখানে পাঠক বেশি। সবাই সবার লেখা পড়ে।
সোনেলাকে আমরা একটা পরিবারই ভাবি। আর তাই ত সবাই মিলে মিশেই থাকি।
শুভ কামনা, লিখতে থাকুন।
গাজী বুরহান
পুরোটা জেনে গেছি বলে এখনো মনে হয় না। পাঠক বেশি হওয়া যত বড় না গুনের তাঁর চেয়ে বড় গুন হল সবাই সবার লেখা পড়ে।ভালো লাগে। ধন্যবাদ আপনাকে,অনেক অনেক… -{@
আবু খায়ের আনিছ
শুভ কামনা জানবেন ভাইয়া।
গাজী বুরহান
(y)
ছাইরাছ হেলাল
নাহ, একদম নূতন মনে হচ্ছে না।
কিছু ভাল, কিছু মন্দ, কিছু সমস্যা এ নিয়েই ছোট্ট পরিবারে আমরা খুশি অনেক।
গাজী বুরহান
এ-নিয়ে আছি বেশ। হুম!! ছোট্র পরিবারের সদস্য হতে পেরে আনন্দিত।
ইলিয়াস মাসুদ
সত্যি নতুন কিন্তু লাগছে না………. আপনার অনুভব অনেক সত্য…….. ঠিক সোনেলা যেমন 🙂
গাজী বুরহান
আমি কিপটু
আমি নিশাচর।
আমি নূতন
আমিই বাস্তব। ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
কে বলল আপনি নতুন! আপনি রিতিমত সোনেলাকে অন্তরাত্বা থেকে গেতজেছেন।
তাইত সব জেনে গেলেন।
হ্যাঁ সোনেলা একটি পরিবার। মন্তব্য প্রতিউত্তর য়াসে অদেখা শো করে তবে মাঝে মাঝে সমস্যা হয়।
আপনাকে একঝাক ফুলের শুভেচ্ছা।
ভাল থাকুন।
গাজী বুরহান
ধন্যবাদ আপনাকে। সাথে আছি
আপনার জন্য -{@ -{@ -{@
নাসির সারওয়ার
ও আচ্ছা, আপনি তাহলে সেই সেভেন ডেজ ওল্ড বেবী!
সোনেলা একটা পরিবার এবং আপনাকে আবারও স্বাগতম।
গাজী বুরহান
হাঁহাঁ… মজার কমেন্ট। ধন্যবাদ আপনাকে -{@ -{@
মৌনতা রিতু
সত্যি, নতুন লেখক হয়ে এমন একটা পোষ্ট দেখে চোখ জুড়িয়ে গেল।
নতুন হয়ে এত সুন্দর পোষ্ট ! বুঝছি হিংসা করার সময় হয়ে এসেছে ;(
পুরো পোষ্টটি অদেখা মন্তব্য, শীর্ষ লেখা, শির্ষ মন্তব্য কারি সুন্দরভাবে বললেন।
অনেক অনেক শুভকামনা।
আবারো স্বাগতম।
গাজী বুরহান
সুন্দর না ছাই!! তবে রিয়েলি খুব হিংসে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা নিবেন -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
যখনি সময় হবে আসবেন আমাদের এই পরিবারে আমরা আপনার জ্ঞানের কিছু অংশিদার হতে চাই। -{@
গাজী বুরহান
আমি-তো থাকি, আছি সব সময়!! স্যরি জ্ঞান আহরণের জন্য এসেছি। ধন্যবাদ ভাইয়া (y)
শামীম আনোয়ার আল- বেপারী
প্রথমত গুগল মামাকে ধন্যবাদ, কয়লার খনি পাঠানুর জন্য, হীরে’ত সোনেলায় মিলবে’ই \|/
ইস,,, আমার খুব হিংসা হচ্ছে আমার প্রিয় লেখকের ভক্ত আপনি কেনো হলেন ^:^
আল্লাহ আমার নাম’টা ও ত কয়লার খনিতে আছে \|/
হুম আপনার সাথে আমি একমত সোনেলা একটা পরিবার, আপনিও এ পরিবারের সদস্য -{@
নতুন বইলা’ই বাংগি ফাটাইয়া দিলেন, আর আমরা খাইয়া মুগ্ধ হইয়া গেলাম ;?
তারপরও বলবেন নতুন না তা হতেপারে না। বিষাক্ত সুন্দর একটা লেখা।
গাজী বুরহান
হুম! ধন্যবাদ জানাই গুগোল মামাকে। আমি যাদের ভক্ত তাঁদের মন আকাশ সম। সো নো-চিন্তা।
ইয়েস! আপনার নাম আছে বলে আমায় আর কষ্ট করে খোঁজতে হল না।
এর পরের অংশের কোন অ্যানসার নেই বস!! কি সাংঘাতিক! কি বিষাক্ত!
শামীম আনোয়ার আল- বেপারী
আরে তাতে কি হইছে,,, আমার’ত আছে 🙂 ধন্যবাদ আপনাকে
গাজী বুরহান
(y) (y)
লীলাবতী
প্রিয় ব্লগে এসে এমন লেখা! মনে হয় দিস ইজ লাইফ 🙂
থাকুন আমাদের সাথে, আমরা লোক খারাপ না, চিমটি দিলেও আস্তে দেই 🙂
তা পূর্বে কোথায় লিখতেন ভাইয়া?
গাজী বুরহান
ইয়েস! দিস ইজ বিউটিফুল লাইফ। আছি, থাকব, চিমটি খেতে খেতে অভ্যস্ত আমি। চিমটি দিতেও জানি। রেডি তো?
পূর্বে কোথায় লিখতাম? কোথায়..? কোথায়…? ওহ! ইয়েস ইট’স সিক্রেট! -:-
লীলাবতী
আমারটি সিক্রেট নয়, পূর্বে সামহোয়ারে ছিলাম, ভাল লাগছিলনা তাই চলে এসেছি। কি নামে ছিলাম, এটি অবশ্য সিক্রেট ;?
গাজী বুরহান
সামু!!
এর কথাই বলছিলাম। কিচ্ছু লিখতামনা, শুধু থাকিয়েই দেখতাম 🙁
লীলাবতী
‘ এখন ভাত খেয়ে এলাম ‘, কিচ্ছু ভাল লাগছে না’, ‘ ধুর ছাই ঘুম আসেনা’, ‘ আমার আমি ( নিজের পেইন্ট করা মুখের ফটো দিয়ে’, ইত্যাদি ফেইসবুকে চলে, ব্লগে নয়। আর এটিই হচ্ছে ব্লগ আর ফেইসবুকের পার্থক্য।
গাজী বুরহান
গুড পয়েন্ট। সেখানে কত কি পাওয়া যায়!! লাইক, রিয়েক্ট!! কত কি!!!
শুন্য শুন্যালয়
২। ঠিক, ঠিক অদেখা মন্তব্য না থাকলে একদম ভাল্লাগেনা 🙂
৩। আমারো খুব হিংসে হয়, এখন তো গালে হাত দিয়ে ভাবা শুরু করেছি, আনিছ কে কিভাবে ধাক্কা মেরে এক নাম্বার লিস্ট থেকে সরাবো 😀
৪। পরিবার, হুম্ম। পরিবার নিয়া ঝামেলাও কম না, দুইদিন পর হিন্দি সিরিয়াল বলে কেউ কেউ চলেও যায় 😀 কিন্তু আমি গর্বিত আমার এই পরিবার নিয়ে।
১ নাম্বার নিয়ে পরে লিখবো, একটু বিস্তারিত লেখার ইচ্ছে আছে। সমস্যাগুলো নিয়েও আলাপ করতে চাই, একটু সময় করে। হুম, নতুন কিন্তু আপনাকে মনে হচ্ছে না 🙂 মনে হচ্ছে চোখে ম্যাগনিফাইং গ্লাস 🙂
গাজী বুরহান
বাহ! এত্ত বিশ্লেষণ? আমি যেহেতু নতুন আরো কিছু দিন পর আনিছ ভাইয়াকে ধাক্কা মারার আগে আমার কথাও ভাবতে হবে 😮
ইয়েস! আমিও গর্বিত এই পরিবার নিয়ে।
বিস্তারিত জানতে চাই! এখনই চাই!! চোখে না, আমার চোখই ম্যাগ্নিফাইং গ্লাস \|/
শুন্য শুন্যালয়
সমস্যাগুলো নিয়ে বলি। *অদেখা মন্তব্যের এই অপশন খুব বেশিদিন চালু হয়নি আমাদের এখানে, এখনো মাঝে মাঝেই কিছু সমস্যা দেখি তবে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একসময় আশা করি। প্রতিমন্তব্যের উত্তরও অদেখা মন্তব্যে আসার কথা, আসেতো আমাদের। মাঝে মাঝে হয়তো এলোমেলো হয়।
*ছবি ৭০ কেবিতেও কিন্তু খারাপ আসেনা, আমার বা অন্যদের ছবিব্লগ গুলো দেখলেই আশা করি বুঝতে পারবেন। ছবির সাইজটা ৬০০/৪০০ করে দিন, সেগুলো ৭০ এর নীচে চলে আসবে।
*আসলেই মাত্র ৩/৪ জন অনলাইনে থাকলে কিছু হইলো? এইটার বিরুদ্ধে একটা আন্দোলন করা যাইতে পারে।
নাম্বার ১ নিয়ে কথা নাই। আমার লেখা শীর্ষে থাকেই থাকে, কী যে পড়ে লোকে কিচ্ছু বুঝিনা, ধুরছাই 🙁
আপনার মতো কম্পিটিটর পেয়ে আমরা আনন্দিত। 🙂
গাজী বুরহান
আসলে দিন দিন মানুষ মেন্টাল হচ্ছে নইলে আপনার লেখা পড়বে ক্যান? সবাই সব জায়গায় খোঁজে ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই। পাইলেও পাইতে পার অমূল্য রতন’!! 🙂
এটা কোন কথা?
সোনেলা এগিয়ে যাক, সব বাঁধা পেরিয়ে। এই কামনায়…
ইঞ্জা
সোনেলায় স্বাগতম আপনাকে, তবুও তো আপনি সব খুটিয়ে দেখছেন আর দেখেছেন আর আমি কিছু না দেখেয় শুধু লেখাগুলো দেখতাম আর কমেন্টাইতাম আর একদিন দেখি মন্তব্য করার শীর্ষ কয়েকজনের মধ্যে আমিও আছি 😀 বুঝেন কি অসাধ্য সাধনের পথে পা বাড়িয়েছি, মোদ্ধা কথা হলো এই সোনেলায় আমাকে সম্মানিত করেছে, দিয়েছে ভালোবাসা আর কানে কানে বলি সোনেলায় আমার ব্লগিং এই কয়েক মাসের। 😀
সুতরাং বিসমিল্লাহ্ বলে শুরু করুন, রইল অনেক শুভকামনা। 🙂
গাজী বুরহান
ধন্যবাদ আপনাকে। কষ্ট করে এত্ত বড় মন্তব্য করেছেন। ইয়েস শুরু করেই দিছি। :=
মেহেরী তাজ
সোনেলায় স্বাগতম ভাইয়া!
এটা আসলেই একটা পরিবার! আপনাকে ওয়েলকাম এই পরিবারে!
যা ভালো লেগেছে তা আমাদের স্পেশালিটি!
আর সমস্যা গুলো আমাদের সবারই সমস্যা! আশা করি ব্লগের মডুরা সেসব দেখবেন!
নিয়মিত থাকুন।
গাজী বুরহান
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপাতত নিয়মিত আছি, দেখা যাক… -{@
জিসান শা ইকরাম
ভালই দেখতে পারেন আপনি,
চোখের দৃষ্টি প্রখর।
এইত এমন আমাদের অতি সাধারণ সোনেলা,
শুভ কামনা।
গাজী বুরহান
দোয়া করবেন চোখের দৃষ্টি এভাবে যেন প্রখর থাকে। আপনার জন্য শুভ কামনা -{@
মিষ্টি জিন
আপনার চেয়েও আমিও নতুন সোনেলায়।
যত দেখছি সোনেলাকে ততই অবাক হচ্ছি.. অনেক গুলো মুক্ত কে পরম মমতায় এক সুতোয় বেধে রেখেছে সোনেলা
ব্লগিং এখন ও ঠিকমত বুঝিনা তাই সমস্যা গুলো চোখে পড়েনি ।
ভয় না পাওয়ার জন্যই তো আগে মিষ্টি দিয়েছি :p
বেশী বেশী করে লিখুন
(y)
গাজী বুরহান
আই অ্যাম ১২ ডেইজ ওল্ড। সত্যি সোনেলা এই কাজ সফল ভাবে করতে পেরেছে।
আর ভয়ংকর তো ভয়ংকরই। তাতে মিষ্টি + করলেও ভয়ংকর।হাঁহাঁ…
মিষ্টি জিন
🙂
গাজী বুরহান
(y)
খেয়ালী মেয়ে
প্রিয় সোনেলাতে আরো একজন নতুন সদস্য পেয়ে আনন্দিত আমরা 🙂
স্বাগতম সোনেলায় -{@
গাজী বুরহান
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সোনেলা বেচে থাকুক…।
-{@ -{@