
তুমি যদি কভু পাখি হয়ে ওড়ো
অসীমে বাঁধন হারা,
নীলাকাশে আমি হবো ঠিক দেখো
ঝলমলে শুকতারা।
শারদে প্রতিমা হও যদি তুমি
আমিও আরতি দেবো,
তোমার বুকের সব সুখ দুখ
ছিনে নেবো,কেড়ে নেবো।
কখনো পথিক হও যদি তুমি
আমি পথ হবো নাকি?
ছায়া হয়ে রবো প্রতি পদে পদে
পারবে না দিতে ফাঁকি।
যেখানে লুকোবে সেখানে শুকোবে
আমার ফুলের তোড়া,
দু’হাত বাড়ালে দাঁড়িয়ে আড়ালে
দেখো সেই মুখ পোড়া।
*(ছবি : সোনেলা থেকে ধার করা)*
২৩টি মন্তব্য
কামাল উদ্দিন
এভাবে কাছাকাছি থাকার চেষ্টা করাটা ভালোবাসারই বহিঃপ্রকাশ। সোনেলার এই ছবিটা সুন্দরবনের করমজল থেকে আমার তোলা।
হালিম নজরুল
আমার কৃতজ্ঞ আপনার কাছে কামাল ভাই।
হালিম নজরুল
আমি কৃতজ্ঞ
নিতাই বাবু
তাহলে তো লুকানোর চান্স নেই! কোথায় আর লুকাবে? যেখানে লুকাবে সেখানেই শুকাবে।
সত্যি অসাধারণ!
শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো কবি দাদা।
হালিম নজরুল
ভালবেসে বাইন্ধা রাখব দাদা।
সুপায়ন বড়ুয়া
“যেখানে লুকোবে সেখানে শুকোবে
আমার ফুলের তোড়া,
দু’হাত বাড়ালে দাঁড়িয়ে আড়ালে
দেখো সেই মুখ পোড়া।”
সুন্দর একটি রোমান্টিক কবিতা
মন জুড়িয়ে যায়
শুভ কামনা।
হালিম নজরুল
Love you দাদা।
ছাইরাছ হেলাল
যে ভাবে বর্ণনা দিলেন তাতে মুখপোড়া তো বর্তে গেল।
ভাগ্যবান পড়ামুখো!
হালিম নজরুল
হা হা হা ধন্যবাদ ভাই।
তৌহিদ
ভালোবাসার মানুষকে এভাবেই খুঁজে নিতে হয় বৈকি!! দারুণ কবিতা পড়লাম ভাই।
হালিম নজরুল
প্রেরণা বাড়ল ভাই। ধন্যবাদ।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
যেখানে লুকাবে সেখানেই শুকাবে, পথ না হয়ে ছায়া হবেন ভাবনা গুলো অন্যরকম অনুভূতি প্রকাশ করে। ভালো থাকুন সুস্থ থাকুন
হালিম নজরুল
একটু ভালবাসার চেষ্টা করলাম আর কি।
সুরাইয়া পারভীন
পাশে থাকার/রাখার দারুণ উপায়
হারিয়ে যেতে চাইলেও হারাতে দেওয়া হবে না
লুকিয়ে থাকলেও ঠিকই খুঁজে নেওয়া হবে।
চমৎকার লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
ধন্যবাদ সাথে থাকার জন্য।
নীরা সাদীয়া
অসাধারণ ছন্দের অবতারণা দেখলাম।
পড়ে মনটা ভরে গেলো।
ছন্দে মেশানো প্রেম কাব্য।
হালিম নজরুল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
এমন প্রেমময় লেখাতে বাঁদরের ছবি দিলেন!! উহু, আমি প্রতিবাদ করলাম এই পোস্টে। যদি বাঁদরের ছবিই দিতে হয় তাহলে মুখপোড়া বাঁদরের টা দিন। কামাল ভাইয়ের ছবি ভান্ডার বিশাল। তাকে বলুন খুঁজে দিতে 🙂
হালিম নজরুল
হা হা হা…. ধন্যবাদ সৎসাহসের সাথে প্রতিবাদ করার জন্য। আসলে কবিতায় কবি মুখপোড়া বাঁদরের মত নাছোড়বান্দা তো। তাই আর কি…
রেহানা বীথি
পালাবার পথ নেই, সবখানে দাঁড়িয়ে সে-ই!
অনেক ভালোলাগলো ছন্দময় প্রেমের কবিতা।
হালিম নজরুল
ধন্যবাদ অনুপ্রাণিত করবার জন্য।