সুহাসিনী চান

বোরহানুল ইসলাম লিটন ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার, ০৭:২৮:০৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

আমার যা কিছু সুখ তোমারেই করে গেনু দান,
হে বেভুলা রূপবান!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!

কখনো বিরহে যদি কেঁপে উঠে নিশির অধর,
ছড়ায়ে রূপালী প্রভা করো তার নিস্বার্থে কদর!
যদি খুলে ঝিঁঝিঁ দ্বার
জানুক তুমিও তার
না হয় লুকাবো আমি ছেঁড়া বুকে ভীরু অভিমান!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!

কর্কশ অমার ঘোরে যদি কাঁদে চকোর মনন,
অতল তিয়াসে তার সপে দিও অরূপ যৌবন!
বিবর্ণ তরঙ্গ পেলে
উচ্ছ্বাসী স্বপন ঢেলে
তটিনীর বুকে গড়ো তোমারী যা কাঙ্খিত সোপন!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৬০৪জন ৪৯২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ