
আমার যা কিছু সুখ তোমারেই করে গেনু দান,
হে বেভুলা রূপবান!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!
কখনো বিরহে যদি কেঁপে উঠে নিশির অধর,
ছড়ায়ে রূপালী প্রভা করো তার নিস্বার্থে কদর!
যদি খুলে ঝিঁঝিঁ দ্বার
জানুক তুমিও তার
না হয় লুকাবো আমি ছেঁড়া বুকে ভীরু অভিমান!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!
কর্কশ অমার ঘোরে যদি কাঁদে চকোর মনন,
অতল তিয়াসে তার সপে দিও অরূপ যৌবন!
বিবর্ণ তরঙ্গ পেলে
উচ্ছ্বাসী স্বপন ঢেলে
তটিনীর বুকে গড়ো তোমারী যা কাঙ্খিত সোপন!
তবুও গগনে থেকো হয়ে চির সুহাসিনী চান!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সুহাসিনী চানের জন্য প্রাণঢালা শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল আপনার জন্য।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
খাদিজাতুল কুবরা
মনোরম কাব্য কথন।
চাঁদের মতোই আলো ঝলমলে শব্দগুচ্ছ।
খুব সুন্দর
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল মন্তব্যের জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
সুহাসিনী চান সর্বদা ভালো থাক ঐ দূর গগনে। দুখব্যাথা যতই থাক আমার হৃদয়ে।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম মজিবর ভাই।
নিরন্তর ধন্যবাদ রাখলাম আপনার জন্য।
সুস্থ থাকু খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনার মত লিখতে আর পারবনা বোরহান ভাই।
আলমগীর সরকার লিটন
অসাধারন কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
কবিতার শব্দের মায়াজালে বিভোর হয়ে গেলাম ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম সুন্দর মন্তব্যে।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিম নজরুল
রাবিন্দ্রিক মায়া কবিতায়।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।