
পৃথ্বী বাড়ি খুঁজতে শাড়ি হাঁটছি দীঘল পথ
স্বপ্ন আঁকা পথটি বাঁকা একটি মাখা নথ
নথের ধারে অচীন পারে মায়াবতীর চর
চরটি জুড়ে সোনায় মুড়ে বিষম প্রীতির ঘর
ঘরের মাঝে সকাল-সাঁঝে বাস করে এক পাখি
যার ভরসায় মন হরষায় অনন্তকাল রাখি
পাখির গায়ে নিটোল পায়ে নুপুর বাজে বেশ
তারই ছন্দে মন আনন্দে নাচছে হৃদয়দেশ
হৃদয়গাঙে স্বপ্নরাঙে শাড়ির ছোঁয়া নাচে
সে রঙ ঘ্রানে পাগল প্রাণে অষ্টপ্রহর বাঁচে
নিটোল বোনা চতুষ্কোণা শাড়িই হীরামতি
পরিয়ে তাকে স্বপ্নে ডাকে যোগ্য অরুন্ধতী
শাড়ির ভাঁজে কারুকাজে সুঁতির নীরবতা
প্রেমের লেখা যায় না দেখা অসীম গভীরতা
রঙিন পাড়ি সুঁতির শাড়ি একটুখানি দূরে
টায়রা কাছে পায়রা যাচে আগমনীর সুরে
প্রেমের ছাঁচে হৃদয় নাচে উছলে ওঠে মন
আসছে প্রিয়া ভাসছে হিয়া স্বপ্ন সারাক্ষণ ।
****————————————–****
৩১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শাড়ীর ভাঁজের কারুকাজ লেখায় ছড়িয়ে পড়েছে।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন তো। শাড়ির ভাঁজের কথা , কারুকাজের কথা সুন্দর ফুটে উঠলো আপনার কবিতায়। শুভ কামনা রইলো।
হালিম নজরুল
আপনার জন্যও অফুরান শুভকামনা
নিতাই বাবু
এভাবেই মানুষ বাঁচুক! মনুষের স্বপ্নও বেঁচে থাকুক অনন্তকাল! ছন্দে ছন্দে আপনার কবিতা পড়েছি মনের আনন্দে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
হালিম নজরুল
ভালবাসা প্রিয় দাদা
ত্রিস্তান
অনেক ভালো লাগলো। ভালো লাগলো মানে ভালো লাগলো। আপনাকে খুশি করার জন্য না, আত্মতৃপ্তির জন্যই বলেছি।
হালিম নজরুল
আপনি আমার প্রেরণা হয়ে থাকুন। ধন্যবাদ।
ফয়জুল মহী
ভাষা, বর্ণ ও বাক্য গঠন সবই চমৎকার
হালিম নজরুল
আপনি আমার সেই প্রিয় মহীউদ্দিন ভাই।
হালিম নজরুল
মহী ভাই।
সাবিনা ইয়াসমিন
ঘরের মাঝে সকাল-সাঁঝে বাস করে এক পাখি
যার ভরসায় মন হরষায় অনন্তকাল রাখি…
চমৎকার প্রেমময় লেখা। এভাবেই হয়তো ভালোবাসা পূর্ণতা পায়।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
আপনাদের আশির্বাদ
সুপায়ন বড়ুয়া
“পাখির গায়ে নিটোল পায়ে নুপুর বাজে বেশ
তারই ছন্দে মন আনন্দে নাচছে হৃদয়দেশ“
সুন্দর কবিতা, মন ছুয়েছে।
শুভ কামনা।
হালিম নজরুল
প্রেরণা পাইলাম
মোঃ মজিবর রহমান
দারুন ছন্দ পড়ে মন আনন্দ
ছন্দ কবিতা পড়তে মিতা
হিয়া নাচে উদাসি মন মজে।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ছন্দের কবিতা ভাল লেগেছে খুব।
শুভ কামনা।
হালিম নজরুল
প্রেরণা বাড়লো ভাই
তৌহিদ
শাড়ি নিয়ে কবিতায় অভিভূত হলাম ভাই। লেখার তারিফ না করে পারছিনা।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ভাই
বন্যা লিপি
আহা, অনুপম শাড়ির বর্ননা।খুব ভালো লাগলো।
হালিম নজরুল
শুভকামনা অফুরান
সঞ্জয় মালাকার
পাখির গায়ে নিটোল পায়ে নুপুর বাজে বেশ
তারই ছন্দে মন আনন্দে নাচছে হৃদয়দেশ।
দাদা কবিতা মন ছুঁয়ে গেলো।
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা।
কামাল উদ্দিন
চমৎকার প্রেম কাব্য, বেশ সাবলীল এবং সুখপাঠ্য……ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
হালিম নজরুল
শুভকামনা সবসময়
কামাল উদ্দিন
আপনার জন্যও তাই 🙂
আরজু মুক্তা
শাড়ির ভাঁজে নিটোল কাব্য। মুগ্ধ হলাম।
হালিম নজরুল
ধন্যবাদ অফুরান