
প্রাপ্য যা কিছু; সহজে নয় সহজলভ্য :
ইচ্ছেগুলো ফানুস হলে
যাচনা’রং ঠুঁকরে খাবে।
এমনতরো বায়না সকল
শীতলপাটির তলে
ঘুমপাড়ানী গানের সুরে
কেবল স্বপ্ন দেখে।
মনখারাপের এনভেলাপে
হলদে গোলাপ ফোটে,
কালবোশেখি ধুলোর ঝড়ে
চোখের কাজল ভাসে।
আধেক চাঁদের আলো দিয়ে ঘর ভরেছি আলোয়
নিকষ কালো দূরেই রাখি
ভয় কেন আর কালোয়!
বেদুঈন নয় চোরাগলির পথিক
অবারিত মরুপ্রান্তর চষেই ফেলি ক্ষমতার অধিক।
২৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ক্ষমতার উর্ধ্বে গিয়ে বেঁচে থাকা, যাচনা রং গুলোকে বাঁচিয়ে রাখার অনন্তর প্রয়াস দেখে মন ভালো হলে গেলো বন্যা। এমন লেখা পড়লে নিজেকে প্রাণবন্ত লাগে।
ভালবাসা নিও ❤❤
বন্যা লিপি
তোমার মন্তব্যে লেখা আমার সত্যি প্রাণ ফিরে পায়।
ভালবাসা তোমাকে অজস্র❤❤
সুপর্ণা ফাল্গুনী
ওরে বাপরে কঠিন আবেগ। খুব ভালো লাগলো আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো 🙂🙂
বন্যা লিপি
কঠিন আবেগ দিদি, নাইলে লিখতাম কেমনে? ভালো থাকবেন সবসময়।
শুভেচ্ছা।
হালিম নজরুল
মনখারাপের এনভেলাপে
হলদে গোলাপ ফোটে,
কালবোশেখি ধুলোর ঝড়ে
চোখের কাজল ভাসে।
————চমৎকার
বন্যা লিপি
আন্তরিক শুভেচ্ছা জানবেন।
সুরাইয়া পারভীন
সবাই তো আর পারে না ভরাতে
চাঁদের আধেক আলোয় ঘর
আঁধার ঘেরা জীবনটা যার
নিকষ কালোকে তার দূরে রাখায় দায়
ভয় নয় কালোতে অভ্যস্ত যে সে
দারুণ লিখেছেন আপু 💜💜
বন্যা লিপি
পারা না পারার মাঝখানে জীবন বয়ে যায় জীবনের নিয়মে। জীবনের ধর্মই তো এই!
তবে কেন ফুরাতে দেবো প্রাপ্যটুকুর আস্বাদ?
ভালো থাকো খুব ভালো।ভালবাসা নিও❤
রেহানা বীথি
যে পারে সে চাঁদের আধেক আলোতেই ঘর ভরাতে পারে। দারুণ লিখেছেন আপু। ভালো থাকুন সবসময়।
বন্যা লিপি
সেটাই তো! যে পারে….তার আধেকেই তৃপ্তির ঢেকুর। ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“আধেক চাঁদের আলো দিয়ে
ঘর ভরেছি আলোয়
নিকষ কালো দূরেই রাখি
ভয় কেন আর কালোয়!”
ঠিক করলাম কিনা জানিনা আপনার কবতার প্যারাটা।
ভয়কে জয় করে এগুতে হবে আপু
শুভ কামনা।
বন্যা লিপি
অনেক ধন্যবাদ দাদা।এখন ঝামেলা করতে মন চাইছে না।যেমন আছে রইলো তেমন।
এমনিতেই কপালে অনেক বদনাম জুটেছে, ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি।
অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা।
নীরা সাদীয়া
মন খারাপের ইনভেলাপে হলদে গোলাপ ফোঁটে!
আহা! কী চমৎকার!
বন্যা লিপি
খুব ভালো লাগলো আপনার অনুভূতি! ভালবাসা জানবেন।
ফয়জুল মহী
অসাধারণ লেখা। শুভেচ্ছা । দোয়া করবেন।
বন্যা লিপি
আপনিও দোয়া করবেন। ভালো থাকবেন সবসময়।শুভেচ্ছা।
প্রদীপ চক্রবর্তী
মনখারাপের এনভেলাপে
হলদে গোলাপ ফোটে,
কালবোশেখি ধুলোর ঝড়ে
চোখের কাজল ভাসে।
.
কঠিন কবিতার মর্মবাণী!
শুভকামনা দিদি।
বন্যা লিপি
কঠিন হলো? আমার তো মনে হয় না।
শুভেচ্ছা রইলো দাদাভাই।
শিরিন হক
তোমার প্রতিটি কবিতায় আমি চিরোকাল বিমোহিত হই।
কবিতার জবাব পোষ্ট দিয়েছি মিতা যাদি ভুল করি ক্ষমা করো।
মহিয়সী নারীর জয় হয়। অল্পতেই তৃপ্তি যার সে কখনো হাড়েনা।
হেড়ে যায় কষ্ট নিয়ে পড়ে থাকা মানুষের হাহাকার।
চমৎকার কবিতার প্রতিটি লাইন।
শুভকামনা সবসময়।
বন্যা লিপি
জবাব লিখেছো, এটাই তো আমার প্রাপ্য! ভুলের কথা আসছে কেন? চলবে আমাদের এই কাব্যকথন। ভালবাসা তোমাকে।
ইঞ্জা
মনখারাপের এনভেলাপে
হলদে গোলাপ ফোটে,
কালবোশেখি ধুলোর ঝড়ে
চোখের কাজল ভাসে।
সত্যি তাই আপু, এখন যে মন খারাপের সময়।
বন্যা লিপি
সর্বতো ভালো থাকবেন ভাইজান। কৃতজ্ঞতা জানবেন।
ইঞ্জা
শুভ নববর্ষ আপু
তৌহিদ
ইচ্ছে থাকলে অল্পেই তুষ্ট হওয়া যায়, করোনার বিষন্ন সময়ে নিজের ভালোলাগাগুলোকে খুঁজে নিতে হচ্ছে সামনে যা পাচ্ছি সেখান থেকেই।
ভালো থাকবেন আপু।
বন্যা লিপি
আত্মতুষ্টি এক মহা ত্যাগের অপরনাম ভাই।
ভালোলাগাগুলো খুঁজে নিতেই হয় তুষ্টির কারনে। আপনার মন্তব্য প্রেরনা জোগালো। সর্বদা ভালো থাকবেন। নিরন্তর শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
যে কোনো অবস্থাতেই বেঁচে থাকার প্রেরণা খুঁজে পাওয়াই জীবন।
খুব সুন্দর হয়েছে কবিতা,
শুভ কামনা।
বন্যা লিপি
জীবনের ধর্মইতো এমন! যেকোনো অবস্থাতেই ভালোলাগাটুকু সঞ্চয় করা।
নিরন্তর কৃতজ্ঞতা শ্রদ্ধা। সাবধানে থাকবেন।ভালো থাকবেন।