সহজে সহজ নয়…

বন্যা লিপি ১২ এপ্রিল ২০২০, রবিবার, ০৭:৩৫:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

 

প্রাপ্য যা কিছু; সহজে নয় সহজলভ্য :
ইচ্ছেগুলো ফানুস হলে
যাচনা’রং ঠুঁকরে খাবে।

এমনতরো বায়না সকল
শীতলপাটির তলে
ঘুমপাড়ানী গানের সুরে
কেবল স্বপ্ন দেখে।

মনখারাপের এনভেলাপে
হলদে গোলাপ ফোটে,
কালবোশেখি ধুলোর ঝড়ে
চোখের কাজল ভাসে।

আধেক চাঁদের আলো দিয়ে ঘর ভরেছি আলোয়
নিকষ কালো দূরেই রাখি
ভয় কেন আর কালোয়!

বেদুঈন নয় চোরাগলির পথিক
অবারিত মরুপ্রান্তর চষেই ফেলি ক্ষমতার অধিক।

৭৩৮জন ৫৫৭জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ