এইতো সেদিন- তোমার সাথে পরিচয়,
নাম বিনিময়।
তারপর; একটু একটু গল্প, কবিতা,
মনের নানান ভাবনার মালা গাঁথা।
সুখ-দুঃখের আলাপনে বন্ধুত্বটা আমাদের জমলো বেশ।
গল্পের ছলে, কাজের ফাঁকে-
হৃদয়-আকাশে ভালোবাসার আলিঙ্গন।
কত শত স্মৃতির আদান-প্রদান,
শৈশব-কৈশোরের ভালোলাগা, দুরন্তপনা;
সবই যেন দু’জনের কাছে খোলা বইয়ের মতো।
রাতের পর রাত, ভোর পার।
আবার অপেক্ষা- সকালের মিষ্টি রোদে কথার ফুলঝুরি ছড়ানোর।
দু’জনার সম্পর্ক! না বন্ধুত্বের; না ভালোবাসার।
শরীরে শরীর নয়,দুটি আত্নার মেলবন্ধন।
৩৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কিছু সম্পর্ক যেন আত্মায় বসবাস করে।
বন্ধু, ভালোবাসা ছাড়াই হয়ে যায় আত্মার আত্মীয়।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু।😍😍😍😍
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা অবারিত ❤❤
সুপর্ণা ফাল্গুনী
💓💓
ছাইরাছ হেলাল
প্রকৃত ভালোবাসার সংজ্ঞা লিখলে মনে হয় এমন করেই লিখতে হয়!
এত অল্প কোথায় সুন্দর শব্দে এখানে তো মনে হয় এই-ই প্রথম!
অনেক অনেক ধন্যবাদ, চালু রাখুন এম সুন্দর সুন্দর লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণা আমাকে উৎসাহিত করে।
প্রদীপ চক্রবর্তী
দু’জনার সম্পর্ক! না বন্ধুত্বের; না ভালোবাসার। শরীরে শরীর নয়,দুটি আত্নার মেলবন্ধন।
দুটি দেহে একটি প্রাণের সঞ্চার হউক।
দুটি আত্মার মেলবন্ধন একসাথে গ্রথিত হউক।
.
ভালো লেখনী দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা
ফজলে রাব্বী সোয়েব
অল্প কথায় ভালবাসার চমৎকার বহিঃপ্রকাশ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
মোঃ মজিবর রহমান
কিছু গল্প, কিছু কথার মালা
দু’জনে বসে কথার পর কথা
আদান প্রদান কথার হয়ে উঠে সম্পর্ক বন্ধু, ভাল থাকার সম্পর্ক। হয় আত্বার বন্ধন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
আরজু মুক্তা
সম্পর্কটটা আত্মিক হওয়া উচিত।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু।🌹🌹🌹
সুপায়ন বড়ুয়া
দু’জনার সম্পর্ক! না বন্ধুত্বের; না ভালোবাসার।
শরীরে শরীর নয়,দুটি আত্নার মেলবন্ধন।
এমন ভালবাসা কজনাই বা পারে বাসতে
চলতে থাকুক নীরবে নিভৃতে
লাগলো ভালো , শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা এমন অনুপ্রেরণা , শুভ কামনা জানানোর জন্য
নুর হোসেন
দু’জনার সম্পর্ক! না বন্ধুত্বের; না ভালোবাসার।
-এমন সম্পর্কগুলো চিরদিন টিকে থাকে কোন ঝামেলা নেই চাপ নেই বহতা নদীর মত চুপচাপ বয়ে চলে।
সুপর্ণা ফাল্গুনী
মন্তব্য টা ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
মনির হোসেন মমি
সম্পর্ক বলে কয়ে হয় না,হয়ে যায়।কিছু সম্পর্ক এমনি হয় যেন রক্তের চেয়েও প্রিয় আত্মার আত্মীয়।খুব ভাল হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
কামাল উদ্দিন
“শরীরে শরীর নয়,দুটি আত্নার মেলবন্ধন।”…………এটাই হয়তো প্রকৃত ভালোবাসা।
সুপর্ণা ফাল্গুনী
এটাই প্রকৃত ভালোবাসা। ধন্যবাদ আপনাকে
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভিন
কিছু সম্পর্কের নাম হয় না
তবুও থেকে যায় হৃদয়ের সাথে মিশে
আত্মার আত্মীয় হয়ে
চমৎকার লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু আপনাকে
জিসান শা ইকরাম
কিছু সম্পর্ক আছে যাকে সংগায়িত করা যায় না,
আত্মার গভীরে থাকে এমন সম্পর্ক, যা সব কিছুর উর্ধে থাকে।
কবিতা ভাল লেগেছে ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ দাদা ভাই
তৌহিদ
অল্প কথায় দুজনের সম্পর্কের যে ব্যাখ্যা দিলেন অভূতপূর্ব। আসলে কিছু সম্পর্ক এমনই হয়। দৈহিক ভালোবাসা নয়, নষ্ট প্রেম নয়। এ যেন আত্মার মিলন।
দারুন লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি মন্তব্য করার জন্য।
শাহরিন
সম্পর্ক গুলো আজীবন যত্নে থাকুক, মিষ্টি মধুর খুনসুটিতে আরো মজবুত হয়ে উঠুক। শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। শুভ কামনা রইল
সৈকত দে
এটাই মনে হয় সত্যিকারের ভালোবাসা। সুন্দর লিখেছেন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন, পাশে থাকুন সুন্দর মন্তব্য দিয়ে।