-:সমাপ্ত:-

তির্থক আহসান রুবেল ৯ জুন ২০২২, বৃহস্পতিবার, ০২:৩২:০৫অপরাহ্ন অন্যান্য ৫ মন্তব্য

চশমাওলা সিরিজের বাকি বাণীগুলো আর দেবো না। থার্ড আই বলে একটা কথা আছে। সেই সিরিজের বেশীরভাগ বাণীতেই বাইরে প্রাপ্তমনস্ক কিংবা হার্ডকোর শব্দ থাকলেও, ভেতরে ছিল আড়াল করে রাখা গুমট গল্প বা ডার্ক স্টোরী। ফলে অনেকের মনে হয়েছে অশ্লীল, কারো মনে হয়েছে মজার, কারো কাছে সিরিয়াস। তবে প্রাপ্তমনস্ক ঢেউয়ের বুননে বাণীগুলো নির্মিত হওয়ায় হয়ত কতৃপক্ষের মনে হয়েছে সেগুলো এখানে গ্রহণযোগ্য নয়।

কতৃপক্ষের মনে হওয়ার সাথে আমার ভাবনার কোন মিল নেই। মনে হওয়া আর বাস্তবতা কখনো এক হতে পারে না। আমি মনে করি যা হয়েছে, তা কথাগুলোর ভাব ধরতে না পারার কারণে। অবশ্য সব বুঝতে হবে, এমনও কোন কারণ নেই। ফলে আমার লেখাগুলো বিভিন্ন সময় পর্যাবেক্ষণে রাখা, পোস্ট সরাসরি প্রকাশ আটকে দিয়ে সরাসরি পর্যাবেক্ষণে নেয়ার মতো বিব্রতকর সিদ্ধান্ত অত:পর সে লেখা মুছে ফেলার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে ‘চশমাওলা শয়তানের মহান বাণী’ সিরিজটির সমাপ্তি ঘোষণা করছি।

৬৮৮জন ৫২৮জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ