সভ্যতার অন্তরালে

মোকসেদুল ইসলাম ২৭ আগস্ট ২০১৪, বুধবার, ০৪:৩৪:৪৭অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

ডাস্টবিনে ছুঁড়ে ফেলা নাগরিক স্মৃতি এখন প্রদর্শিত হয় তোমাদের নগরে
স্বপ্নচুম্বনে বারুদের ধোঁয়ায় ঢেকে যাওয়া লাশের ছবি শোভা পায় বসার ঘরে
তারপরেও তোমরা সভ্যতার মুখোশ পড়ে বল আমরাই সভ্য।

অষ্টাদশী নারীর মাংসল বুকে গেঁথে রাখা স্বপ্ন দেখে তোমাদের ঘুম ভাঙ্গে
সময়ের খাদে সৎকারহীন শিশু ডাস্টবিনে টোঁয়া টোঁয়া শব্দে কেঁদে ওঠে
ক্ষমতার দাপট দেখিয়ে বল বেজন্মা এ শিশুর বেঁচে থাকার অধিকার নেই
তারপরেও নিজেকে সভ্য বলে দাবী করো।

সিঁথির সিঁদুর, চওড়া লাল-পেড়ে শাড়ি পরা গ্রাম্য মেয়ের ভান ধরে তোমরা
একদিনের বাঙ্গালী সাজো ইলিশের মাথা খেয়ে
অথচ তোমরা জানোই না শুধুই কাচা মরিচ দিয়ে পান্তা খাওয়া গ্রাম্য মেয়ের
অনন্য শৈল্পিক পদস্পর্শে অনুর্বর ভূমি উর্বর হয়ে ওঠে।

৫১৩জন ৫১৩জন

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ