
ঠিক এই মুহূর্তের কয়েকটি প্রার্থনা কি ঈশ্বর শুনতে পাচ্ছেন? ভীষণ নিষ্পাপ কিছু প্রার্থনা…
শিশু হবো
নিঃসঙ্গ ঘরের ওপরে নেমে আসা ধবধবে সাদা মেঘে হাত ডোবাবো এবং
বেঁচে থাকবো আরও কিছুদিন।
যখন প্রাণবায়ু বিষময়, আমরা মানবিকতা নিয়ে সন্দেহের শেষ সীমায়, তখন কি এমন প্রার্থনা হাস্যকর? তাহলে কি চাইবো?
সর্বোচ্চ শাস্তির ঘোষণা?
ঘোষণা এলেই কি আমরা নিমেষেই শুধরে যাবো, মানবিক হয়ে যাবো?
বছরের পর বছর আমরা ‘অপ’ -এর বীজে জল ঢালার সংস্কৃতি গড়ে তুলেছি।
শিক্ষা নয়, বোধ-বুদ্ধি-চেতনার উন্নতি নয়, মন দিয়েছি আখের গোছানোয়।
একসময় সরগরম ছিল যে স্থানীয় পাঠাগার, এখন সেখানে ধুলোর পরত। প্রকৃতির অতিক্ষুদ্র প্রাণীকূল অবাধে বিচরণ করে সেখানে।
পারিবারিক, সামাজিক বন্ধন ঢিলে হতে হতে গিঁটের চিহ্নটুকুই অদৃশ্য হয়ে গেছে।
একদিন, একমাস কিংবা একবছর, নয়তো কয়েকটি বছরে কি এসব নিরাময় করা সম্ভব? যে শেকড় বিস্তৃত হয়েছে বহুদিকে, বহুগভীরে, সহজে তো তা উৎপাটন করা সম্ভব নয়! যদি এখনই একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়, যদি অল্প হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়, বৃহত্তর পরিসরে যদি ধীরে ধীরে ছড়িয়ে দেয়া হয় সেই আন্দোলনের মহতী উদ্দেশ্য, তবে হয়তো একসময় আমরা বেরিয়ে আসতে পারবো ‘অপ’-এর কবল থেকে। কিন্তু পরিস্থিতি এমন-ই, সবকিছুই কোনও না কোনওভাবে রাজনীতিকরণ হয়ে যায়!
তবু আশায় বাঁচে চাষা… নিষ্পাপ প্রার্থনা বিফল হয় না কখনও। নীলাকাশে সফেদ মেঘটুকু থাক…
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নীলাকাশের সফেদ মেযেদের সাথে বসে বসে একটি
সুন্দর সকালের প্রত্যাশায় থাকবো। হতে পারে তা খুব দূরে। তবুও আশায় বুক বাঁধতে চাই।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাইয়া।
শুভকামনা নিরন্তর।
রোকসানা খন্দকার রুকু
তবু আশায় বাঁচে চাষা… নিষ্পাপ প্রার্থনা বিফল হয় না কখনও। নীলাকাশে সফেদ মেঘটুকু থাক…*****
প্রার্থনা অবশ্যই কোন একদিন কবুল হবেই হবে। আমরা আশা করব যেন শিশুর মত মেঘে হাত ডুবিয়ে জীবনের মানে খুঁজে পাই।
ভালো লাগলো আপু।
শুভ সকাল।
রেহানা বীথি
আপনার ভালোলাগায় খুশি হলাম আপু। ভালো থাকবেন সবসময়।
শুভ সকাল।
আলমগীর সরকার লিটন
বর্তমান সমাজের আর্তনাদ চমৎকার কবি আপু
রেহানা বীথি
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
দিপালী
পরিবর্তন একদিন না একদিন আসবেই।
রেহানা বীথি
ভালো থাকবেন আপু সবসময়।
সুরাইয়া পারভীন
প্রার্থনা কখনো বিফলে যায় না
নিষ্পাপ প্রার্থনা তো নয়ই
একদিন, একমাত্র, একবছর কিংবা কয়েকটি বছরে নিরাময় সম্ভব নয় যদি না নিজেরাই নিজেদের মানসিক পরিবর্তন করে।
রেহানা বীথি
ভালো থাকবেন সবসময়।
উর্বশী
এমন প্রার্থনাই করা উচিৎ যা কখনও বিফলে যায়না। নিজেদের পরিবর্তন জরুরী, মানষিকতা, পারিপার্শ্বিকতা সবকিছুই।তবেই শিশুর মত মেঘে হাত ডুবিয়ে জীবনের মানে খুঁজে পাওয়া যাবে।
সমসাময়িক সমাজের করুন ধারার আর্তনাদ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিউটিফুল আপু। ভাল থাকুন।
রেহানা বীথি
আপনিও ভালো থাকুন আপু।
শুভকামনা সবসময়।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু,
সামাজিক আন্দোলনের বিকল্প নাই
কিন্তু সবাই যে গৃহবন্দী করে সুখ পায়।
ভয় দেখানোকে সঠিক ভাবে।
যা হয়ত বুমেরাং হবে।
যতদিন না সবাইকে মানুষ ভাবে।
সুন্দর লিখলেন। শুভ কামনা।
রেহানা বীথি
ভালো থাকুন দাদা সবসময়।
শুভকামনা নিরন্তর।
শামীম চৌধুরী
নীল আকাশের সফেদ মেঘের সঙ্গে যেন আমাদের মনটাও সফেদ থাকে।
রেহানা বীথি
একদম ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
আসলে, স্যারদের মারটা উঠিয়ে দেয়া ভুল হয়েছে।
আমার মেয়ে যে ক্যান্টনমেন্টে পড়ে, ওখান কার চেয়ারম্যান বলেন, ” মারবেন, আর বলবেন, এই জায়গাটা বেহেস্তে যাবে।”
তারপর হয়তো, আমরা গার্ডিয়ানরাও হয়তো স্মার্ট সময় দিতে পারিনা।
সবমিলিয়ে আবার সময়টা শুভ্র হোক।
রেহানা বীথি
অল্প বিস্তর শাসনেরও দরকার আছে আপু। ভালো থাকুন।
শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
এতো দিনের জমানো জঞ্জাল, ক্ষয়ে যাওয়া মানসিকতা, নষ্ট সমাজ বদলাতে অনেক অনেক সময় লাগবে, তবুও ধৈর্য্য ধরতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে কঠোর হাতে। বিচারের নামে প্রহসন ও কালক্ষেপণ দূর করতে হবে প্রতিবাদ করেই। শুভ্র মেঘ ধরা দিক সবার হাতে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
রেহানা বীথি
ঠিক তাই আপু।
ভালো থাকবেন আপনিও সবসময়।
শুভকামনা নিরন্তর।
তৌহিদ
আমাদের বিবেক বুদ্ধি মানবিকতা সব বিলুপ্ত হচ্ছে দিনে দিনে। নতুন ভোরের প্রত্যাশা সকলেরই। সামাজিক আন্দোলন জোড়ালো করতে হবে। সবকিছুতেই রাজনীতি টেনে আনা ঠিক নয়।
আপনিও ভালো থাকুন আপু।