সফেদ মেঘটুকু থাক

রেহানা বীথি ১২ অক্টোবর ২০২০, সোমবার, ০৯:৫০:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

ঠিক এই মুহূর্তের কয়েকটি প্রার্থনা কি ঈশ্বর শুনতে পাচ্ছেন? ভীষণ নিষ্পাপ কিছু প্রার্থনা…

শিশু হবো
নিঃসঙ্গ ঘরের ওপরে নেমে আসা ধবধবে সাদা মেঘে হাত ডোবাবো এবং
বেঁচে থাকবো আরও কিছুদিন।

যখন প্রাণবায়ু বিষময়, আমরা মানবিকতা নিয়ে সন্দেহের শেষ সীমায়, তখন কি এমন প্রার্থনা হাস্যকর? তাহলে কি চাইবো?
সর্বোচ্চ শাস্তির ঘোষণা?
ঘোষণা এলেই কি আমরা নিমেষেই শুধরে যাবো, মানবিক হয়ে যাবো?
বছরের পর বছর আমরা  ‘অপ’ -এর বীজে জল ঢালার সংস্কৃতি গড়ে তুলেছি।
শিক্ষা নয়, বোধ-বুদ্ধি-চেতনার উন্নতি নয়, মন দিয়েছি আখের গোছানোয়।
একসময় সরগরম ছিল যে স্থানীয় পাঠাগার, এখন সেখানে ধুলোর পরত। প্রকৃতির অতিক্ষুদ্র প্রাণীকূল অবাধে বিচরণ করে সেখানে।
পারিবারিক, সামাজিক বন্ধন ঢিলে হতে হতে গিঁটের চিহ্নটুকুই অদৃশ্য হয়ে গেছে।
একদিন, একমাস কিংবা একবছর, নয়তো কয়েকটি বছরে কি এসব নিরাময় করা সম্ভব? যে শেকড় বিস্তৃত হয়েছে বহুদিকে, বহুগভীরে, সহজে তো তা উৎপাটন করা সম্ভব নয়! যদি এখনই একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়, যদি অল্প হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়, বৃহত্তর পরিসরে যদি ধীরে ধীরে ছড়িয়ে দেয়া হয় সেই আন্দোলনের মহতী উদ্দেশ্য, তবে হয়তো একসময় আমরা বেরিয়ে আসতে পারবো ‘অপ’-এর কবল থেকে।  কিন্তু পরিস্থিতি এমন-ই,  সবকিছুই কোনও না কোনওভাবে রাজনীতিকরণ হয়ে যায়!

 

তবু আশায় বাঁচে চাষা… নিষ্পাপ প্রার্থনা বিফল হয় না কখনও। নীলাকাশে সফেদ মেঘটুকু থাক…

৭৫২জন ৬৩১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ