
যান্ত্রিক অত্যাচারে ছিঁড়ে যাওয়া অনুভূতির তন্ত্রীগুলো অপেক্ষায় থাকে পৃথিবীতে নেমে আসা সন্ধ্যার ছায়ার।
সন্ধ্যার ছায়া প্রসারিত হয়,
সম্মুখ সুদৃশ্য বাগান সন্ধ্যার স্নিগ্ধ আলোয় সেজে ওঠে
শিশিরে ভিজতে থাকে নানান আকারের ছায়াতরু
সতেজতায় সেজে ওঠে গুল্মের সবুজ গালিচা।
আমার রাতের সকল প্রহরে তোমাকে দেখার এক আকুলতা আছে।
রাত্রির কিছু প্রহর কেটে যায় পলকহীন।
এ বারান্দর প্রতিটা কোণা জানে কখন কোন দীর্ঘশ্বাস বের হয়ে আসে
সে দীর্ঘশ্বাসের দীর্ঘতা কতোটা গভীর
তার সাক্ষী রয় ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে আসা চাঁদের আলো ও ভোরের উজ্জ্বল নক্ষত্র।
সাক্ষী থাকে মোরগ ডাকা ভোরের নীরাবতা, নক্ষত্রের উজ্জ্বলতা, মৃদুমন্দ বাতাস।
আমি জানি না কি করে চোখের ব্যবহার করতে হয়
কি করে তাকিয়ে তোমাকে অনুভব করা যায়
শুধু জানি চোখের অতলস্পর্শে তোমাকে অনুভব করা যায়।
অপলোক তাকিয়ে বলা যায়, কতোটা ভালবাসি শুধু তা পড়ে নিও।
রাতের দ্বিপ্রহরে পূর্ণ চাঁদ যখন তোমার মুখের উপর পড়ে
আমি তখন তোমায় অপলোক চোখে দেখছি বুঝে নিও
পাশ ফিরে খুঁজে নিও আমায়।
যদি টের পাও একটা পাপিয়া উড়ে এসে বসেছে কাছে কোথাও
তার পাখায় পাখায় আমার প্রেম বিলানো।
,,রিতু,,,কুড়িগ্রাম
২৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ! ভালোবাসার স্নিগ্ধ প্রকাশের লেখাটি ভালো হয়েছে।
মিষ্টি একটি আবেশ আছে কবিতায়।
আজ প্রথম ছবি দিতে পারলে,
ছবি দেয়া অনেক সহজ।
রিতু জাহান
ছবি কাইটা কুইটা ছোটো করে দিতে হয়।
এটা শিখতে চার বছর লাগলো😥😥
এবার শিখব ছবি ব্লগ।
থ্যাংকু ভাইয়া।
জিসান শা ইকরাম
তোহিদ ভাইর পোস্টে একটা ছবি রিসাইজ এর সফটওয়ার আছে। ওটা ইন্সটল করে নিও। ছবি রিসাইজ করার জন্য বেস্ট এটা।
রিতু জাহান
ওকে☺☺
সাবিনা ইয়াসমিন
ছবিটি খুব সুন্দর। কল্পনার রঙ বাস্তবে ধরা দিলে যেমন লাগে, তেমন।
ভালোবাসা প্রকাশে–অপ্রকাশে যতটা আনন্দ থাকে, অনুভবে ততোটা আনন্দ থাকে না। কেমন একটা যাতনা, একটা অতৃপ্ত অনুভূতি নিয়ে থাকতে হয় সব সময়। এক ব্যাথা থেকে পালিয়ে বাচঁতে হাজার ব্যাথা বয়ে বেড়ানোর মতো।
রিতু জাহান
হুম, ঠিক বলেছো। খুব ভালবাসার একটা যন্ত্রণা আছে।
ছবির এ যায়গাটি আমার খুব পছন্দের। একটা নিরবতা আছে।
ভালো থেকো সব সময়।
তৌহিদ
ছবিটি কিন্তু দারুন!
আসলে ভালোবাসা বলে কয়ে হয়না, অনুভব করতে হয়।
আর বেশি কিছু মাথায় আসছেনা, মন মেজাজ ভালো নেই তাই।
রিতু জাহান
এ যায়াগাটা আমার ভীষণ পছন্দ। প্রায়ই গিয়ে বসে থাকি।
ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সব সময়।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন।☺
মনির হোসেন মমি
চমৎকার ভালবাসার অনুভুতি।
রিতু জাহান
ধন্যবাদ মনির ভাই।
ভালো থাকুন সব সময়।
মাহমুদ আল মেহেদী
ভালোবাসার নিরব অনুভূতি, নিশ্চুপ নিরবতা।
রিতু জাহান
নিশ্চপ নিরবতা।
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
পলকহীন আকুলতায় বিভোর
অক্লান্ত রাত্রি,
দীর্ঘশ্বাসের গভীর দীর্ঘতা নিয়ে
জেগে থাকে, উজ্জ্বল উচ্ছল বাতাসে;
এত্ত কড়া ভালোবাসার কবিতার উত্তর কেমনে দেই!!
রিতু জাহান
খুব কড়া!!
উত্তর কিছু লিখে ফেলুন। যা একটা কিছু-মিছু
ছাইরাছ হেলাল
আপনার মত এত্ত সুন্দর কিন্তু অইবে না , আগেই কইলাম!
রিতু জাহান
কি সব কন গুরুজী!!
আমি শিখে লিখলাম আপনার কাছ থেকে।
ধার করেছি কতো কতো শব্দ!
আর আপনিই আমারে ডরানি দিতেছেন!!
এসব হইবে না। লিখতে হবেই,,, আবদার আবদার
মোঃ মজিবর রহমান
শুধু জানি চোখের অতলস্পর্শে তোমাকে অনুভব করা যায়।
অপলোক তাকিয়ে বলা যায়, কতোটা ভালবাসি শুধু তা পড়ে নিও। সসম্ভব উপলদ্ধি, প্রকাশে উজ্জ্বল নক্ষত্র।
কি যে ভাবনা আর কি যে লেখা তাই ভাবি!!!!
রিতু জাহান
সেটাই!! কি যে ভাবনা আর কি যে লেখা। একে বলে উরাধুরা লেখা,,,,,
নীরা সাদীয়া
বাহ, চমৎকার অনুভূতির বহিপ্রকাশ। ছবিটি আরও সুন্দর।
রিতু জাহান
ধন্যবাদ😘😘 ছবির এ যায়গাটি আরো অনেক সুন্দর।
ভালো থেকো।
শুন্য শুন্যালয়
চাঁদের আলো আমার মুখে নাকি তোমার মুখের উপর পড়ে হবে? খুব ভালো লাগলো ভাবতে, আলো পড়লে কেউ তাকিয়ে আছে এটা ভাবতে।
রাত, পাখি, শিশির, প্রেম সব মিলিয়ে খুব সুন্দর। আদ সবাইতো আগেই বলে ফেলেছে ছবিটির কথা 🙂
রিতু জাহান
‘তোমার মুখের উপর।’ ঠিক করে দিয়েছি।
আসলেই সে মুহূর্তগুলো অসাধারণ। চাঁদ রাতগুলো অনেক মোহনীয় হয়ে ওঠে। গাছগুলো স্পষ্ট দেখা যায় মনে হয়।
যে রাতে চাঁদ থাকে না সে রাতে গান শুনি,’চাঁদ কেনো আসে না আমার ঘরে।’
নীলাঞ্জনা নীলা
মন যদি সুন্দর ভাবনায় ডুব দেয়, দৃশ্যও তখন সেভাবেই সামনে এসে দাঁড়ায়।
ভালো লেগেছে আপু। তোমার লেখায় ধার বেড়েছে।
রিতু জাহান
তোমার অপেক্ষায় আছি আপু।
প্রহেলিকা
ব্রেকআপ শব্দটা শুনতে শুনতে রোমান্টিকতা বলেও যে কিছু আছে তা ভুলেই গিয়েছিলাম। নিটোল ভালবাসার বহিপ্রকাশে এই লেখাটি না পড়লে হয়তো বুঝতেও পারতাম না ভাল বাসারা বেঁচে থাকে শব্দে শব্দে। খুব সুন্দর করে লিখেছেন লেখাটি। অতুলনীয়।
আপনার লেখা দেখে হিংসে হয় আমারও।
রিতু জাহান
আমার লেখা দেখে হিংসে হয় প্রহেলিকার মতো শব্দের যাদুকরের! আমি তো আর নাই।
লজ্জায় শব্দ সব পালালো বুঝি আমার।
ভালব্সায় ব্রেকআপ হবে কেনো?
একটু অভিমান চলতে পারে।
একটা গল্প জানেন তো, সেদিন আমাদের তাই হয়েছিলো। বললাম, জিজ্ঞেস করব না তো কিছু। তিনি তখন মুচি আর মুচির বউ এর গল্প শুনিয়ে দিলেন। আমি তখন হেসে দিলাম।
এই মান অভিমানে প্রচন্ড ভালবাসায় ডুবে আছি,,,
প্রহেলিকা
এসব অভিমান না, সংসারের খুনশুটি। আহা কি যে মধুর। লিখে ফেলুন এটা নিয়েই কিছু।