সত্য কথন

নাঈমা নাসরিন নিপু ৭ নভেম্বর ২০১৪, শুক্রবার, ১২:২২:৪০পূর্বাহ্ন বিবিধ ২৬ মন্তব্য

গুড স্যাম হসপিটালের বিছানা থেকে আকাশ দেখা যায় না। জানালায় ভারী পর্দা দেয়া।আমার রুমে সব সময় আলো জালানো থাকে।তাই দিন কি রাত বোঝার কোন উপায় নাই। গত তিন দিন আমি এই বিছানায় শুয়ে আছি। ঘর থেকে হাজার মাইল দূরে পরিবার,পরিজন হীন।বাইরে একটানা বৃষ্টি হছে। ছোট্ট এই পাহাড়ি শহরে বলতে গেলে প্রতিদিনই বৃষ্টি হয়। খুবই বিরক্তিকর। বৃষ্টি একসময় আমার খুবই পছন্দ ছিল। এখন আর ভাল লাগেনা। এই মুহূর্তে বলতে গেলে কিছুই ভাল লাগছেনা। কিছুক্ষণ পর পর নার্স এসে আমকে দেখে যায়। মনিটরে আমার হার্টবিট দেখে। আমার সাথে হাসি,গল্প করতে চায়। আমার ভাল লাগেনা। মাঝে মাঝে একা একা কাঁদি। সারা শরীরে এক অসহ্য ব্যথা। আমার শরীরের ভীতর যে ছোট্ট আরেকটা প্রান বেড়ে উঠেছে ধীরে ধীরে সে এখন পৃথিবীর আলো দেখার জন্য উদগ্রীব। কোন কারনে তার সেই যাত্রা বিলম্বিত হছে। সাদা বুড়ো ডাক্তার জেনিফার এর চোখে মুখে একধরনের চিন্তার ছাপ স্পষ্ট। জেনিফার বলল আর অপেক্ষা করা ঠিক হবেনা। আমরা অপারেশন করেত চাই। চরম উদ্বেগ আর ভয় নিয়ে অপারেশন থিয়েটারে যাবায় জন্য তৈরি হচ্ছি।ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি। ইস মা যদি থাকত একটু পাশে।
নার্স বলল” তোমার সাথে অপারেশন থিয়েটারে আর কে যাবে, তোমার মা অথবা বোণ কেউ নাই”।অনেক কষ্টে কান্না চেপে বললাম কেউ নাই। নার্স আমার হাত ধরে বলল মন খারাপ করোনা আমি তোমার বোণ, আমি তোমার পাশে থাকব। ভিন দেশি এক অচেনা নার্সের মমতা মাখা সেই কথায় মনটা ভাল হয়ে গেল। অপারেশন থিয়েটারের সবাই কত কথা বলল। তারপরও আমার মনের ভয় কাটেনা। হঠাত মনে হল আমার শরীরে কোন অনুভুতি নাই। কত সময় এমন ছিলাম মনে নাই। নার্স বলল চোখ খোল। চোখ খুলে যা দেখলাম তা দেখার জন্য প্রতিটা নারী অপেক্ষায় থাকে জন্ম জন্মান্তরে। একটা ছোট্ট মোমের পুতুল। চিৎকার করে কন্না করে সেই পুতুল টা বলছে আমি এসেছি,এসেছি এই ধরায়। আমার চোখে এত অশ্রু কোথায় ছিল জানিনা। চখের জল যেন বাধ মানে না। নার্স মেয়েটা বলল কাঁদছ কেন বোকা মেয়ে। আমি নিজেও জানি না কেন কাঁদছি। শুধু জানি আমার আজ কাদতে খুব ভাল লাগছে। আজ থেকে আমার পরিচয় শুধু এক নারী নয় আমি একজন মা।পৃথিবীর সব থেকে সন্মানের পদবি।
আমার সেই ছোট্ট পুতুলটার আজ জন্মদিন। তিন বছরের দুষ্ট পরীটা আমার বড় হয়ে যাচ্ছে।অনেক বড় হও মা, আমার আকাশের চেয়েও বড়।

৪৯৯জন ৪৯৯জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ