আহা! কি চোখ। পাইলাম, আমি ইহাকে পাইলাম। হারিয়ে যেতে যেতে সজীবের কানে সুকন্ঠি সুর যেন ফিসফিস করছে, জান, জান………
***********
ভাইজান ও ভাইজান। রহিমা বুয়া পারলে ধাক্কা মেরে উঠায় দেয় এমন অবস্থা। সাতসকালে এত্তো সাধের স্বপ্নটা ভেঙে এমন মহা সাধের খবর অপেক্ষা করছিল কে জানতো, ভাইজান আপনে নাকি সোনালি না রূপালী কই জানি পাত্রী চাই বিজ্ঞাপন দিছিলেন, দেখেন আইসা কত্তোবড় লাইন লাইজ্ঞা গ্যাছে মাইয়াগো। এ? এ নিশ্চয়ই আমার না অন্যের কান। ঐ সোনালী রূপালী না, সোনেলা। শিগ্রই সবাইরে ভেতরে নিয়ে আয়। ইয়া লম্ফ দিয়ে দোড়ো দোড়ো ভাগা ভাগাছা স্টাইলে ( ভাগা ভাগাছা স্টাইল না দেখলে হইতো ন ) সব কাজ সেরে ততাধিক স্টাইলে মাঞ্জা মেরে ড্রয়িং রুমে এসে বসলো সজু ভাউ।
ভেতরে প্রথমেই যিনি এসে ঢুকলেন, মানে যাকে ঢোকানো হলো, তাকে দেখেই সজুর দিনের প্রথম ঢোক গেলা। ইয়ে মানে আপনি তো দেখতে খুবই সুইট, সজীব তো তো করে বললো, কিন্তু আপনার সাথে আমার সাইজে কোনভাবেই যে খাটেনা । কিন্তু আপনি যে পোস্ট দিয়েছিলেন সাইজ ডাজন্ট মেটার। না ইয়ে মানে আপনি মনে হয় সোনেলার ব্যস্ত ব্লগারদের মত অর্ধেক পড়েছেন, ওটা আসলে ছিলো size doesn’t matter !! অবশ্যই সাইজ ম্যাটার। আমার ছবিসহ হাতে কলমে বর্ণনা দেয়া আছে আপু। বিমর্ষ চিত্তে পাত্রীর গমন। বিসমিল্লাহ্তেই মটু? সজুর মন বেজায় ভার। ক্যান গো সজু ভাই, স্বাস্থ্যই তো সকল সুখের মূল। 🙂
নাম্বার ২ এলেন। পাত্রী দেখতে দারুন কিউট। ধুম মুভির উদিত চোপরার মত রঙিন ছায়াছবির দৃশ্যটা ভেসে উঠলো সজুর চোখে।
পাত্রির প্রশ্নঃ ফেসবুকে আপনার একাউন্ট কয়টি? জানটুসের সংখ্যা বর্তমান ক’জন? সোনেলায় আপনার ভক্তের সংখ্যা এত কেন? কাহিনী কি? আজ পর্যন্ত কোন নারী আপনার হাত ধরেছে কিনা। আপনার নামের মতই আমি একজন সজীব স্বামী চাই। ভেজিটেবল রোল আর ডিম ভাজি ছাড়া আর কি কি রান্না করতে পারেন? এডাল্ট জোকসের মত জ্ঞান বিতরনের পরেও সবাই আপনাকে পোলাপাইন বলে কেন? অ।আ।ব।জ।ট।ম……চলছেই।
মূহুর্তেই ধুম মুভির পরের দৃশ্যের মত রঙিন পাল্টে সাদা-কালো ছায়াছবির নীচের দৃশ্য বাতাসে ভাসতে লাগলো।
এরপর যিনি এলেন, তার সঙ্গে বিশাল বউযাত্রি। ভিন্ন সাইজের ক’ খানা বাচ্চা দেখে সজুর মনটা বেশ খুশি খুশি হলো। সে বাচ্চা পছন্দ করে। এরা নিশ্চয়ই পাত্রির ভাগ্না-ভাগ্নি কিংবা ভাতিজি হবে। এই কুটু কুটু তোমার নাম কি জিজ্ঞেস করতেই একজন পাত্রির দিকে তাকিয়ে বলে উঠলো, আম্মু ইনিই কি আমাদের আব্বু হবেন? সজু, আহারে বেচারার মুখ পুরা নকশি কাঁথার সেলাই হয়ে গেলো। এবার খুব মিষ্টি করে পাত্রি বললো, আপনার পাত্রি চাই এর বিজ্ঞাপন দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি, এমন লক্ষীপাত্র, এমন পাত্রই তো খুঁজছিলাম, যে কিনা লক্ষি ছেলের মতো আমার বাচ্চাগুলোকে দেখাশোনা করতে পারবে। সজুর মেজাজ একটু একটু চড়ে গেলো, আমি রেডিমেডের কথা বলিনাই, তৈরি করে নেয়ার কষ্ট করতে রাজি আমি। না মানে, আপনার রেডিমেড কমেন্ট দেখে আপনার সম্পর্কে ভুল ধারনা করে ফেলেছি বোধ করি। অতঃপর প্রস্থান।
৪, ৫, ৬……… চলছেই। কেউ বা সজুর বেল্টের চামড়া অপছন্দ করলো, তো কোন মেয়ের জামার রঙ সুন্দর না। কেউ বা সজু মুখ হা করে হাই তুলেছে বলে রিজেক্ট হলো তো কোন মেয়ে শব্দ করে কফি খেলো।
বড় আপুর পাত্র রিজেক্ট ( আমার বড় আপুর পাত্র দেখা এবং) করার সময় নিজের কথা ভুলে গিয়েছিলে কেন সজু চান্দু? এবার বোঝ।
অবশেষে তেরো খানা পাত্রি দেখে সজু উর্ধবমুখে ঘরের ভেতর পলায়ন করলো এবং সোনেলার জন্য পোস্ট লিখতে বসলো “বিয়ের ভয়াবহতা এবং এর থেকে দূরে থাকার উপায় সমূহ”
বি:দ্র: ন কাইন্দো সজু ডার্লিং। ফুল ফুটুক আর না ফুটুক, তোমার বিয়ের ফুল, ফল, ফুলের টব সমেত শিঘ্রই ফুঁটুক আর আমরা সোনেলার দলবল মিলে হাজির হই এই শুভকামনা রইলো।
৮৪টি মন্তব্য
স্বপ্ন
প্রথম লাল ড্রেস এর মেয়েটা তো খুবই কিউট।পোষ্ট পড়ে হাসতে হাসতে পরে গেলাম :D)
শুন্য শুন্যালয়
হুম খুবই কিউট। আপনারও কি চাই? হাসির ইমো ধরে রাখুন। তবে যত হাসি তত কান্না, পেঁয়াজ ছাড়া কেনো হয়না রান্নাবান্না?
অরণ্য
আমি জানি সজীব এখানে আসবেই।
ভাই সজীব, কি সব লিখছে ইনারা! আরে মিয়া একটু দ্যাখায় দেন না!
মেয়েটিকে সামনে নিয়ে আসুন। আমি জানি সে আছে। হুদাই লজ্জা পাইতাছেন। এটা ঠিক না। 🙂
শুন্য শুন্যালয়
আপনি কি করে জানলেন? ;?
অরণ্য
ভাই সজীব, আপনি একটু “ইয়েস” লিখে দেন। 😀
শুন্য শুন্যালয়
ডজনখানেক থাকলে কয়টারে আনবো তাই লজ্জা পাইতেছে 😀
মেহেরী তাজ
আহারে আমার শিষ্যের একি বেহাল অবস্থা…..!?
সবায় ওকে পিচ্চি কেনো বলে?
তুমি মন খারাপ করো না শিষ্য। পাছে লোকে কত কথায় না বলে,তা বলে কি মন খারাপ করলে চলে??
শুন্য শুন্যালয়
আদর্শ গুরু। ভুলে যাইয়েন না আপনাকেও সবাই পিচ্চি বলে। 😀
মেহেরী তাজ
এ যে এক সুক্ষ্ম চক্রান্ত সেটা আমরা গুরু শিষ্য দুজনেই জানি।
আমরাও একদিন বড় হবো মনে রাখবেন।
শুন্য শুন্যালয়
তুমি আর তোমার শিষ্য কুনদিন বড় হবানা 😀
মেহেরী তাজ
দেখবো দেখবো….
ভ্যা……. ;(
শুন্য শুন্যালয়
ইশ রে সুনামি বানাই ফেললো!! আচ্ছা আচ্ছা তুমি বড় হবা, এই নাও ললিপপ, কিন্তু তোমার শিষ্য না, উক্কে?
লীলাবতী
আহালে কান্না করে না সজুর ওস্তাদ।ওস্তাদের কান্না দেখলে শিষ্য সুইসাইড খাবে 😀
মেহেরী তাজ
আমি ললিপপ খাই না চকোবিন খাই।
আমার শিষ্য এর কথা একবার চিন্তা করা যায় না কি??.
মেহেরী তাজ
আমার শিষ্য দূর্বল চিত্তের মানুষ নয় লীলা আপু।
লীলাবতী
আচ্ছা আচ্ছা এখন হতে অনেকবার চিন্তা করা হবে 🙂
শুন্য শুন্যালয়
আহা এমন একটা শিষ্য ভক্ত গুরু যদি আমার থাকতো!!
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D)
প্রথমে হেসে নেই। মাগো এভাবে হাসলে তো শ্বাস বন্ধ হয়ে অক্কা পাবো।
মন্তব্য পরে।
নীলাঞ্জনা নীলা
সামনের বছর অনুষ্ঠান হোক। \|/ \|/ হাতে -{@ নিয়ে আসবো আর অনেক মজা করবো। আর আমার :D) বিয়েবাড়ীও \|/ উঠবে।
শুন্য শুন্যালয়
পাত্রি যখন সিলেক্ট হয়ে গেছে, তবে আর দেরী কেনো? হয়ে যাক সামনের বছরই। নীলা আপু নাঁচবে। আর আমি লীলাবালী গাইবো। 🙂
শুন্য শুন্যালয়
পরের মন্তব্য দেখে আশ্বস্ত হলাম, যাক অক্কা পাননি 🙂
নীতেশ বড়ুয়া
:D) :D) :D) :D) :D) :D)
সজীব ভাউ দোড়ো দোড়ো ভাগা ভাগাছা :D)
শুন্য শুন্যালয়
ভাগে তো নাই-ই, উল্টো কয় ২ নাম্বারটা পছন্দ হইছে। এখন আমারই ভাগার দশা 🙁
নীতেশ বড়ুয়া
বড্ডো কিউত কিন্তু দুই নং… সজীব ভায়ার কিউতনেসের উপর দূর্বলতা আছে বুঝিয়ে দিলো 😀
শুন্য শুন্যালয়
হুম, বাচ্চা ছেলেতো 😀
নীতেশ বড়ুয়া
তাহলে তো ২ নং সজু ভায়াকে কোলে পিঠে করেই মানুষ করে ছাড়বেন… থুক্কু বড় :p
শুন্য শুন্যালয়
হা হা হা হা, জব্বর কইছেন। সেইজন্যেই তো আমার ৩ নাম্বার পছন্দ হইছিলো 😀 সবশেষে রেডিমেড টা পছন্দ করছে কষ্টের ভয়ে 😀
নীতেশ বড়ুয়া
কাম সারসে!! তাইলে তো সেই সব রেডিমেডের সাথে নিজেও মিশে যাবে একই কাতারে :p
শুন্য শুন্যালয়
😀 গেছে, তার নাম এখন বাবুসোনা। আর বড় হইতোনা \|/
নীতেশ বড়ুয়া
অ্যায় হায়…
সজুমনা এখন বাবুসোনা
বড় হবে না, আর হারাবে না
রেডিমেডে না করো না :D)
শুন্য শুন্যালয়
😀
নীতেশ বড়ুয়া
:D)
লীলাবতী
সজুরে তুমি এবার কট।আহারে মায়া লাগছে বাবুটার জন্য।লাল ড্রেসের কইন্যার মত এত স্লিম কইন্যা সজু পাবে কই? তবে রেডিমেট বাচ্চা কাচ্চা সহ কইন্যা নেয়ার জন্য সজুকে বুদ্ধি দিলাম।কি দরকার সন্তান জন্ম দেয়ার পরিশ্রম করার?সজু ভাইয়া তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না,তুমি পুত্র কন্যা সহ বৌকে ই মেনে নাও :p
এই প্রশ্ন শুধু পাত্রীর নয়, আমারওঃ ফেসবুকে আপনার একাউন্ট কয়টি? জানটুসের সংখ্যা বর্তমান ক’জন? সোনেলায় আপনার ভক্তের সংখ্যা এত কেন? কাহিনী কি? আজ পর্যন্ত কোন নারী আপনার হাত ধরেছে কিনা।
হাসতে হাসতে হেঁচকি উঠে গেলো আপু :D)
শুন্য শুন্যালয়
উত্তর কিন্তু দেয়নাই চান্দু। তবে ২ নাম্বারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। 🙂 এত খুললাম খুল্লা পিচ্চি বানায় দিওনা ভত্তাবতী। আমার সজু ডার্লিং এর কি মাইন্ড নাই? :p
ব্লগার সজীব
সজু ডার্লিং !! এই প্রথম কেউ আমাকে ডার্লিং বললো আপু।আপনাকে এত্তগুলান ভালোবাসা -{@
শুন্য শুন্যালয়
হেহ, সব মিছা কথা বুঝি। 🙂 -{@
ব্লগার সজীব
ফেইসবুকে আমার প্রাচীন একটি আইডি আছে।ব্লগের জন্য নতুন একটি আইডি করেছিলাম।নতুন আইডিতে আর যেতেই পারি না 🙁
জানটুস এর সংখ্যা বর্তমানে শুন্য 🙁 সবাই চলে যায় কেউ থাকে না 🙁
সোনেলায় আমার ভক্ত আছে নাকি?আমি সবার ভক্ত (3
ছোট বেলায় কত মেয়ে হাত ধরেছে 🙂 এরা নারী হয়ে আর ধরেনা 🙁 মেয়েরা ভালো, নারীরা ভালো না 😀
অরণ্য
“এরা নারী হয়ে আর ধরেনা ” 😀
ব্লগার সজীব
নারী হয়েই এদের মাঝে ভেজাল ঢুকে যায় অরণ্য ভাইয়া 😀
অরণ্য
তরকারি কিন্তু ফ্রেশ সবজিগুলোরই একটা ভেজালরূপ যাকে আমরা নাম দিচ্ছি রেসিপি… আপনি চেটেপুটে খেয়ে নিচ্ছেন। :p
দেখুন আপনার কি চাই? ;? ;?
শুন্য শুন্যালয়
নারীরা কেউ হাত ধরেনা? :D) হা হা এইকারনেই তো আমাদের সজু ভাইয়া আর কোনদিন বড় হতে পারলোনা।
বাঙ্গালী পিসের এখন ফ্রেশ জিনিসে পেট খারাপ করে বুঝছেন? অতএব ভেজাল ছাড়া আপনাগোর গতি নাই।
আরেক ভাউ নারীরে রেসিপি বানাই দিলো। কি আর কমু? ফরমালিন আর শিশা যাই থাকুক, আম আর ম্যাগি আমাদের চাই-ই চাই, কি বলেন? 🙂
লীলাবতী
এরা নারী হয়ে আর ধরেনা :D)
ছাইরাছ হেলাল
সদ্য সাবালকত্বের পরীক্ষায় প্রমাণিত সক্ষম পুরুষের এ কী হাল!
না না সে খুব ভালো, তার সুস্বাস্থ্য কামনা করছি।
শুন্য শুন্যালয়
ভালো এবং সে সহি সালামতে পাত্রি পছন্দ করিয়াছে। 🙂
আবু খায়ের আনিছ
মাত্র তের খানা কেন? একশখানা দেখব প্রয়োজন হলে। কোন মন্তব্য নাই আগে হাইসা লই।
শুন্য শুন্যালয়
চৌদ্দ থেকে পরের গুলা আনিছ ভাইরে সাথে নিও সজীব ভাউ। 😀
খেয়ালী মেয়ে
ফেসবুকে আপনার একাউন্ট কয়টি?–জানতে চাই এই প্রশ্নের উত্তর….
শুন্য আপু এটা নিশ্চিত যে তোমার এই পোস্ট দেখে সজীব ভাইয়া আর কখনো বড় হতে চাইবে না 🙂
শুন্য শুন্যালয়
কি বলো জিহাদি যোশে এইবার বড় হবার জন্য লেগেছে। পাত্রি পছন্দ কইরে ফেলাইছে। তোমার প্রশ্নের উত্তর দেবে কিডা? সজু মিয়া যে একজন চাল্লু এডাল্ট প্রমাণিত হইছে। এইবার চলো আমরা সার্চ দ্যা খোজ শুরু করি।
খেয়ালী মেয়ে
ও আচ্ছা নাম্বার ২ পছন্দ হয়ে গেছে 😮
সজীব ভাইয়ার পছন্দ দেখি বেশি ভালো না :p
প্রশ্নের উত্তর কেউ না দিলেও কিছুটা আন্দাজ করতে পেরেছি 🙂
যে নিজে থেকে লুকায় থাকে তাকে খুঁজতে চাই না, সজীব ভাইয়াকে আমি খুঁজতে চাই না 🙁
শুন্য শুন্যালয়
ঠিক ঠিক,খোঁজ প্রজেক্ট বাতিল। কি আন্দাজ করেছ আমাকেও একটু কানে কানে বইলো পরী, আমার আন্দাজ ভালো না। সজীব ভাইয়ার পছন্দ সত্যিই খুব খারাপ, লীলাবতী দি তারে রেডিমেড টা নিতে কইছে 😀
খেয়ালী মেয়ে
ঐ যে সজীব ভাইয়ার যে আইডি এফবিতে খুঁজে পেয়েছি সেটাই তাহার একমাত্র আইডি নহে 🙂
শুন্য শুন্যালয়
হুম ব্যাপারটা চিন্তাযুক্ত। আল্লাই জানে কোন আইডি তে ঘাপটি মেরে আছে। বাড়িঘরের সিকিউরিটি বাড়াও 🙂
অনিকেত নন্দিনী
ফুল ফুটুক আর না ফুটুক, তোমার বিয়ের ফুল, ফল, ফুলের টব সমেত শিঘ্রই ফুঁটুক আর আমরা সোনেলার দলবল মিলে হাজির হই এই শুভকামনা রইলো।
বাব্বাহ! এসেই এমন একটা পোস্ট পেলাম। :D) :D) :D) :D) :D)
শুন্য শুন্যালয়
ইশ পোস্ট টা কেনো আরো আগে দিলাম না! বিয়ের খানাপিনার সুগন্ধে নন্দিনী আপু এসে হাজির হতো। 🙂
ব্লগার সজীব
শুন্য আপু আপনি আমার সব পুরানো পোষ্ট আমারই উপর চালিয়ে দিলেন?আপনি এটা করতে পারলেন? 🙁 (3
শুন্য শুন্যালয়
নিউটনের তৃতীয় সূত্রটা যেন কি?
ব্লগার সজীব
নাম্বার ২ দেখে খুব লোভ হচ্ছে আপু :p
অরণ্য
😀 হবে; আপনাকে দিয়েই হবে। :D)
ব্লগার সজীব
দোয়া করবেন ভাইয়া, কেউ কথা রাখে না 🙁
শুন্য শুন্যালয়
তেত্রিশ বছর কেটে গেল , কেউ কথা রাখেনি
থামেন এখন সুনীল বাবু , লজ্জা হয়না এমন দুর্বলতা প্রকাশ করতে ?তেত্রিশ কেন তেত্রিশ হাজার বছরেও আপনার কথা কেউ রাখবে না । আর আমারটা শুনেন দাদা , আমার কথা ১৬ বছর থেকেই রাখা শুরু করেছে সবাই।
কথা বলা জানতে হয়রে পাগল ।…… এই কথাটা যেন কে বলেছিল? ;?
শুন্য শুন্যালয়
আমারে কেউ মাইরাল্লা!! কার জন্যে পোস্ট দিলাম? লীলাবতী দি আপনারে রেডিমেড টা নিতে বলছে, একটু চিন্তাভাবনা করেন। বিয়ে এত তাড়াহুড়া করে করা ঠিক না। :p
ব্লগার সজীব
ভাবছি রেডিমেট বাচ্চাদের মাকেই বিয়ে করবো।বাচ্চা বানানোর কষ্ট হতে মুক্ত হতে চাই :D) বিয়ের সাথে সাথেই বাবা ডাক শুনবো তাহলে \|/
শুন্য শুন্যালয়
আপনি বরং কোন নানী অথবা দাদীকে বিয়ে করে ফেলুন, তাইলে একবারে নানা, দাদা ডাক শুনতে পারবেন। 😀
লীলাবতী
ঠিক ঠিক শুন্য আপু।,সজু দাদ,সজু নানা দারুণ লাগছে নাম :D)
লীলাবতী
বেবি গুলোর নাম এখনই রেখে দিন সজীব ভাইয়া।আপনাকে অগ্রীম গেদুর বাবা ডাকা আরম্ভ করে দেই :D)
শুন্য শুন্যালয়
সজু এখন মহা ব্যস্ত লীলাবতী দি। সে এখন এডাল্ট হইছে। 😀
সীমান্ত উন্মাদ
বেপক বিনোদন পাইলাম বন্ধু। সারা দুনিয়ার মাইনষের পাত্রী দেইখা বেড়াইতেছো কিন্তু আমার পাত্রী দেখার কি হইলো?
মাইন্ড খাইছি কইলাম।
তবে লিখা চরম ভাল হইছে কইলাম।
শুভকামনা নিরন্তর।
শুন্য শুন্যালয়
সারা দুনিয়ার মাইনষের পাত্রী দেখিনা জনাব, আমার সজু ডার্লিং এর জন্য দেখতেছি।
তোমার যা ডিমান্ড, তা আম্রে দিয়া কুলাবে না। ঘটক পাখি ভাইয়ের সাথে যোগাযোগ করো। 🙂
ধইন্যাপাতা উন্মাদ। তোমার জন্যেও শুভকামনা।
সীমান্ত উন্মাদ
পাখি ভাই ইদানিং বাটপারি শুরু করছে তাই ডরাই।
শুন্য শুন্যালয়
নামেই তো ভেজাল, বাটপারি তো করবোই। তুমি কোন পাখি আপা খোঁজো। 😀
ইমন
এপিক ফানি পোষ্ট 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ইমন। 🙂
ছাইরাছ হেলাল
আপনি এমন ফান পোস্ট লিখতে পারেন এটি ভাল করে না পড়লে বোঝা
যাবে না। মজা করে লিখতে পারার মজাই আলাদা। লেখা ফেলে রেখে ভেগে গেলে হবে না মোটেই।
চলবে।
শুন্য শুন্যালয়
আপনি এতদিনেও আমাকে চিনতে পারেন নি!! কি দুঃখের কথা 🙁
কোথায় যে ভাগবো কেউ যদি বলে দিত।
জিসান শা ইকরাম
আপনি যে সবার লেখা মন দিয়ে পড়েন এই পোষ্ট তার প্রমান
ব্লগার সজীবের পোষ্ট গুলো একত্র করে দারুন এক পোষ্ট দিলেন
এটি আপনার পক্ষেই সম্ভব।
নতুন ব্লগারগন হয়ত পুরোটা মজা পাবেননা
মজা পেতেন যদি সজীবের লেখার লিংকগুলো দেয়া হতো পোষ্টে
একটি লিংক দিয়েছেন,সে পোষ্টে নতুন ব্লগারগন গিয়েছেন
হয়ত তারা ছিল আপনার তাই দিতে পারেননি
তবে এমন মিলিয়ে পোষ্ট আমি দিতে পারতাম না
আনন্দে রাখুন সবাইকে।
শুভ কামনা (3
শুন্য শুন্যালয়
ঠিকই বলেছেন ভাইয়া, সজীবের মজার পোস্টগুলো ছাড়া এ পোস্ট বেরস। সবাই মন্তব্য করেছে, পড়েছেও। তবু এড করে দিলাম লিঙ্কগুলো। আমার পোস্ট ফেলে সবাই সজীবের পোস্ট পড়বে, এই হিংসায় দেইনি। 😀
মরুভূমির জলদস্যু
আশা করি ১৩তে না হইলেও ২৩ বা ৩৩ নয়তো ১৪৩শে পাত্রি আপনার কপালে জুটেই যেবে। :D)
শুন্য শুন্যালয়
যে এত জানটুস নিয়া ঘোরে তার পাত্রী কপালে না গলাতেই ডজনখানেক ঝুলছে বলে আমার বিশ্বাস 🙂
মিথুন
সজীব ভাইয়া কি অবস্থা আপনার, হি হি। ৩ নাম্বার ছবিটায় আপনাকে কল্পনা করছি 😀
বিয়ের ডেট কি ঠিক হয়েছে ভাইয়া?
শুন্য শুন্যালয়
৩ নাম্বারটা আমারো পছন্দ, তবে সে আম নেব নাকি ছালা নেব, এখনও চিন্তায় আছে 🙂
অরুনি মায়া
একবার না হইলে দেখেন শতবার। দয়া করে হাল ছেড়ে দিবেন না। আপনি এগিয়ে যান আমরা পিছনে আছি সাপোর্ট দেবার জন্য 🙂
শুন্য শুন্যালয়
অরুনি মায়া। আপনার নামটা. কিন্তু ভয়ংকর। স্বাগতম আমাদের ব্লগে। সজু ভাইকে এবার বিয়ে না করিয়ে ছাড়বো না। আমরা সবাই আছি পিছনে।
অরুনি মায়া
নাম টি ভয়ংকর হলেও ক্ষতিকর নয় 🙂 ধন্যবাদ আমাকে সাদরে গ্রহণ করার জন্য 🙂
শুন্য শুন্যালয়
মায়া ক্ষতিকর নয় বলেন কি!! মাঝেমাঝে বেশ ক্ষতিকর 🙂 অবশ্যই সাদরে গ্রহণ আপনাকে। আমরা কিন্তু বেশ দুস্ট সবাই, আপনাকেও হতে হবে। রাজি তো?