শেষ রাতের চিঠি

প্রলয় সাহা ১৫ মে ২০১৬, রবিবার, ১২:৪১:০৯পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

শেষ রাত্রিতে চিঠি এসেছে
ডাকযোগে,হলুদ খামে।
বলে গেল , কর্তাবাবু-
দেরী হয়ে গেল………
খামের ভিতর জোনাকপোকা
মিটমিট করছে তিনটি শব্দের উপর
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
ইতি
তোমার মায়া

৬১১জন ৬১১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ