শেষ গন্তব্যে পথিক

রিতু জাহান ৫ অক্টোবর ২০১৬, বুধবার, ০১:৫৫:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

যে পথে তুমি হেঁটে গেছ
সে পথেই ফিরে এসেছো পথিক তুমি
তুমি এসেছো হাওয়ায় ভেসে।
আজ এ পথে তোমার বিষাদ নেই,
কোনো খেদ নেই, নেই কোনো হিংস্রতা।
হাওয়ায় দোলা এ সবুজের বুক চিরে,
দেবদারু, বাবলা গাছের ছায়াতলে আজ এক ছোট্ট ঘর তোমার।
তোমার আঙ্গিনায় কাশফুলের ঢেউ খেলানো হাওয়ার নাচন।
তোমার ঘরে সময়ের প্রবাহ নেই,
অসাঢ় হওয়া শহরের যান্ত্রিকতা নেই।
জরাজীর্ন শহরের জীবন তুমি ধুয়ে ফেলেছ
এই জ্যোৎস্নামাখা ঠান্ডা নদীর স্রোতে।
প্রানবন্ত শরীর সময়ের আগেই জরাগ্রস্থ
তবু তুমি প্রান করেছো সবুজ।
আজ এ সবুজে বিস্তৃত তোমার জীবন।

৫০১জন ৫০১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ