শূন্য শূন্যালয়ে

ভোরের শিশির ২ নভেম্বর ২০১৫, সোমবার, ০৩:২৫:০৭পূর্বাহ্ন কবিতা ৫২ মন্তব্য

জীবনঃ

পাহাড়ে জঙ্গলে ঝর্ণার ধারাতে

ভালবাসা পুড়ছে অনিন্দ্য অনলে।

যৌবনঃ

মরুতে ভূমিতে বালুকার গুণনে

ভালবাসা ফুঁসছে কর্কশ অঙ্গারে।

জীবনঃ

অলিতে গলিতে রাজপথের গুঞ্জনে

ভালবাসা লড়ছে  স্বপ্নীল বুননে।

যৌবনঃ

আকাশে বাতাসে মেঘের গড়নে

ভালবাসা ভাসছে সোনেলা আহ্বানে।

ভালবাসাঃ

জীবনে যৌবনে দেহতে মনেতে

ভালবাসা ধুঁকছে জীবনে যৌবনে।

মৃত্যুঃ

প্রতিটি ক্ষণে অতীত আর ভবিষ্যতের সাথে

শুধুমাত্র বর্তমানের ভুলে; বর্তমানকে ভুলে।

জন্মঃ

কে জানে কিসে, কে সে, কিভাবে সে,

তবে আসে মৃত্যুর সন্ধিক্ষণে শূন্য শূন্যালয়ে।

Optimized-4545825554_8cc38830be_o - Copy
স্পেস নেবুলা-THE CARINA NEBULA

 

ঝরে পাতা মানেই মুছে যাওয়া নয়,

নয় ধূসর রুক্ষতায় সবকিছু ভুলে যাওয়া।

জীবন মানেই মন্ত্রণা; যৌবন মানেই যন্ত্রণা,

ভালবাসা মানেই জীবনে যৌবন ঢাকে ছুটে চলা।

ছুটছে সবই সময়ের সাথে, ছুটছে সবাই বর্তমান ভুলে।

ছুটছে সবাই শুরুর খোঁজে, ছুটছে সবই শূন্যের শূন্যালয়ে।

৬২৬জন ৬২৬জন
0 Shares

৫২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ