শূন্যতা

দালান জাহান ২৯ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ১২:৫৯:৪৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

 

মিতালি তুমি জানতে চেয়েছিল
আমি কেমন আছি
তপ্ত দুপুরের একখন্ড আগুন বরফে
পোড়ে যাচ্ছে সমস্ত শরীর
লাল ফিতেয় বেঁধে অবারিত চোখ
খেলে যাচ্ছি নিজের সাথে কানামাছি
বেঁচে আছি কোনরকমভাবে বেঁচে আছি
বেঁচে থাকা বলতে যা বোঝায়
তারচেয়ে কিছু কম কিছু বেশি।

কাল দেখলাম একদল লোক
কোমড়ে দড়ি বেঁধে বদ্ধভূমির দিকে
নিয়ে যাচ্ছে আরেক দল লোককে
যাদের আবিষ্ট করে আছে সুবর্ণ সব ফুলেরা
একটি জীর্ণ কাকাতুয়া
তাদের পথজুড়ে ডানা ঝাঁপটাচ্ছে
ওড়ে যাচ্ছে এ ডাল থেকে ও-ডালে
অথচ তার কান্না কেউ শুনেনি ।

তুমিও কি শোন
একটি নিশিথিনী পাখির গান
দূর পাহাড়ে যার ডানার শব্দ
নির্ঝর ঢেউয়ে ভেসে ভেসে পৌছে যায়
শূন্যতার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে।

দালান জাহান
25/4/19
সখিপুর।

৭২৪জন ৬০৮জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ