
মিতালি তুমি জানতে চেয়েছিল
আমি কেমন আছি
তপ্ত দুপুরের একখন্ড আগুন বরফে
পোড়ে যাচ্ছে সমস্ত শরীর
লাল ফিতেয় বেঁধে অবারিত চোখ
খেলে যাচ্ছি নিজের সাথে কানামাছি
বেঁচে আছি কোনরকমভাবে বেঁচে আছি
বেঁচে থাকা বলতে যা বোঝায়
তারচেয়ে কিছু কম কিছু বেশি।
কাল দেখলাম একদল লোক
কোমড়ে দড়ি বেঁধে বদ্ধভূমির দিকে
নিয়ে যাচ্ছে আরেক দল লোককে
যাদের আবিষ্ট করে আছে সুবর্ণ সব ফুলেরা
একটি জীর্ণ কাকাতুয়া
তাদের পথজুড়ে ডানা ঝাঁপটাচ্ছে
ওড়ে যাচ্ছে এ ডাল থেকে ও-ডালে
অথচ তার কান্না কেউ শুনেনি ।
তুমিও কি শোন
একটি নিশিথিনী পাখির গান
দূর পাহাড়ে যার ডানার শব্দ
নির্ঝর ঢেউয়ে ভেসে ভেসে পৌছে যায়
শূন্যতার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে।
দালান জাহান
25/4/19
সখিপুর।
১০টি মন্তব্য
নিতাই বাবু
দালান জাহান
ধন্যবাদ কবি অনেক অনেক কৃতজ্ঞতা
মনির হোসেন মমি
তুমিও কি শোন
একটি নিশিথিনী পাখির গান
দূর পাহাড়ে যার ডানার শব্দ
নির্ঝর ঢেউয়ে ভেসে ভেসে পৌছে যায়
শূন্যতার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে।
চমৎকার অনুভুতি ভাইয়া।কবিতা ভাল হয়েছে।
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
মনির হোসেন মমি
শুভ কামনা।
তৌহিদ
তারা পাষাণ তাই মনের কান্না শুনতে পায়না। লেখায় আবেগের দারুন প্রকাশ ঘটিয়েছেন দাদা।
কবিতা ভালো লেগেছে। ভালো থাকবেন।
দালান জাহান
ধন্যবাদ দাদা শুভেচ্ছা
আরজু মুক্তা
ভালো লাগলো
ছাইরাছ হেলাল
শূন্যতার ডাক সবাই শুনতে পায় না,
কেউ কেউ পায় সে ডানা ঝাপটানোর শব্দ।
সুন্দর হয়েছে লেখাটি।
রাফি আরাফাত
তুমিও কি শোন
একটি নিশিথিনী পাখির গান
দূর পাহাড়ে যার ডানার শব্দ
নির্ঝর ঢেউয়ে ভেসে ভেসে পৌছে যায়
শূন্যতার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে।
আহারে শূন্যতা। মন ছুয়ে গেলো।
ভালো চিন্তা ও কল্পনা আপনার।
ভালো থাকবেন ভাই