বুকের হু হু করা অনুভুতি গুলো দু চোখ বেয়ে নামে ~
আমি কাঁদতে চাইনা আর !!
ভালোলাগা আর ভালোবাসার হোলীখেলায় ডুবতে চাই ~
সীমাহীন আকাশে , সীমাহীন তারাদের সুখের মিছিলে ছুটতে চাই ~
আমি ও তো উষ্ণতা চেয়েছিলাম ~
টগবগ করে ফুটতে চেয়েছিলাম ~
আগুন চেয়েছিলাম শরীরে ।
তবে কেন শূন্যতা দ্বৈতের মতো ঘিরে থাকে ?
একটি ভীষণ না থাকা কে সঙ্গে নিয়ে প্রতিদিন আমি কেন ঘুমুতে যাই ?
প্রতিদিন কেন একটু একটু করে নিঃশেষ হতে থাকি ?
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
সব লেখায় এত হতাশা কেনো ?
আশার লেখাও লিখতে হয় মাঝে মাঝে ।
সুলতানা সোনিয়া
লিখবো , কথা দিলাম । ভালো থাকবেন ।
খসড়া
বুকের ভেতরে হু হু করা হতাশা কেণ?
সুলতানা সোনিয়া
থাকতেই পারে ~ ভালো থাকবেন ।
যাযাবর
🙁 🙁 (y) -{@ (-3
নীলকন্ঠ জয়
এত হতাশা,এত শূন্যতা কিসের? ঝেড়ে ফেলুন। জেগে উঠুন।
সুলতানা সোনিয়া
আচ্ছা ~চেষ্টা করবো অবিরত ।
প্রিন্স মাহমুদ
দারুন
সুলতানা সোনিয়া
ধন্যবাদ
আমার স্বপ্ন ও মনের কথা
ঠিক বলেছেন আমিও আর কাঁদতে চাই না 🙁
সুলতানা সোনিয়া
চলেন , এক সাথে কান্না ঝেরে ফেলি ~