শূন্যতা

সুলতানা সোনিয়া ২৯ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ০৩:৫৯:২৯অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

বুকের হু হু করা অনুভুতি গুলো দু চোখ বেয়ে নামে ~
আমি কাঁদতে চাইনা আর !!
ভালোলাগা আর ভালোবাসার হোলীখেলায় ডুবতে চাই ~
সীমাহীন আকাশে , সীমাহীন তারাদের সুখের মিছিলে ছুটতে চাই ~
আমি ও তো উষ্ণতা চেয়েছিলাম ~
টগবগ করে ফুটতে চেয়েছিলাম ~
আগুন চেয়েছিলাম শরীরে ।
তবে কেন শূন্যতা দ্বৈতের মতো ঘিরে থাকে ?
একটি ভীষণ না থাকা কে সঙ্গে নিয়ে প্রতিদিন আমি কেন ঘুমুতে যাই ?
প্রতিদিন কেন একটু একটু করে নিঃশেষ হতে থাকি ?

৮৭৭জন ৮৭৭জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ