আজ আমাদের প্রিয় ব্লগার শিপু ভাইয়ের জন্মদিন। যদিও জানি না হেলাল ভাইয়ের মত ধরা খাবো কি না। তবুও জন্মদিন বলে কথা। সত্য হোক বা মিথ্যা। আসলে পোস্ট লিখতে গেলে একজন মানুষ সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন ততটা বোধহয় জানা হয়নি আমার। তবুও লিখছি। শিপু ভাইয়ের সাথে আমার প্রথম দেখা বেশ কয়েকবছর আগেই একটু হুট করেই বলা যায়। তার পর থেকে মাঝে মাঝে উনার কিছু কিছু পোস্ট আমার ফেসবুকের হোমপেজে আসতো যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড তাতে কমেন্ট করতেন তবেই। সেভাবেই মুখ চেনা হয়ে রইলেন উনি। সবশেষে কিছুদিন আগে সোনেলার মিলনমেলায় আবার দেখা। তারপর ফেসবুকে এড করে যা ধারণা হলো তাতে আমি গর্বিত এমন একজন মানুষের সাথে পরিচিত হয়ে। আমার মনে হয় যারা উনাকে জানেন তাদেরও একই ধারণা আমার মতই। এক কথায় বলতে গেলে একজন সৎ, কর্মঠ, বন্ধুবৎসল, পরোপকারী, স্পষ্টবাদী, বিশাল মনের অধিকারী …….. (আরো অনেক) এমন অনেক গুণে গুণান্বিত তিনি। সোনেলার ব্লগার হিসেবে উনার নিবন্ধন ৩ বছর ৯ মাস ২১ দিন হলেও উনি পোস্ট লিখেছেন ১০ টি। আমি ব্যক্তিগতভাবে উনার অণুগল্পের ফ্যান। সত্যি কথা বলতে এ ব্লগের অনেকেই আছেন যারা এই পোস্টটি লিখলে আরো সুন্দরভাবে লিখতে পারতেন, বিশেষ করে যারা উনাকে অনেক বছর ধরে চেনেন। তবে খুব অল্প পরিচয়ে কারো সম্পর্কে কিছু লেখা ধৃষ্টতারও সামিল।
তবে যাই হোক, আজকের এই দিনে শিপু ভাইকে সোনেলার সকল ব্লগার, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো সকলকে নিয়ে আনন্দে কাটুক, সেই সাথে দিন দিন আপনার ব্যক্তিগত, ব্যবসায়িক ও পারবারিক জীবন সাফল্যমন্ডিত হোক সে দোয়া রইলো। আপনি খুব খুব ভালো থাকুন, মানুষ হিসেবে যেমন আছেন তেমনই থাকুন। আবারো সকলের পক্ষ থেকে শুভকামনা -{@
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অনেক শুনেছি উনার কথা। শুভ জন্মদিন শিপু ভাই। -{@ -{@ -{@
নীহারিকা
ধন্যবাদ
ইঞ্জা
জম্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভকামনা শিপু ভাই।
শুভ জম্মদিন। -{@
নীহারিকা
ধন্যবাদ আপনাকে
ইঞ্জা
(3
শুন্য শুন্যালয়
জন্মদিনের পোস্ট লিখতে কাউকে খুব জানতে হবে কে বলেছে আপু? আপনি অল্প জেনেও বেশ গুছিয়েই লিখেছেন।
শিপু ভাইয়ার যে পরিচয় আমার কাছে স্পষ্ট তা হচ্ছে ওনার আর্ট। এতো ভালো ছবি আঁকেন উনি, যা আমাকে ঈর্ষিত করে। তাছাড়া ভাইয়া আর আমি একই বাড়ির মানুষ। হুট করে কেমন করে যেন আমার আইডি থেকে চলে গেলেন উনি। অনেক শুভকামনা আর জন্মদিনের শুভেচ্ছা ভাইয়াকে।
নীহারিকা আপু, আপনি অনেক গুডিগার্ল। 🙂 -{@
নীহারিকা
আমি গুডিগার্ল কে কইছে তোমারে? আমি খুবই ডেঞ্জারাস মাইয়া। হু :p
শিপু ভাই
আমার অই আইডিটা নষ্ট হয়ে গেছে 🙁
জিসান শা ইকরাম
শুভ হোক জন্মদিন -{@
ব্লগার শিপু এবং ব্যক্তি শিপু দুই ভাবেই শিপু ভাই অনন্য একজন মানুষ।
অনলাইনে পরিচয় এমন মানুষদের মাঝে শিপু অনেক বেশি আপন হয়ে গিয়েছে আমার,
ব্লগে পরিচয় এরপর ধীরে ধীরে আমার পরিবারের একজন হয়ে গিয়েছে শিপু।
তার কথা একটি মন্তব্যে আসলে বলা যায় না।
আপনাকে ধন্যবাদ এমন দিনে শিপু ভাইকে নিয়ে পোস্ট দেয়ার জন্য।
নীহারিকা
আপনাকেও ধন্যবাদ।
সঞ্জয় কুমার
জন্ম দিনের শুভেচ্ছা -{@ শিপু ভাইকে ।
আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের মনে করিয়ে দেয়ার জন্য
নীহারিকা
ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভ জন্মদিন ভাইটির -{@
নীহারিকা
ধন্যবাদ ভাই।
শিপু ভাই
আ’ম সো সারপ্রাইজড আপু!!!
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুন্দর এই পোস্টের জন্য। আপনিও আমার পছন্দের এবং শ্রদ্ধার একজন মানুষ। (3
যারা উইশ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। 🙂
ব্লগিং আমার জীবনে বিশেষ একটা ব্যাপার। খুব ভালোবাসার একটা জায়গা। সোনালারও একদম প্রথমদিকের সদস্য আমি। অনেকদিন যাবত আমি ইচ্ছা থাকলেও ব্লগে নিয়মিত হতে পারছি না। ব্লগিং (লেখা এবং পড়া) করার জন্য মানসিক স্থিতি নাই আমার ব্যক্তিগত কিছু কারণে। আমি মিস করি খুব। আশা করি শিঘ্রই আমি সোনেলায় নিয়মিত হব।
সবার জন্য শুভকামনা!
হ্যাপি ব্লগিং!!!
নীহারিকা
খুশি হয়েছেন দেখে ভালো লাগছে।
অনেক অনেক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
সে আমাদের পরীক্ষিত সহযাত্রি ব্লগের,
যা একসময় ব্যক্তিগত স্নেহের পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
আমরা সবাই স্থিরতা কামনা করি এই শুভ দিনে।
নীহারিকা
ধন্যবাদ ভাই।
মিষ্টি জিন
শুভ জন্মদিন এন্টেনা ভাইয়া। মোমবাতি কয়টা জ্বালাবো? :p
সুস্হ থাকুন, অনেক বড় হন, নিজের স্বপ্ন যেন পূরণ করতে পারেন। মাথায় ফু দিয়ে দেয়া করেদিলাম।
নীলাঞ্জনা নীলা
দেরী করে ফেললাম। ইস! 🙁
শিপু ভাই শুভ জন্মদিন। গান গেয়ে গেয়ে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু।
Happy Birthday to you
Happy Birthday to you
Happy Birthday dear শিপু ভাই
Happy Birthday to you -{@ 🙂
নীলাঞ্জনা নীলা
নীহারিকা আপু আপনি এত্তো ভালো কেন?
কি সুন্দর মনে করে শুভেচ্ছা বার্তা দিয়ে যাচ্ছেন। আপনাকে ফুলেল শুভেচ্ছা। -{@
নীহারিকা
আপনাকেও শুভেচ্ছা -{@