
আজ নেই কোন ভয়; ভুলি সংশয়, মুক্ত বিহঙ্গে ধরি রূপ,
ভেঙ্গে পিঞ্জর নির্জীব ঘর- আপনি রহিলা পড়িয়া চুপ,
জীবনও আধার করিয়া আঁধার কত আর সহিবে-জ্বালা-
চলো না হারাই সীমানা ডিঙ্গায়ে পরিয়া বিজয় মালা ।।
ও ঘরে তোমার- তুমি তো ছিলে না কখনও সুখী’হে সাথী,
জীবন তোমাকে দিয়েছিলো শুধু নিভু জ্বলা এক বাতি,
হৃদয়হীনা’রে হৃদ-মাঝারে বসায়ে করিয়া পূজন,
তুমি যে রচিলে স্বর্গ সেথায় নরকে তা আজ বিলীন।।
যা কিছু তোমার আপনার ছিলো-ঢালিয়া দিয়াছো হেথা,
প্রাণ ভরে তার প্রতিদানে শুধু সঞ্চিলে নীল ব্যথা,
মায়ায় বাঁধিয়া বুনো হায়েনারে সুখ খোঁজা সেতো সার,
অন্ধ-বধির সহচর লয়ে হয় না যে সংসার ।।
যে তোমায় নাহি দিয়াছে কখনো বিন্দু অশ্রু-জল-
সমব্যথী কভু হয়নি ব্যথায় করেছিলো শুধু ছল,
ছাড়িয়া তাহারে করনি’ক ভুল প্রণাম তোমার তরে
চলো তবে আজ বাঁধন টুটিয়া হারাতে অসীম দূরে।।
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কি লিখলেন! শব্দ চয়ন, কাব্যিকতা, ছন্দ সবই আছে। সকল বাঁধন ছিঁড়ে হারাতে হবে দূর বহুদূর। শুভ কামনা
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। ভালোলাগা অহর্নিশ।
মনির হোসেন মমি
যে তোমায় নাহি দিয়াছে কখনো বিন্দু অশ্রু-জল-
সমব্যথী কভু হয়নি ব্যথায় করেছিলো শুধু ছল,
ছাড়িয়া তাহারে করনি’ক ভুল প্রণাম তোমার তরে
চলো তবে আজ বাঁধন টুটিয়া হারাতে অসীম দূরে।।
অনবদ্য কাব্যিক প্রকাশ। আত্মত্যাগ ছলনা সব জীবনের অংশ।
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা অনিমেষ 😍
সুরাইয়া পারভীন
যা কিছু তোমার আপনার ছিলো-ঢালিয়া দিয়াছো হেথা,
প্রাণ ভরে তার প্রতিদানে শুধু সঞ্চিলে নীল ব্যথা,
মায়ায় বাঁধিয়া বুনো হায়েনারে সুখ খোঁজা সেতো সার,
অন্ধ-বধির সহচর লয়ে হয় না যে সংসার ।।
শশীরা বোধহয় এমনিই হয়। আর শশীদের সেই ব্যথায় সমব্যথী হওয়ার জন্য এমন কতো শত কবির আবির্ভাব হয়। চমৎকার লিখেছেন কবি👏👏
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ❤️
ছাইরাছ হেলাল
আচ্ছা! সমব্যথি হয়ে বাঁধন টোটার উস্কানি দিচ্ছেন !
লেখা কিন্তু অন্য রকম। যা সবসময়ই স্বীকার করি।
অনন্য অর্ণব
ভালোবাসা অনিমেষ দাদাভাই 😍
আপনার অনুপ্রেরণা সত্যিই অতি দুর্লভ অন্তত আমার জন্যে। ভালো থাকবেন সবসময় 😍
সুপায়ন বড়ুয়া
মায়ায় বাঁধিয়া বুনো হায়েনারে সুখ খোঁজা সেতো সার,
অন্ধ-বধির সহচর লয়ে হয় না যে সংসার ।।
যতার্থ বন্ধু !
শুভ কামনা
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই 😍
তৌহিদ
ভালোবাসলে বেদনা সইতেই হবে। এটা জেনেও আমরা ভালোবাসি কিন্তু!
দারুণ কবিতা। আপনি কেন যে ব্লগে নিয়মিত নন! পাঠককে বঞ্চিত করা উচিত নয় ভাইজান।
অনন্য অর্ণব
ভাইয়া ক্ষমা করবেন। ব্যক্তি আমি আর লেখক আমির মধ্যে যোজন যোজন দূরত্ব। তবুও চেষ্টা করি যখনি সময় পাই ছুটে আসি। অনভিপ্রেত অনুপস্থিতির জন্য আবারো ক্ষমা চেয়ে নিচ্ছি।
অনন্য অর্ণব
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দুঃখিত আমি আজ থেকে আবারো চলে যাচ্ছি। একটা কথা প্রায়ই বলি, বউ আর বই এক ঘরে নয়। হয় তো বউ ছাড়তে হবে না হয় বই। ভালো থাকবেন সবাই। শুভ কামনা নিরন্তর।
কামাল উদ্দিন
বউ আর বই এক ঘরে নয়, এটা সবার জন্য সঠিক বলে আমি মনে করি না……..শুভ কামনা সব সময়।
অনন্য অর্ণব
তাও ঠিক দাদাভাই। সরি আমার একান্ত নিজস্ব কিছু এভাবে প্রকাশ করা উচিত হয়নি।
কামাল উদ্দিন
কে বলছে ঠিক হয়নি? ন খুলে সব বলে ফেললে বুকটা হাল্কা হয় ভাই।
কামাল উদ্দিন
ন = মন
রুমন আশরাফ
“যে তোমায় নাহি দিয়াছে কখনো বিন্দু অশ্রু-জল-
সমব্যথী কভু হয়নি ব্যথায় করেছিলো শুধু ছল,”
অনবদ্য লেখা। খুবই ভাল লেগেছে।
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই। কেমন আছেন আপনি?
মাহবুবুল আলম
কবিতা ভাল লেগেছে। শব্দচয়নে যত্নশীল হলে আরও ভাল লাগতো।
অনন্য অর্ণব
কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই। গঠনমূলক মন্তব্য খুব কম আসে। আপনার স্নেহাশিস পেয়ে আমি ধন্য। দোয়া করবেন ইনশাআল্লাহ সামনের লেখাগুলো যাতে আরো গ্রহণযোগ্য হয়।