শব্দের শুদ্ধচারণ

শিরিন হক ২৭ জুন ২০২০, শনিবার, ০৫:২৭:২৭অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

 

 

 

শব্দের শুদ্ধচারণ

 

শিরিন হক

 

শুদ্ধচারণ ভূমিতে আবাদ হোক বিশুদ্ধতার বীজ।

সেখানে ফলুক সাম্য-অসাম্প্রদায়ীকতা-প্রেম এবং মানবাতার ফসল।

নবজাতকের মুষ্টিবদ্ধ হাতে তুলে দেই এক একটি পদ্মকমল।

প্রতিটি পথের দ্বার খুলে দিতে-

ভুমিষ্ঠ নবজাতক হোক সভ্যতার প্রতীক।

মগজের মননশীলতায় গোটা পৃথিবীতে হোক সবুজের আবাদ।

 

আমি গাইতে আসিনি শরীরের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা শব্দের জ্বালাময়ী গান

আমি লিখতে আসিনি নগ্নতার বিচিত্রতা

কামুক চোখে আগুন জ্বালিয়ে তোমাদের ঠেলে দিতে চাইনা নরকের পথে।

 

মায়ের শরীর আবৃত রেখে অন্তরকে উন্মোচন করে যেতে চাই আজন্মকাল।

প্রজন্মের পর প্রজন্মের শব্দের শুদ্ধচারণ হোক জনক এবং জননীর বেশভূষা।

 

২৭ জুন ২০২০

বরিশাল

৮৮৩জন ৭৬৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ