গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে কিছু নাই,নহে কিছু মহীয়ান,
নাই দেশ-কাল-পাত্রের ভেদ,অভেদ
ধর্মজাতি,
সব দেশে,সব কালে,ঘরে-ঘরে তিনি মানুষের
জ্ঞাতি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর এই কবিতার ভাবার্থের মন মানষিকতার যে মানুষটি তিনি হলেন আমাদের সকলের প্রিয় সহ ব্লগার নিতাই চন্দ্র পাল আমরা যাকে নিতাই বাবু-আমাদের প্রিয় দাদা বলে জানি।ব্লগে আসা তার ২ বছর ১১ মাস অতিবাহিত হচ্ছে।এই পোষ্টের মাধ্যমে তিনি তার শততম পোষ্ট দিলেন। বলা যায় ব্লগ পোষ্টে তিনি সেঞ্চুরী করেছেন। এখন পর্যন্ত তিনি মন্তব্য করেছেন প্রায় ২১৮১ টি, মন্তব্য পেয়েছেন ২২৩৮ টি।
তার প্রতিটি পোষ্ট যদি আমরা দেখি তবে দেখতে পাবো তার প্রায় প্রতিটি পোষ্টের শব্দ সংখ্যা গড় পড়তায় এক হতে পনেরশ শব্দের উপরে।সেই হিসাবে অন্যান্য অনেক সেঞ্চুরিয়ান ব্লগারদের চেয়ে তিনি এক দাপ এগিয়ে।
প্রিয় ব্লগার নিতাই বাবুর জন্ম ১৯৬৩সালের ৮ জুন।নোয়াখালী জেলার বজরা রেলষ্টেসনের পশ্চিমে মাহাতাবপুর গ্রামে তার জন্ম হলেও দেশ স্বাধীনের পরবর্তী সময়ে মাত্র দশ বছর বয়সে ১৯৭২ সালে তিনি আমাদের নারায়ণগঞ্জ এ বন্দর থানাধীন লক্ষণখোলা কটন মিল সংলগ্ন স্থানে বসবাস শুরু করেন।আদর্শ কটন মিলে কর্মরত ছিলেন তার বড়দা এবং তার স্বর্গীও বাবা শচিন্দ্র চন্দ্র পাল চিত্তরঞ্জন কটন মিলে কর্মরত ছিলেন।আদর্শ কটন মিলটি বন্ধ হয়ে গেলে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড় নগর খানপুর বসবাস শুরু করেন।এরর ১৯৯১ সাল হতে বর্তমানে সিদ্ধিগঞ্জথানা গোদনাইল এলাকায় বসবাস করছেন।
সোনেলা ব্লগের এমন ব্লগারদের শুধু মাত্র এই পোষ্ট দিয়েই সেঞ্চুরী পোষ্টের অভিনন্দন শুভ কামনা জানানোটা অনেক কম হয়ে যাবে-সেই জন্য পৃথিবীর সব চেয়ে বড় উপহার “ভালবাসা”।আমাদের অন্তরের অন্তস্থল হতে “ভালবাসা” দিয়েই তাকে জানাচ্ছি সোনেলা ব্লগের শততম পোষ্টের জন্য
“অভিনন্দন” 🌹🌹”শুভেচ্ছা”🌹🌹 এবং “শুভ কামনা”
-হ্যালো দাদা?
-জ্বী দাদা।আদাব।
-আদাব।কেমন আছেন?
-জ্বী ভগবানের কৃপায় আছি ভাল।
-দাদা,আপনিতো ফেবুকে বেশ জনপ্রিয়-লিখেনও ভাল,বিডিনিউজ ২৪ এ নাগরিক সাংবাদিকতায়ও লিখেন।একদিন সময় হবে আমার অফিসের সামনে আসার?কথা বলতাম।
দাদার সহজ সরল স্বীকারোক্তি।
-অবশ্যই দাদা।
তারপর আর অপেক্ষা করতে হয়নি ঠিক সেদিনই এক সুন্দর বৈকালিক মুহুর্তে দাদার ফোন।
-হ্যালো দাদা-আমিতো আপনার অফিসের বাহিরে অপেক্ষা করছি।
আমিতো অবাক!ফেবুকে দাদার সাথে কথাবার্তা হলেও এই প্রথম সরাসরি দেখা হবে কথা হবে।অবাক হবার কিছু কারনও আছে।শব্দনীড়,ফেবুক,বিডিনিউজ২৪ সহ অনলাইনের বিভিন্ন সাইটে তার পদ চারণা।লেখালেখির কারনে বিডিনিউজ২৪ সহ অনলাইন নির্ভর সংবাদ মাধ্যমগুলো হতে বেশ কয়েকবার সন্মামাননার পুরষ্কারও পেয়েছেন।এ ছাড়াও নারায়ণগঞ্জের নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন নিউজের জন্য তিনি নারায়ণগঞ্জের নগর মাতা ডাঃ সেলিনা হায়াত আইভীর কাছ থেকেও পেয়েছেন সন্মানীত মর্যাদা।
দাদাকে নিয়ে একটি চায়ের স্টলে বসে চা পানের সাথে সোনেলা ব্লগ সম্পর্কিত সব বিষয়ে আলোচনা হল।তিনি সোনেলা নামে প্রেমে পড়ে গেলেন।নামটি তার কাছে খুবই পছন্দনীয় হল।আগেই আইডি খোলা আইডিটাকে সচল করলেন আমার সামনে।বাকীটা ইতিহাস।
সোনেলাকে এক সময় অন্তরে ধারণ করে নিয়ে তিনি তার লেখার অন্যান্য সাইটগুলো হতে নিজেকে অনেকটা গুটিয়ে নিলেন।এখন লেখার অধিকাংশ সময়ই তার প্রিয় সোনেলায় অতিবাহিত করেন।সে জন্য সোনেলা ব্লগ কর্তৃপক্ষ এবং আমরা যারা সহ ব্লগার তাকে আবরো ধন্যবাদ শুভ কামনা এবং অভিনন্দন জানাচ্ছি।🌷🌷
আজকে তার এই শততম পোষ্টের আনন্দঘন দিনে তার পোষ্টকৃত লেখাগুলো সম্পর্কে নাই বললেই নয়।লেখার শুরুতে কবি নজরুলের কবিতা পর্যালোচনা করলে যা পাওয়া যাবে তার সবটুকু গুণই দাদার লেখনিতে প্রকাশ পায়।কবিতা গল্প প্রবন্ধ সব স্থানেই তার সমান বিচরণ।তার লেখার মাঝে যে গুণটি সবচেয়ে বেশী চোখে পড়ে তা হল লিখনির সরলতা আর মানবতাময় এক বিরল হৃদয়।লিখুনির সরলতায় উঠে এসেছে তার ব্যাক্তিগত জীবনের ঘাত প্রতিঘাত এর সচিত্র চিত্র যা সাধারনতঃ অন্য সব লেখকরা লিখতে অনেকটা কুন্ঠাবোধ করেন।তিনি তা করে লিখে গেছেন,তার জীবন সংগ্রামের পাওয়া না পাওয়ার সরল স্বীকারোক্তিগুলো। কোন কিছু পাওয়ার ইচ্ছে নয় শুধু দেয়ার ইচ্ছে নিয়েই হয়তো এ ধরণীতে অনেকে জন্ম নেন তাদেরই একজন প্রতিনিধি আমাদের প্রিয় নিতাই বাবু।তবুও জীবনের এই পড়ন্ত বেলায় তার মনে কোন আফসোস নেই-জীবন সংগ্রামে যে ভাবে আছেন- যেমনটি আছেন- স্রষ্টার কৃপায় ভাল আছেন।
অত্যান্ত বন্ধু ভাবাপন্ন নিতাই দাদার লিখুনির বৈচিত্রময় পোষ্টগুলো সোনেলাকে সম্মৃদ্ধ করছে।তার লেখায় উঠে এসেছে আত্ম-নিপীড়িত সুবিদা বঞ্চিত নাগরিকের দুঃখ কষ্ঠের কথাগুলো।তার ফেবুকওয়ালে সোভা পাচ্ছে এরকম মানবতাময় লেখা
“তোমার ভুবনে এতো অসহায়
মানুষের মন কেন কাঁদে,
জীবনের বোজা বয়ে চলে তাঁরা
বলো– কোন অপরাধে”।।
লেখায় আরো উঠে এসেছে সামাজিক কুসংস্কার সহ অসাম্প্রদায়ীক মনোভাবাপন্ন বিষয়গুলো।উঠে এসেছে নিজ পরিবারে উপর ঘটে যাওয়া বাস্তবতার নিরিখে ৭১’এর মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর নির্মমতার বিভীষিকাময় দিনগুলো।দেশ স্বাধীনে তার পরিবারের আত্মত্যাগ সোনেলা ব্লগ সহ আমরা শ্রদ্ধাভরে স্বরণ করছি এবং করব। লেখার বৈচিত্রতায় খুব সহজ সরল ভাষায় কবিতাগুলোর মাঝেও আছে বিভিন্ন বিষয় বা বস্তু ভিত্তিক ফলমুল নিয়ে কবিতা যা আমাদের মুগ্ধ করে।ধর্মীও দিক দিয়ে সে নিজেকে কেবল মানুষ ভাবেন।রিসেন্টলি তিনি বানান এবং বর্ণ অক্ষর নিয়ে লিখছেন বৈচিত্রময় ছন্দ কবিতা।যা যেমন শিক্ষনীয় তেমনি অনুকরণীয়।
মানুষ আর পশুপাখি তার চোখে কোন আলাদা জীব জন্তু নয়।তার পালিত পোষা কুকুর নিয়ে পোষ্টটিই তার প্রমান।আমার সাথে যখনি তার কথা বা সাক্ষাৎ হয়েছে ততবারই তার ধলুর কথা সমান তালে বলে গেছেন।ধলুর বিচ্ছিন্নততাও তাকে কাদায়।
আর বিশেষ কী লিখি প্রিয় বন্ধুটিকে নিয়ে!লিখতে গেলে কালি কাগজ সবিই ফুরোবে তবুও তার গুণগান লেখা লিখে শেষ করা যাবে না।সর্বোপরি মানবতাময়,আধুনিক মনষ্কা,অসাম্প্রদায়ীক ভাবাপন্ন লেখক এই মানুষটির জীবন হউক আরো সুন্দর কল্যায়ণকর-এটাই স্রষ্টার নিকট আমাদের প্রত্যাশা।
জনপ্রিয় তার কয়েকটি লেখার লিংকগুলো দিয়ে তাকে আবারো জানাচ্ছি শততম পোষ্টের জন্য আন্তরিক
অভিবাদন-অভিনন্দন।🌺🌺
#সোনেলায় তার শুভেচ্ছা পোষ্টের পর প্রথম যে পোষ্টটি করেন তা ছিল মানুষ হয়ে মানুষকে প্রতারনামুলক পোষ্ট
# নদ নদীর দোষন নিয়ে তার প্রতিবাদী চমৎকার ভাবনা
# প্রায় বিলুপ্ত তাঁত শিল্প নিয়ে চমৎকার একটি লেখা-কাজ কাজই যে কোন কাজ করতে লজ্জা থাকতে নেই।
# সরল স্বীকারোক্তি
# পাট শিল্প নিয়ে চমৎকার একটি পোষ্ট
# ভুল থেকে শিক্ষা হলে ভুলে কেন ক্ষমা নয়-চমৎকার বিশ্লেষনধর্মী পোষ্ট
# ভারত ভ্রমণ নিয়ে তার সিরিজ লেখা
#ক্লান্তময় জীবন নিয়ে একটি কবিতা
মাজারের ভন্ডামী নিয়ে একটি পোষ্ট
ভক্ষণ নিয়ে একটি চমৎকার কবিতা
ফেবুক প্রতিষ্ঠাতা জোকার মামুরে নিয়ে একটি পোষ্ট
নারায়ণগঞ্জের যানজট নিয়ে গুরুত্বপূর্ণ একটি লেখা।
সিনেমা দেখার স্মৃতিচারণ
রোহিঙ্গা নিয়ে ভবিষৎ ভাবনা
অসাম্প্রদায়ীক মনোভাবাপন্ন চমৎকার একটি কবিতা
১৯৭৪ সালের পূর্বে দুর্ভিক্ষ নিয়ে একটি পোষ্ট
চিকিৎসা ক্ষেত্রের ভন্ডামী নিয়ে একটি পোষ্ট
সতর্কতামুলক একটি পোষ্ট
শিক্ষণীয় রম্য গল্প
লোকমান হেকিমের সিরিজ গল্প
শৈশবের স্মৃতিচারণ খেলাধুলা
কোমলমতি স্কুল ছাত্রছাত্রীদের কাধে ব্যাগের ভার
ভারতের কামরূপ কামাখ্যা
গরীবের অসহনীয় বাজাদর
কদম রসুল দরগা
তার সবগুলো লেখা পড়তে ক্লিক করুন এখানে।
———————————-
“আমরা সোনেলা পরিবার
দুঃখে সূখে এক একেকার”
সবাইকে ধন্যবাদ
৫৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
শততম পোস্ট পূর্ণ করার জন্যে ব্লগার নিতাই দাদাকে অনেক অনেক অভিনন্দন এবং এক রাশ শুভেচ্ছা।
দাদার প্রতিটি লেখাই যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তার সবগুলো লেখা বহু পঠিত, এতেই বোঝা যায় তিনি ব্লগার হিসেবে কতটা সফল। আর মন্তব্যদানে তিনি অত্যন্ত উদারতার পরিচয় দেন সব সময়। তার মন্তব্যে একই সাথে অনুপ্রেরণা আর বিনয় থাকে, যার জন্যে তার প্রতি মন শ্রদ্ধায় ভরে উঠে।
নিতাই দাদার জন্যে আবারও অনেক শুভেচ্ছা।
তিনি আমাদের মাঝে আরও অনেক অনেক দিন থাকুক, এটাই দোয়া করি।
শুভ কামনা অবিরত 🌹🌹
চমৎকার পোস্ট লেখার জন্যে আমার ছোট্ট ভাইকেও অনেক ধন্যবাদ 🙂 🌹🌹
নিতাই বাবু
আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার উপহারস্বরূপ পোস্টে আপনার সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ-সহ বিদ্যাদেবী সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সোনেলা উঠোনের সবাইকে।
ছাইরাছ হেলাল
নিজের কথায় নিজেকে প্রকাশে তিনি নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়।
আমি তার পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তাঁকে নিয়ে আপনার ই লেখা উচিৎ ছিল, আপনি তা লিখেছেন ও।
নিতাই বাবু
আপনিও আমার একজন শ্রদ্ধেয় প্রিয় কবি। তাই শ্রদ্ধা-সহ শুভকামনা থাকলো দাদা।
ত্রিস্তান
শততম পোস্টের শুভেচ্ছা, খুব অল্পদিনের সহযাত্রী হলেও তিনি আমাদেরকে আপন করে নিয়েছেন একান্তই নিজের খেয়ালে। ভালোবাসা নিরন্তর 😍
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টের শুভেচ্ছা আপনার মাঝেও ভাগাভাগি করে নিলাম, শ্রদ্ধেয়। আশা করি ভালো থাকবেন। জয় হোক সোনেলার সকলের।
রেহানা বীথি
অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা দাদা। আপনার মতো একজন সহৃদয়বান মানুষের সান্নিধ্যে আসতে পারাটা আমার পরম সৌভাগ্য। ভালো থাকবেন দাদা। শুভকামনা রইল।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টের শুভেচ্ছা আপনার মাঝেও ভাগাভাগি করে নিলাম, শ্রদ্ধেয় কবি দিদি। আশা করি ভালো থাকবেন। জয় হোক সোনেলার সকলের।
দালান জাহান
শততম পোস্টে সোনেলার পক্ষ থেকে দাদাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচছা। এই গুণী মানুষটির জন্য অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা জানাচ্ছি।
নিতাই বাবু
আমি আছি আপনাদের সকলের মাঝে সোনেলার রঙিন উঠোনে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে বিদ্যাদেবী সরস্বতী পূজার শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় দাদা।
সুপর্ণা ফাল্গুনী
ওনার সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো। গর্বিত হলাম ওনার সাহচর্যে। দাদার লেখা যতটুকু পড়েছি তাতে সত্যিই উনি অসাধারণ লিখে। শততম পোষ্টে শুভেচ্ছা ও অভিনন্দন। দাদা ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়। আপনার দীর্ঘায়ু কামনা করছি। মমি ভাইয়াকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার সম্পর্কে আমাদেরকে কিছুটা হলেও অবহিত করার জন্য।
নিতাই বাবু
এই অধমের পক্ষ থেকে বিদ্যাদেবী সরস্বতী পূজার শুভেচ্ছা রইল। আশা করি ভালো থাকবেন।
ইঞ্জা
শততম পোস্টের জন্য দাদাকে জানাই আন্তরিক অভিনন্দন, দাদার প্রতি অনুরোধ থাকলো এইভাবেই সোনেলা ও তার ব্লগার, পাঠকদের আপনার ভালোবাসাএ ছায়ার তলে রাখবেন সবসময়।
মমি ভাই আপনাকে পোস্টটি দেওয়ার জন্য অনিঃশেষ ধন্যবাদ ও ভালোবাসা।
❤❤
নিতাই বাবু
আপনাদের সকলের ভালোবাসায় সোনেলা উঠোনে আমার লেখালেখি, দাদা। বর্তমানে যতটুকু সময় পাই, তা সোনেলার জন্য নির্ধারিত! শুভকামনা সহ বিদ্যাদেবী সরস্বতী পূজার শুভেচ্ছা।
ইঞ্জা
ধন্যবাদ দাদা, এ আমাদের জন্য অনেক বড় পাওয়া।
নৃ মাসুদ রানা
অভিনন্দন ও শুভ কামনা রইলো
নিতাই বাবু
বিদ্যাদেবী সরস্বতী পূজার শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি দাদা।
জিসান শা ইকরাম
নিতাই দাদার প্রতিটি পোস্টই অত্যন্ত উচু মানের। উনি নিজের কথা যেভাবে অবলিলায় বলেন, তা বলতে সাহস লাগে। খুব কম মানুষই আছেন যারা নিজের অবস্থার কথা এভাবে বলতে পারেন।
তার প্রতিটি লেখাই সোনেলার সম্পদ। তার মত একজন ব্লগার পেয়ে সোনেলা গর্বিত।
শততম পোস্টের জন্য দাদাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশাকরি তিনি তার লেখনি দিয়ে সোনেলাকে উত্তরোত্তর সমৃদ্ধ করবেন।
শুভকামনা তার জন্য।
নিতাই বাবু
আপনি এবং সোনেলা উঠোনের সকলের ভালোবাসায় আমার লেখালেখি, শ্রদ্ধেয় দাদা। বর্তমানে যতটুকু সময় পাই, তা সোনেলার জন্যই নির্ধারিত করা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে বিদ্যাদেবী সরস্বতী পূজার শুভেচ্ছা থাকলো।
জিসান শা ইকরাম
মনির ভাইকে শুভেচ্ছা জানাই এত পরিশ্রমি একটি শুভেচ্ছা পোস্টের জন্য।
মনির হোসেন মমি
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
নিতাই বাবু
সশ্রদ্ধেয় মনির দাদা, সোনেলা ব্লগে আমার শততম পোস্টে আপনার করা শুভেচ্ছা পোস্ট পড়ে আমি দস্তুরমত মন্তব্য লেখা ভাষা হারিয়ে ফেলেছি। সকালে অফিসে যাবার আগেই চোখের সামনে আপনার অন্তত সুন্দর এবং পরিশ্রমী পোস্ট আমার নজরে আসে। কিন্তু অফিসের কাজের ঝামেলা শেষ করে যখন একটু সময় ফেলাম, তখনই একজন সুহৃদ জোরপূর্বক নিয়ে গেলেন নারায়ণগঞ্জ শহরে। আসলাম বাসায়। কী লিখবো ভাবছি! ভাবছি, সোনেলার সকল সোনালি মানুষগুলো তো আমার প্রিয়জন আপনজন। এখানে আমার মনের ভাষা লিখবার আগেই সবাই বুঝে নেয়, আমি কী বোঝাতে চাচ্ছি!
মনির দাদা, আসলেও সত্যি যে সোনেলা ব্লগ এবং ব্লগের সবাই আমার স্বজনই। আমি মনে করি সোনেলা উঠোন আমার বাড়ির উঠোন। এই উঠোনে উপস্থিত থাকা সবাই আমরা একই পরিবারের সদস্য। সদস্য সংখ্যা সংখ্যায় কত হবে তা আমার জানা না থাকলেও, একেকজন সদস্যই আমার প্রিয় ভাই-বোনের মতনই আমি মনে করি। তবে ইদানীং আমি একটু ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছি বলে ব্লগ এবং ফেবুতে খুবই কম সময় ব্যয় করছি। তবুও মন চায় সর্বক্ষণ সোনেলা নিয়েই থাকি। কিন্তু পারি না সময় এবং সংসারের কারণে। বর্তমানে কতটুকু সময় পাই তা কেবল সোনেলা উঠোনেই ব্যয় করি। তো দাদা, আশা করি লেখালেখির মাঝে যতদিন থাকি, ততদিন এই সোনেলার নাম নিজের অন্তরে লিখে নিলাম। জয় হোক সোনেলা ব্লগের। জয় হোক সোনেলা উঠোনের সকলের। সবশেষে আমার শততম পোস্টের সাথে আপনাকে-সহ সবাইকে বিদ্যাদেবী সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি।
মনির হোসেন মমি
দাদা কী বলব আপনার সম্পর্কে আর আপনার মত একজন গুণী ব্লগার সোনেলা পেয়েছে তাতে আপনার প্রতি কৃতজ্ঞতা সামান্য এই একটি পোষ্টেই যথেষ্ট নয়।মনে অতৃপ্তি রয়েই।নিজের সাংসারিক টানপোড়নের চিন্তিত ব্রেনে যতটুকু সম্ভব চেষ্টা করেছি পোষ্টটি সাজাঁতে।কাউকে কিছু দিয়ে ১০০% খুশি করা সম্ভব নয় কেবল ভালবাসা।এই ভালবাসাটুকুই আপনাকে দিলাম।
সূ-সম্পর্কের দীর্ঘতায় যত সময় যাবে ততই এর গভীরতা বাড়ে ।আশা রাখি সোনেলায় আমরা সেই সম্পর্কটাই গড়ে যাব যার বিনিময় কেবলি ভালবাসা থাকবে।
পরিশেষে আবারো শততম পোষ্টের জন্য অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
সঞ্জয় মালাকার
শততম পোস্ট পূর্ণ করার জন্যে ব্লগার নিতাই দাদাকে অনেক অনেক অভিনন্দন এবং এক রাশ শুভেচ্ছা ও ভালোবাসা
দাদার জন্য শুভ কামনা।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ দাদা।
নিতাই বাবু
আমি অধম যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের পাঠক হয়েও পাশে থাকবো সঞ্জয় দাদা। শুভকামনা থাকলো।
অন্বেষা চৌধুরী
শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন দাদাভাই। ভালো থাকুন সুস্থ থাকুন
আরো অনেক অনেক সুন্দর সুন্দর পোস্ট লিখুন।👏👏
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার শুভেচ্ছা পোস্টখানি আমাকে ঋণী করে ফেললো। তাই যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের প্রিয় পাঠক হয়ে পাশে থাকবো। সবার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো।
ফয়জুল মহী
সরস্বতী পুজার শুভেচ্ছা ।
ভালো থাকুন,
শুভ কামনা
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয়।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার শুভেচ্ছা পোস্টখানি আমাকে ঋণী করে ফেললো। তাই যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের প্রিয় পাঠক হয়ে পাশে থাকবো। সবার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো।
এস.জেড বাবু
আমার প্রিয় লিখকদের মধ্যে তিনি একজন
জীবন্ত কিংবদন্তি
সোনেলার গর্ব বলতে যেসব লিখকদের লিখার সাথে আমি পরিচিত, নিতাই দা তাদের মধ্যে অন্যতম নক্ষত্র।
আজ এই পোষ্টের মাধ্যমে উনার সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানলাম, ভালো লাগলো- আরও বেশি আপন মনে হচ্ছে/হলো।
শততম পোষ্টের জন্য অভিনন্দন
সুদীর্ঘ জীবন কামনা করছি- সোনেলার উঠানে আপনার নিবিড় সাহিত্যচর্চা একদিন “বিংশ শতাব্দীর সাহিত্যে- শ্রেষ্ঠতা এনে দেবে”
শুভকামনা
মনির হোসেন মমি
অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য প্রিয় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার শুভেচ্ছা পোস্টখানি আমাকে ঋণী করে ফেললো। তাই যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের প্রিয় পাঠক হয়ে পাশে থাকবো। সবার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো।
এস.জেড বাবু
শুভেচ্ছা মমি ভাই।
আর নিতাই দা – যাবেন কই এত্তো এতো ভালোবাসা ফেলে- লিখবেন, লিখাবেন, পড়বেন, পড়াবেন।
যেতে দিলে তো !
ভালোবাসি ভাইজান।
তৌহিদ
নিতাই দাদাকে সোনেলায় তার শততম পোস্টের জন্য অভিনন্দন। আসলে তিনি সোনেলার রত্ন। সোনেলায় তার লেখাগুলি পাঠক সমাজকে দারুণ আলোড়িত করেছে তা তার লেখার পঠিত সংখ্যা দেখেই বোঝা যায়। তিনি নিজেকে যেভাবে সাবলীলভাবে প্রকাশ করেন তা সবার পক্ষেই সম্ভব নয়।
তার সাফল্য কামনা করি। তিনি বেঁচে থাকুন যুগ যুগ। তার লেখার পাঠক হিসেবে আমি ধন্য।
মনির হোসেন মমি
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার শুভেচ্ছা পোস্টখানি আমাকে ঋণী করে ফেললো। তাই যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের প্রিয় পাঠক হয়ে পাশে থাকবো। সবার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো, শ্রদ্ধেয় তৌহিদ দাদা।
তৌহিদ
মমি ভাই আপনি এত সুন্দর শুভেচ্ছা পোস্ট লিখেছেন দেখে সত্যিই অভিভূত হলাম। ধন্যবাদ আপনার প্রাপ্য ভাই।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।
সুপায়ন বড়ুয়া
অতি সহজ সরল যে মানুষটিকে
যে অল্প দিনে চেনা হল।
তিনি একজন দৃঢ়চেতা পুরুষ
নির্দিদ্বিধায় সত্য কথা অকপটে লিখতে পারে
যার লেখনি ক্ষুরধার মুগ্ধ করে
শ্রদ্ধা ভালবাসায় আপন করা যায়
সেই নিতাই দার শততম পোষ্টে
শুভেচ্ছা ! অভিনন্দন ! দীর্ঘায়ু কামনা করি।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার শুভেচ্ছা পোস্টখানি আমাকে ঋণী করে ফেললো। তাই যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের প্রিয় পাঠক হয়ে পাশে থাকবো। সবার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো।
সুপায়ন বড়ুয়া
আর মমি ভাইকেও শুভেচ্ছা।
কজনাই পারে বলো অন্যকে
তুলে ধরতে ? যা আপনি পেরেছেন।
শুভ কামনা।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার শুভেচ্ছা পোস্টখানি আমাকে ঋণী করে ফেললো। তাই যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের প্রিয় পাঠক হয়ে পাশে থাকবো। সবার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয়ভ সুপায়ন দাদা।
কামাল উদ্দিন
আমি যাদেরকে মন থেকে শ্রদ্ধা করি নিতাই দাদা তাদের মধ্যে অন্যতম। ওনার সহজ সরল মানসিকতা থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। যুদ্ধ করে সফল হতে চাইলে ওনার জীবনী থেকে আমরা প্রেরণা পেতে পারি। ওনার সাথে বসে এক কাপচা খাওয়ার স্বপ্নটা মনের ভেতরে পুষে রেখেছি, আশা করছি খুব তাড়াতাড়িই ওনার সাথে আমার দেখা হতেই পারে। অন্তর থেকে ওনার সফলতা কামনা করছি।
…………শততম পোষ্টে শত গোলাপের শুভেচ্ছা রইল দাদার জন্য।
মনির হোসেন মমি
অবশ্যই চা পানের আশা যেন বাস্তবায়িত হয় সেই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার শুভেচ্ছা পোস্টখানি আমাকে ঋণী করে ফেললো। তাই যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের প্রিয় পাঠক হয়ে পাশে থাকবো। সবার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কামাল দাদা।
ইসিয়াক
শততম পোস্ট পূর্ণ করার জন্যে ব্লগার নিতাই দাদাকে অনেক অনেক শুভেচ্ছা , অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি ।
শুভ কামনা।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার শুভেচ্ছা পোস্টখানি আমাকে ঋণী করে ফেললো। তাই যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের প্রিয় পাঠক হয়ে পাশে থাকবো। সবার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।
আরজু মুক্তা
আমি অভিভূত। এভাবে দুইশ তম পোস্ট কামনা করছি।
সেই সাথে অভিনন্দন ও শুভেচ্ছা।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
নিতাই বাবু
সোনেলায় আমার শততম পোস্টে শ্রদ্ধেয় মনির দাদার শুভেচ্ছা পোস্টখানি আমাকে ঋণী করে ফেললো। তাই যদি কখনো সোনেলায় লেখালেখি না-ও করতে পারি, তো আপনাদের প্রিয় পাঠক হয়ে পাশে থাকবো। সবার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় দিদি।
সৌরভ হালদার
অভিনন্দন