লেট ট্রেন

নীলাঞ্জনা নীলা ১০ এপ্রিল ২০১৯, বুধবার, ১০:১৫:৩২পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

প্রতিদিন ট্রেনটা চলে যায় সমান্তরাল রেললাইন ধরে
তেত্রিশ বছরের পুরোনো ঘড়িটার কাটা তিনটিও একইভাবে দৌড়াতে থাকে
টুংটাং ঘন্টা বাজিয়ে চলে
শুধু ট্রেনটাই সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে হেরে যায় কখনো সখনো
গন্তব্যে পোঁছবার অপেক্ষায় থাকে যাত্রীরা
ওদিকে স্টেশনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে আনন্দ এবং শোক
কী করে জানি যোগ-বিয়োগের যুদ্ধে বিয়োগের সংখ্যা বাড়ে
তবুও জয়ী হয় আনন্দেরাই,
নীরব কান্নাগুলো বুকের ভেতর জমাট বেঁধে থাকে সে আছড়ে পড়তে চায়;
শোক ধুয়ে যায় চোখের জলে।

সিংড়াউলি, শমশেরনগর
১৭ জানুয়ারি, ২০১৯ ইং।

৯১৩জন ৯১৩জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ