লালচে ভালোবাসা

আরজু মুক্তা ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ০৪:০০:৫৫অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

রক্তরাঙা পলাশ
ডেকেছিলো আমায়
বৈশাখের রুক্ষতায়;
তাতেও ক্ষান্ত হয়নি
মেলা থেকে কিনেছিলো
রেশমি চুড়ি, ফিতে
আর নীল টিপ!!

প্রখর রূপ দেখে
শ্রাবণের অপেক্ষায় ছিলাম!!
সারা জৈষ্ঠ্যতে ছত্রাক জমেছিলো বালিশে।।
শ্রাবণের তুমুল বৃষ্টি আর বাতাসে
বর্ণহীন হলো রঙধনুময় ছাতাটা!!

নীল শাড়ি কিনে বললো,
“আজ আমার জন্মদিন!!”

মেঘতো ছিনতাইকারী
উড়িয়ে নিলো সাজানো চুল।।
গল্পটা শেষ হতেই পারতো——
পলাশ প্রমিজ করলো
ফাগুনেই লাল হয়ে আসবে!!

 

১৬৬৭জন ১৩৮০জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ