
সব লোকই চায় সম্পদে তার
যশ সুনামে গড়তে নিজের নাম,
পদ চলনে কয় জনে দেয়
একটু তাতে দীন দুখীদের দাম!
আমরা তো ভাই সবাই মানুষ
জন্মে পাওয়া জ্ঞান বিবেক আর মন,
মাখলুকাতের জীব কি কোন
আজ অবধি পাইছে এমন ধন!
তবু মোদের মন গহীনে
তুলছে যেন অন্ধ আঁধার ঘর,
তাইতো সদাই ব্যস্ত জীবন
স্বার্থ দিয়ে গড়তে আপন গড়।
ভুখা রেখে পাশ পরশি
কিংবা শীতে বস্ত্রহীণে প্রাণ,
গর্বে খুঁজি সর্বজনে
শ্রেষ্ঠ বলে মন মানুষের মান।
যতই করি ছল চাতুরী
দিন শেষে ঠিক ছাড়তে হবে সব,
থাকতে সময় নয় কি উচিত
মান রাখা তার বর যা দিছেন রব!
১৬টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
সবচেয়ে বড় কষ্ট হলো মৃত মানুষকে বিদায় দেওয়া। প্রতিদিন আমাদের পরিচিত কেউ না কেউ মারা যায়, কিন্তু তা থেকে আমরা নিজেকে সংশোধন করিনা। আমাদেরকে নিশ্চয়ই মরতে হবে। তাই বেঁচে থাকতে আখেরাতের সম্বল গুছিয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। আমিন।
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ বলেছেন প্রিয় কবি।
সময় থাকতে না ধরলে হাল
বেলা শেষে হয় সকলি বিফল।
আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
বন্যা লিপি
দীনদুঃখীদের পাশে যে রয় ভালবেসে
তারেই কয় সৃষ্টির সেরা জীব সেই যে! ঈমান আমল ঠিক থাকলে সর্বজনেই নাম যশে উঠবে সবার উপরে। এমনই বিশ্বাস থাকুক সবার প্রাণে।
মানবিকতায় আমরা এগিয়ে যাই মিথ্যে অহং ছেড়ে। ছন্দে ছন্দে ভালো লিখেছেন বাস্তবতা।শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
মানুষই মানুষের জন্য
তবেই তো শ্রেষ্ঠ জীব, জনমটা হয় ধন্য।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সঠিক কথা লিখেছেন প্রিয়
শুভকামনা রইল
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মনির হোসেন মমি
সময় থাকতে নিজেকে শুদ্ধিতে আনাটা জরুরী।সবিই এক স্রষ্টার সৃষ্টি মানবকুল তবে কেন এতো উচুনীচুু ভেদাভেদ। দুএক জায়গায় বানানের সমস্যা থাাকলেও উপলব্দির চমৎকাার উপস্থাপনা।।
বোরহানুল ইসলাম লিটন
মানুষের প্রতি মানুষের সহানুভূতি যদি না থাকে
তবে তো মানবতা বিপর্যস্ত হয়ে পড়ে মনির ভাই।
মূল্যবান মন্তব্য পেয়ে ধন্য হলাম।
গভীরভাবে কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
(লেখায় যে কোন ভুল পেলে অবশ্যই ধরিয়ে দিবেন)
স্বপ্ন গোধূলি
মনের ঐশ্বর্যই বড় সম্পদ। শেষ বিচারের দিনে এই সম্পদই কাজে আসবে।
কবিতায় সত্যি কথা গুলো তুলে ধরেছেন কবি।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর বলেছেন
কর্ম বিনে থাকবে না কোন সাথী যে শেষ দিন কাজে আসবে।
ভীষণ অনুপ্রাণিত হলাম মন্তব্যে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন বলেছেন ভাইয়া। দিনশেষে যখন সব ছাড়তেই হবে তখন বেঁচে থাকতেই সবাইকে নিয়ে ভালো থাকি এই হোক সবার কামনা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
বোরহানুল ইসলাম লিটন
মিলে মিশে বেঁচে থাকাই জীবনের পরম পাওয়া।
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রেখে গেলাম অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
স্বপ্ন নীলা
সুন্দর আর সাবলীল ভাবে লিখেছেন। পড়তে দারুন লেগেছে। আমাদের সকল কাজের হিসেব আল্লাহর নিকট দিতে হবে। আত্মশুদ্ধি ছাড়া উপায় নেই !!! আন্তরিক ধন্যবাদ
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ বলেছেন
আত্মশুদ্ধিই একমাত্র মুক্তির উপমায়।
মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
নিজেদের প্রাণ যে নিভু নিভু। তাও ভুলে যাই
বোরহানুল ইসলাম লিটন
এরই মাঝে বেঁচে থাকা অপরের সুখে।
সুন্দর মন্তব্যে ভীষণ মুগ্ধ হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ জানিয়ে গেলাম অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।