রেখো মান

বোরহানুল ইসলাম লিটন ১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ০৯:১৫:২৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

সব লোকই চায় সম্পদে তার
যশ সুনামে গড়তে নিজের নাম,
পদ চলনে কয় জনে দেয়
একটু তাতে দীন দুখীদের দাম!

আমরা তো ভাই সবাই মানুষ
জন্মে পাওয়া জ্ঞান বিবেক আর মন,
মাখলুকাতের জীব কি কোন
আজ অবধি পাইছে এমন ধন!

তবু মোদের মন গহীনে
তুলছে যেন অন্ধ আঁধার ঘর,
তাইতো সদাই ব্যস্ত জীবন
স্বার্থ দিয়ে গড়তে আপন গড়।

ভুখা রেখে পাশ পরশি
কিংবা শীতে বস্ত্রহীণে প্রাণ,
গর্বে খুঁজি সর্বজনে
শ্রেষ্ঠ বলে মন মানুষের মান।

যতই করি ছল চাতুরী
দিন শেষে ঠিক ছাড়তে হবে সব,
থাকতে সময় নয় কি উচিত
মান রাখা তার বর যা দিছেন রব!

৭১৩জন ৫০৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ