
(হাসি)
ঘর বাহিরে সবাই হাসে, হাসতে কে রোজ পারে না?
শীতকালে যার ঠোঁট ফেটে যায় সেও তো দেখি ছাড়ে না!
বলছো তা সব সুখের ধারে অট্ট মৃদুর ভাব সাড়া!
ঢাকতে বদন ক্যান তবে দুখ হাসতে সুযোগ ছাড়ে না?
(দুখের ঝড়)
একই বৃন্তের দু’ফুল থেকে একটি গেলে আজ ঝরে,
অপরটি হয় দুখের দাসী ভিত হয়ে কাল নড়বড়ে।
বয় যদি তাই মন্দ বাতাস লাগলে মৃদু ছোঁয়া তার,
চক্র হারে যায় বেড়ে তা ঝড় সেজে ফের অন্দরে!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দারুন প্রকাশ বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
বন্যা লিপি
লেখাটা পড়ে মনে হয়েছে দুঃখেও হাসি, আনন্দেও হাসি….এই দুই হাসির তফাৎটা বোঝার মানুষের অভাব খালি।
বোরহানুল ইসলাম লিটন
ঠিকই বলেছেন আপু।
সুন্দর মন্তব্যের প্রতি অটুট আস্থা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
দুয়ে মিলেই জীবন। শুভ কামনা রইলো ভাই।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে মুগ্ধ।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
হাসি হাসবো না তো কি। হাসির বায়না করেছি। সুখেও হাসি দুখেও হাসি। তফাত বোঝার দরকার কি। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
উর্বশী
সুখ ও দুঃখ দুটো মিলেই হাসির ফোয়ারা। কিন্তু দুঃখের মাঝেও হাসির কারণ সবাই বুঝতেও পারেনা।আর এর তফাৎ না বুঝলেও এক দিকে ভাল থাকা যায়।কোনো কৈফিয়ত দিতে হয়না। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর বলেছেন আপু।
সুন্দর মন্তব্যে অতিশয় তুষ্ট হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
আলমগীর সরকার লিটন
সুন্দর অনেক শুভেচ্ছা রইল কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
সুখ দুঃখের হাসির মাঝে বিস্তর পার্থক্য থাকে। সবাই সব বুঝে নিতে জানে না। অভিজ্ঞ দৃষ্টিতেই কেবল হাসির আড়ালে থাকা বেদনা বুঝতে পারে।
কবিতার ২য় অংশ ঠিকমতো বুঝিনি।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে প্রতি অটুট আস্থা রইল আপু।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
২) সাথী হারা পাখির গাত্রে লাগা মৃদু দুখের বাও
অন্তরে তন্ডবে বওয়অ ঝড় হয়ে দেখা দেয়।
সুপর্ণা ফাল্গুনী
সব হাসির মর্মার্থ সবাই বুঝতে পারে না। কেউ দুঃখে ও হাসে । হাসি মানেই আনন্দের নয় সবসময় এটা অনেকেই বুঝে না। অবিরাম শুভ কামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যের প্রতি অটুট আস্থা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হাসি আর কান্না হাত ধরাধরি করেই চলে। সুন্দর প্রকাশ — ঘর বাহিরে সবাই হাসে, হাসতে কে রোজ পারে না?
শীতকালে যার ঠোঁট ফেটে যায় সেও তো দেখি ছাড়ে না!
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অশেষ তৃপ্ত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।