রাজাদের চিন্তা ১

শাহ আজিজ ৩ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ০৬:২১:৫১অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

দেশের কথা ভাবেন অনেক তারা !!
সকাল বিকাল রাত্রি বেলায়
গাড়ি পোড়ান যারা ।।
বুক ফুলিয়ে বলেন যখন তারা
দেশের জন্য এমন কাজ আর
আমরা ছাড়া করবেই বা কারা ??

তাদের হাতে দেশটা নাকি থাকবে নিরাপদ !!
তাই যে তারা মানুষ মেরে জানায় তাদের পদ ।।

 

শাহ আজিজ

৩-১২-১৩

৫৪৭জন ৫৪৭জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ