
রাজাকারের তালিকায়
শহীদ গাজীর নাম।
এই লজ্জা রাখি কোথায়
ধুলায় মিশে মান।
মনে বড় আশা ছিল
বুকে ছিল সাহস।
রাজাকারের খুলবো মুখোশ
করি হাস ফাঁস।
শ্বেত শুভ্র পোশাক পড়ে
ঐ রাজাকার ঘুড়ে।
শীতল রক্তে হিম ধরে যায়
রক্ত মাথায় চড়ে।
সেই পোশাকে আড়াল করে
খুনের যত দায়।
বুক ফুলিয়ে চলেন তিনি
জাতি লজ্জা পায়।
আর পারিনা সইতে আজ
ইতিহাসের দায়।
রক্তে আমায় আগুন জ্বলে
লজ্জা আর ঘৃনায়।
বিজয়ের মাসে উন্মাদনায়
বাজে করুন সুর।
বীর বাঙালী গর্জে উঠো
মুক্তি বহুদুর।
ঐ শকুনে কালি মাখে
জাতীয় বীরের মুখে।
রাজাকার ডুগডুগি বাজায়
লজ্জায় মুখ ঢাকে।
মহৎ কাজে কালি মাখে
ভাগ্যের পরিহাসে।
রাজাকার আজ ভেংচি কাটে
দাত খেলিয়ে হাসে।
মুক্তিযোদ্ধার সনদ বেঁচে
মুড়ি মুরকীর দামে।
ঐ হারামী প্রাসাদ বানায়
খোদা স্রষ্টার নামে।
ইতিহাসে আঁচর কাটে
আমার রক্ত ঘামে।
ঐ হারামীর কবর দে
পাঠাও জাহান্নামে।
৩০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কে যে কাকে কোথায় পাঠাবে তা কে বলতে পারে!
আমাদের আক্ষেপটুকু-ই সার।
সুপায়ন বড়ুয়া
হতাশায় মোরা করি না বসবাস
আনবো তুলে সঠিক নির্যাস
ধন্যবাদ। শুভ কামনা।
তৌহিদ
একদম তেঁতো কিছু সত্য লেখায় তুলে এনেছেন দাদা। একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত।
ভালো লিখেছেন।
সুপায়ন বড়ুয়া
কলম চলবে বিজয়ের মাসে
তুলব মাথা বিজয়ীর বেশে।
ধন্যবাদ। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই এ লজ্জা সবার, পুরো জাতির। এ দায়ভার বইতে হবে প্রজন্ম থেকে প্রজন্ম। ধন্যবাদ আপনাকে
সুপায়ন বড়ুয়া
আঁধার কেটে ভোরের সুর্য উঠবেই
পাখিরা গাইবে গান
ইতিহাস তার আপন গতিতে চলবেই
ফিরবে আবার প্রাণ।
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা
সৈকত দে
আর পারিনা সইতে আজ ইতিহাসের দায়।
সত্যিই অসাধারণ
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা !
সুরাইয়া পারভিন
দুর্দান্ত প্রতিবাদী কবিতা। চমৎকার উপস্থাপন
এ লজ্জা সমগ্র বাঙালি জাতির।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা
ইসিয়াক
একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত।
সুপায়ন বড়ুয়া
লজ্জায় ঢাকি মুখ ,
রাগে ক্ষোভে অভিমানে
হতাশায় ভেঙে পড়ি।
তবুও তো আছি বেঁচে
আশায় বাধি বুক।
ধন্যবাদ , সাথে থাকার জন্য
শুভ কামনা
জিসান শা ইকরাম
আশায় বুক বেঁধে আছি সঠিক রাজাকারের তালিকার জন্য,
সফেদ পাঞ্জাবীতে লুকিয়ে থাকা রাজাকারদের দিকে আংগুল উচিয়ে বলবো – তুই রাজাকার।
ভাল লেগেছে কবিতা, দাদা।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাই,
তাই তো আছি বেঁচে
আশায় বেঁধে বুক।
ধন্যবাদ ভাল লাগার জন্য
কৃতার্থ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
নুরহোসেন
আমি লজ্জিত বাঙ্গালী
আজব আমাদের কারবার,
রাজাকার বাবা মুক্তিযোদ্ধা;
মুক্তিযোদ্ধা রাজাকার!
মোজাম্মেল সাহেবকে শুলে চড়ানোর দরকার।
সুপায়ন বড়ুয়া
লাজ লজ্জাহীন মানুষ গুলোর জন্যই
দেশ ও জাতিকে খেষারত দিতে হয়
ধন্যবাদ। সাথে থাকার জন্য
শুভ কামনা
নুরহোসেন
শুভ কামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
বেশ!
কাব্যকথনে আসুক প্রতিবাদ।
শুভকামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
কবিতায় হোক প্রতিরোধ
কবিতায় হোক যুদ্ধ
বীর বাঙালী জাগুক আবার
আমরাই শুধু জিতব
ধন্যবাদ , বিজয়ী শুভেচ্ছা।
রেহানা বীথি
খুব ভালো লিখলেন দাদা।
সুপায়ন বড়ুয়া
অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা
সঞ্জয় মালাকার
একদম তেঁতো কিছু সত্য লেখায় তুলে এনেছেন দাদা।
আমরা জাতি হিসাবে লজ্জিত।
সুপায়ন বড়ুয়া
কবিতায় হোক প্রতিবাদ
কবিতায় বসবাস
জাতি হিসেবে মাথা তুলবার
সাহস যোগাবার !
ধন্যবাদ । শুভ কামনা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, প্রতিবাদ জারি থাকুক।
সাবিনা ইয়াসমিন
সর্ষে ক্ষেতেই ভুত ছিলো তাই
গোটা জাতি নিরুপায়,
মুক্তিযোদ্ধারা হারিয়েছে হাত,
গায়ে পায় না বল
রাজকর্মে জুটেছে সব রাজাকারের দল।
রাজধর্ম নিপাত যাক,
গনতন্ত্র মুক্তি পাক,
দেশ বাচাঁতে দশের মনে
আবাদ হোক প্রতিরোধ-প্রতিবাদ।
সুপায়ন বড়ুয়া
ওয়াও ! সাবাস !
মোক্ষম জবাব দিয়েছেন ভাই
কাব্যিক ভাষায়
তাইতো হওয়া চাই !
সর্ষের ভুত তাড়াব মোরা
এই প্রেরনা পাই !
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা !
শাহরিন
খুবই বেদনাদায়ক বিষয়। স্বাধীনতার এতো বছর পরেও কেন এমন ভূল করতে হবে আমাদের?
সুপায়ন বড়ুয়া
তাই তো বলি
বোনটি আমার রাত জেগে রয়
এ ভুলের মাসুল আবার কেমনে গুনতে হয় ?
অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা !
মাহবুবুল আলম
খুবই বিতর্কিত। খুবই দুঃখজনক!
সুপায়ন বড়ুয়া
সকল মহৎ কাজে
দুর্বৃত্তরা থাকে ওৎ পেতে
মুখোশ তাদের খুলতে হবে।
ধন্যবাদ , শুভ কামনা।