
চল যাবো সখি
যাবো তোর সাথে
এ গাঁয়ের মেঠো পথে,
দুপাশে ছড়ানো সরিষা ফুল
ছুঁয়ে যাবো দুই হাতে ॥
কিছু ফুল তুলে
গাঁথব মালা
কিছু ফুল ছড়াবো পথে,
হাত ধরে দুজন , হাঁটবো কিছুক্ষন
হলদেটে বিছানাতে ॥
হেলে দুলে ডাকে
মৃদূ ইশারাতে
হেসে খেলে মটর শূটি,
মধ্যখানে বসে, তোর আঁচলে
তুলে নিব অল্প ক’টি ॥
মুশুড়ি জমিটা
সাদায় ভরেছে
নেমেছে বলাকার হাট
মিস্টি রংয়ে তুই, সাদা পাঞ্জাবীতে আমি
পরিপূর্ণ রঙ্গিন মাঠ ॥
দলছুট দুটি
রাজহাঁস যদি
তেড়ে আসে তোর কাছে,
তোর চোখে ভয়, নতুন কিছু নয়
হাসবো তোর চোখ পিছে ॥
আইলের পাশে
লাগে যদি কাঁদা
তোর রূপালী নুপুরের পাশে,
মরা খালে যাবো, পা ধূঁয়ে দিবো
পদ্ম যে জলে ভাসে ॥
ফিরবো ঘরে
সন্ধ্যা পরে
যখন রক্তিম সাঁজে দিগন্ত,
তুই আর আমি, সবুজ আর পাখি
পূর্ণতায় হবে বসন্ত ॥
-০-
ছবিঃ নেট দুনিয়া
৩৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হলুদে সবুজে হবো একাকার
দুজনে-ই হবো দু’জনার,
ফুলে ফুলে গাঁথব মালা
প্রীতিপূর্ণ হবে ঐ বিছানা,
বসন্ত সাজা দিগন্তে
ফিরবো মোরা দু’জনে দু’জনাতে,
সন্ধ্যা পেরিয়ে রাত-প্রহরে।
এস.জেড বাবু
সুপ্রিয় ছড়াকার
এত দারুন ছড়া কবিতা থাকে কই মনে না মাথায় ?
আসলেই দারুন লাগে
ছাইরাছ হেলাল
প্রিয় কবিদের সাথে থাকলে যা হয়!
সঙ্গদোষ!
এস.জেড বাবু
হাহা হা
আপনার সাথে থেকেও আমার বানান ঠিক হচ্ছে না।
কত চেষ্টা করি।
হৃদয়ের কথা
স্বপ্ন পুরনের কবিতা। সুন্দর কবিতা।
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ ভাইজান
মনির হোসেন মমি
কবি মন কত কথাই না বলে। দারুণ শব্দে একেঁছেন ভালবাসার বাসর ঘর।
এস.জেড বাবু
আসলেই একটু বেশি বলে।
শুভেচ্ছা রইলো প্রিয় মমি ভাই
রুমন আশরাফ
“আইলের পাশে
লাগে যদি কাঁদা
তোর রূপালী নুপুরের পাশে,
মরা খালে যাবো, পা ধূঁয়ে দিবো
পদ্ম যে জলে ভাসে ॥”
বাহ দারুণ। বেশ ভাল লাগলো পড়ে।
এস.জেড বাবু
অসংখ্য ধন্যবাদ ভাইজান
ভাল লাগল জেনে সত্যি আপ্লুত
সঞ্জয় মালাকার
“আইলের পাশে
লাগে যদি কাঁদা
তোর রূপালী নুপুরের পাশে,
মরা খালে যাবো, পা ধূঁয়ে দিবো
পদ্ম যে জলে ভাসে ॥”
ফিরবো ঘরে
সন্ধ্যা পরে
যখন রক্তিম সাঁজে দিগন্ত,
তুই আর আমি, সবুজ আর পাখি
পূর্ণতায় হবে বসন্ত ॥
হলুদে সবুজে হবো একাকার
দুজনে-ই হবো দু’জনার!!
অসাধারণ লেখা বাবু ভাই, বেশ ভালো লাগলো পড়ে।
এস.জেড বাবু
অসংখ্য ধন্যবাদ ভাইজান
আপনিও অনেক চমৎকার লিখেন
আমি রেগুলার পাঠক
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইজান, শুভ কামনা🌹🌹
মোঃ মজিবর রহমান
গ্রাম্য মাঠঘাঠ মেঠ পথ সবুজের মায়ায় কাব্যটি প্রিয়া কল্যানেই মানাই।
এস.জেড বাবু
কৃতজ্ঞতা রইলো মজিবর ভাই
অনেক ভাল থাকবেন
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন বাবু ভাই।
কামাল উদ্দিন
অত্যন্ত সাবলীল, প্রেমিকাকে নিয়ে এমন ছুটি কাটাতে কে না চায়………ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
এস.জেড বাবু
আসলে সবারই মন চাইবে।
অনেক শুভেচ্ছা রইল কামাল ভাই
কামাল উদ্দিন
আপনার প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা
নিতাই বাবু
“ফিরবো ঘরে
সন্ধ্যা পরে
যখন রক্তিম সাঁজে দিগন্ত,
তুই আর আমি, সবুজ আর পাখি
পূর্ণতায় হবে বসন্ত ॥”
সাথে দু’জনের মনের আশাও পরিপূর্ণ হোক।
এস.জেড বাবু
দুনিয়ার সকল জুটির মনের আশা পূর্ণ হউক।
অশেষ কৃতজ্ঞতা ভাইজান
রেহানা বীথি
কী সুন্দর লিখলেন!
পড়ে মন ভালো হয়ে গেল।
এস.জেড বাবু
আর আমার লিখাটা সার্থক হয়ে গেল
অনেক ধন্যবাদ প্রিয় আপু
নৃ মাসুদ রানা
চলে আসুন..
এস.জেড বাবু
সরিষার সিজন আসুক
ইনশাআল্লাহ
নূর নাহার রাহিমা
মনের কথা গুলো বলে ফেলছেন। ভাল হয়েছে অনেক।যেন গ্রামে চলে গেছিলাম।
এস.জেড বাবু
চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো আপু
বন্যা লিপি
ফিরবো ঘরে
সন্ধ্যা পরে
যখন রক্তিম সাঁজে দিগন্ত,
তুই আর আমি, সবুজ আর পাখি
পূর্ণতায় হবে বসন্ত ॥
সখী আর দূরে থাকবেনা, ছুটে আসতেই হবে তাঁকে। ভালোলাগা রেখে গেলাম।
এস.জেড বাবু
সব সখিরা যার যার ঘরে আসুক।
শুভেচ্ছা রইলো আপু
শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
মিস্টি রংয়ে তুই, সাদা পাঞ্জাবীতে আমি,,
দুজন দুজনার হয়ে গেলে ঘোর-বর্ষাতেও বসন্তকে আসতে হবে। এমন ডাকে সখী কি আর ঘরে রইতে পারে!!
দারুন লিখেছেন 🌹🌹
এস.জেড বাবু
বর্ষায় বসন্ত
কি জানি, কবি/ সাহিত্যিকদের ভাবনায় হয়ত এটাও সম্ভব।
আসলে হৃদয়ের বসন্ত কখন আসে কে জানে।
মুগ্ধকর কমেন্টে কৃতজ্ঞতা রইলো আপু
আরজু মুক্তা
বসন্ত হতে দুজন লাগেই।
ভালো লাগলো।
এস.জেড বাবু
একলা বসন্তে রং নাই-
সত্যি
শুভেচ্ছা রইলো আপু
এস.জেড বাবু
একবার ট্রাই করতে পারলে ভাল হইত।
আচ্ছা সরিষা ক্ষেতে বাসর ঘর সাজালে কেমন হইতো ! 😀
শুভেচ্ছা প্রিয় ভাইজান
অনন্য অর্ণব
আচ্ছা সরিষা ফুলে বাসর সাজালে কেমন হয় দাদা হা হা হা 😀
এস.জেড বাবু
একবার ট্রাই করতে পারলে ভাল হইত।
আচ্ছা সরিষা ক্ষেতে বাসর ঘর সাজালে কেমন হইতো ! 😀
শুভেচ্ছা প্রিয় ভাইজান
সুরাইয়া পারভিন
হা হা হা হা হা হা
বেশ হবে কিন্তু! ইউনিক আইডিয়া
সুরাইয়া পারভিন
ওয়াও দুর্দান্ত প্রেমের কবিতা।
পাঠে তৃপ্ত পাঠক মন👏👏
এস.জেড বাবু
ধন্যবাদ প্রিয় আপু-
অনেকদিন আপনার লিখা পড়ি না,
শুভেচ্ছা অশেষ