মৌন শব্দ

রিতু জাহান ১২ জুন ২০১৭, সোমবার, ১২:১২:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

জীবন চলার পথে ধ্বংসলীলার মতো যে সময়গুলো পাশ কাটিয়ে যায়,
ছুঁয়ে যায় ভেঙে দিয়ে যায় সবকিছু।
আমার চোখের অতলস্পর্শ গভীরতায়
সে সব দৃশ্যপট ভাষাহীন বাণীর মতো স্তব্ধ হয়ে থাকে,
যেন এক নিথর সায়র।
আমি যেন শ্মশানের বুকে জ্বলে থাকা কম্পিত ঐ মৃৎ প্রদীপের মতো।
হঠাৎ ঝড়ের মাতামাতিতেও নিভু নিভু করেও জ্বলতে থাকি।

,,,,,,,,মৌনতা,,,,,,,,
১২/৬/১৭.

৫৩৩জন ৫৩৩জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ