
মন-ভারী করা দুঃসংবাদ, আবার-ও,
দুশ্চিন্তা শঙ্কা পুনর্বার,
কী হবে কী হবে-না, করোনা কালে;
একাকীর ঘরে বসবাস, সকালে সন্ধ্যার অবসন্ন মন,
দু’চারটে মামুলি আলাপ, একটু খানি কলমি ভাষা,
আলেয়ার মত হলেও
এক বুক নির্মল বাতাস চুরি করে একটু ছুঁতে চাওয়া;
নীল নীলের ঐ আকাশ।
কপালে ভাঁজ ফেলে নিজেকে-ই বলি
কাছে এসো-না, একটু দূরে না-ছোঁয়া দূরত্বে,
সামাজিক নিরাপত্তা মেনে মেনে;
সেই এক-ই বৃত্তায়ন, তাকাবো কী তাকাবো-না,
হাসবো কী হাসবো-না, দেখে ও না-দেখার ভান;
তবুও বলি, প্লিজ হ্যাভ এ মিট !
সবুজের নির্মল বাতাসে, করোনা এড়িয়ে;
বিবশ স্নায়ুতে-ও চিৎকার করে বলতে ইচ্ছে করে
মে ডে, মে ডে, মে ডে;
ছবি নেটের।
১৮টি মন্তব্য
পপি তালুকদার
সত্যি দারুণ এক শঙ্কায় পড়েছি আমরা!
আবারো চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে জীবন।
কালো মেঘের আড়ালে একটু চাঁদের হাসির অপেক্ষায়..
ছাইরাছ হেলাল
অপেক্ষাই জীবন, এটি আমাদের মানতেই হয়।
সুন্দর করেই প্রথমে বলার জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
বৃত্তের বাইরে যাওয়ার উপায় কই!বৃত্ত বেয়ে কেবলই উঠানামা, ঘুরপথে বারবার ফেরা!
ছাইরাছ হেলাল
আসলে আয়না জলে দাঁড়িয়ে নিজেকে নিজে খুঁজে পেলেই
বৃত্তের বাইরে নিজেকে আবিষ্কার করাই যেতে পারে।
সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
বৃত্তের বাইরে তখনই নিজেকে আবিষ্কার করা যায় যখন বৃত্তের বিন্দু মুছে যায়। লাটিমেরও দম ফুরায় বৈকি।
ছাইরাছ হেলাল
বৃত্ত ভাঙ্গা খুব কঠিন, যখন বৃত্তকে ভালবেসে বন্দি থাকতে ভাল লাগে।
বৃত্ত ই খন জীবনের মোক্ষ!!
ধন্যবাদ পড়ার জন্য।
খাদিজাতুল কুবরা
সময়টা বড়ই অসময়। ভেবেছিলাম সব চুকেছে, আবার নতুন করে গৃহবন্দিত্ব ভালো লাগছেনা।
তবুও মন খোঁজে প্রকৃতির শোভা। সচেতনতার সাথে পথচলাই এখন থেকে চর্চা করতে হবে।
উপয়ান্তর নেই।
ছাইরাছ হেলাল
আমরা কঠিনোতম সময়ের মধ্যে হাঁটছি, হাঁটতে বাধ্য হচ্ছি।
গন্তব্য অজানা। আল্লাহ সহায় হবেন সবার।
আপনি ভাল থাকবেন।
আরজু মুক্তা
আসলেই চক্রাকারে ঘুরছি। করোনাও তাই। বৃত্ত ভেদ করে ছুটে যাওয়ারও লক্ষণ নাই। কি যে হবে? শুধু শঙ্কা।
ছাইরাছ হেলাল
মে ডে মে ডে চিৎকার করছি, জানি না কখন তাঁর সাহায্য পাব।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আমরা যারা মধ্যবিত্ত, ভাড়া বাসায় আছি তারা বুঝতেছি লকডাউন, এই করোনা আমাদের জন্য কতটা অভিশপ্ত। গতবছরের ক্ষতিটাই এখনো কুলাতে পারিনি, নতুন করে এই অবস্থা আমাদের একদম শেষ করে দিলো। গাড়ি ভাড়া দ্বিগুণের বেশি নিচ্ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের উর্ধ্বমূল্যে নাভিশ্বাস উঠে গেছে।
ছাইরাছ হেলাল
দেখুন ক্ষতির ধাক্কা সবার কাছেই পৌঁছেছে, জানি সবার তা সমান নয়।
সব বুঝতে পারি কিন্তু কিছুই করার নেই।
আল্লাহ আমাদের সবার সহায় হবেন, যদিও কবে তা আমরা জানি না।
ভাল থাকুন।
তৌহিদুল ইসলাম
লকডাউনের ঘোষনায় আবারো গতবারের মত দমিয়ে গিয়েছি। এবারেও যে কি হয়। আল্লাহ সহায়।
ছাইরাছ হেলাল
খুব ই অসহায় লাগছও, জানি না কী হবে।
আল্লাহ আল্লাহ করছি শুধু।
ভাল থাকবেন সবাইকে নিয়ে।
মনির হোসেন মমি
কতকাল রবেন এ ভাবে দূরত্বে কবি।আসু সমাধন কী হবেনা কভূ।
কবিতায় বিরহী ভাললাগা জানিয়ে গেলাম। ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
ছাইরাছ হেলাল
কবে ফিরবেন কে জানে, সোনেলা আপনাকে মিস করে।
নিরাপদে থাকুন। ভাল থেকে।
মনির হোসেন মমি
আছিতো ছায়ার কায়া হয়ে সোনেলার আশপাশ।ভাগ্যের দুয়ারে সুবাতাসের অপেক্ষায়।দোয়া করবেন।
ছাইরাছ হেলাল
অবশ্যই আপনার জন্য দোয়া, পরীক্ষিত আপনজন আপনি আমাদের।
শুভেচ্ছা নিরন্তর।