মেঘ-মেদুর

রিতু জাহান ২৬ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১১:২৭:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

এখন রাতের দ্বী-প্রহর।
আজ শিশিরের টুপটাপ শব্দ নেই
দূরে কাছে শিশুর কান্না নেই
কুকুরের অকারণ চিৎকার নেই
অ্যাকুরিয়ামের মাছগুলোও স্থির।
শুধু
প্রচন্ড মায়া নিয়ে তাকিয়ে আছে মস্ত বড় চাঁদ
হঠাৎ হঠাৎ আহ্বানে সাড়া দিচ্ছে কাছে দূরের কোনো কোকিল জোড়া
জানান দিচ্ছে, এটা ভরা বসন্ত
পাখায় পাখায় প্রেম
এ তাদের প্রজনন মৌসুম।
প্রচন্ড আবেগে, প্রচন্ড প্রেমাবেগে
বাসন্তী উঠনে বসন্ত আসার ঠিক আগেই নীলের সমস্ত অস্তিত্বজুড়ে ঝরে গেলো কিছু বাসন্তী বৃষ্টিধারা।
টিপটিপ বরষায় মৃদু পায়ে হেঁটে যাওয়া, অপলোক দৃষ্টি, পূর্ণাঙ্গ অধিকার
পুরো এক জীবনের বসন্তের আগমন
ভালবাসার সকল উদাত্ত আহ্বান
সন্ধ্যার সে বাসর ঐ মেঘ-মেদুর সজলমেঘের শ্যামছায়ার স্নিগ্ধ গোধূলি।

৮৬৭জন ৮৩৬জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ