
মেঘ বালিকা, আজ তোমার মন খারাপ?
তাইতো বুঝি গোমড়া মুখে করছো পায়চারী!
একটু ঠোকর পেলেই কাঁদবে ভীষণ ভারী।
তুমি কাঁদো যদি, বৃষ্টি হয়ে ঝরবে –
আমি তখন হাত বাড়িয়ে পরশ নেব তোমার,
টুপ করে অধর ছুঁয়ে মুখে নেব পুরে।
তোমার কান্না হবে নদী;
উর্মিমালা আছড়ে পড়বে তটে;
আলতা রাঙা উদম পা দু’খানি,
নূপুরের ঝংকার তুলে সিক্ত হবে তোমার ছোঁয়াতে।
মেঘ বালিকা, তুমি হাসলে খিলখিলিয়ে;
আদিত্যের আলোকধারা ঝরবে, বসুধা হাসবে ঝলমলিয়ে।
পাখির কিচিরমিচির ডাকে ঘুমন্ত প্রাণীকুল জেগে উঠবে।
সোনালী ফসলে ভরে উঠবে মাঠ, ধূ ধূ প্রান্তর;
হরিৎ বনানী সাজবে বর্ণালী আখরে,
কর্মচাঞ্চল্যে ভরে উঠবে মানব-সভ্যতা।
২৬টি মন্তব্য
শামীম চৌধুরী
মেঘ বালিকাদের মন খারাপই থাকে। তবে দিদিভাইয়ের কলমের ছোঁয়ায় ওদের মন যেমন ভাল হয়ে উঠে ঠিক তেমনই পাঠকদের। দারুন কবিতা দিদিভািই।
ইদ মুবারক।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। মন্তব্যে মনটা খুশিতে টগবগ করছে। 🙂🙂 । আপনাদের ভালোবাসা, ভালোলাগা আমাকে লিখতে অনুপ্রেরণা দেয়। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। ঈদের শুভেচ্ছা
জিসান শা ইকরাম
মেঘ বালিকার মন খারাপ ভালো হয়ে যায় প্রিয়জনের স্পর্ষে।
বৃস্টি হয়ে ঝরে তখন প্রতিদান দেয়।
প্রান উজার করে সব কিছুই বিলিয়ে দেয়।
কবিতা ভালো লেগেছে ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ওমা দাদা ভাই দেখি ছোড একখান কবিতা উপহার দিলেন। অসাধারণ লেগেছে। দাদা ভাই আপনিও লিখুন। মন্তব্যের জন্য অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। ঈদ মোবারক
কামরুল ইসলাম
সুন্দর লিখেছেন,
মেঘ বালিকা কাব্য
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আন্তরিক শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন সাবধানে থাকবেন। ঈদের শুভেচ্ছা রইলো
ছাইরাছ হেলাল
বৃষ্টির মধু-স্পর্শে ধরণী আবার হাসবে খলবলিয়ে।
বৃষ্টি বরণ ভাল লাগল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ঈদ মোবারক
কামাল উদ্দিন
সুন্দর লিখেছেন আপু, ইদ মোবারক।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ঈদের শুভেচ্ছা ও শুভকামনা। ঈদ মোবারক।
সুপায়ন বড়ুয়া
মেঘ বালিকা হাসুক তবে আজ।
ফুলে ফলে রাঙিয়ে উঠুক সাজ।
শুভ কামনা দিদি। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। এমন করেই চাওয়া পূরণ হোক। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা
ফয়জুল মহী
দুর্দান্ত প্রকাশ। ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
বন্যা লিপি
ছোটদি, মেঘবালিকা নিয়ে জমা রেখেছি আমিও কিছু। আসবো সেটাও নিয়ে।
আপনার কবিতা দারুন ভালো লাগলো।
নিরন্তর শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপনি যা লিখবেন তা যে অসাধারণ অনবদ্য হবে তা আগেই বলে দিলাম। ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। শুভ সকাল
সুরাইয়া পারভীন
আজ কাল যখন তখন
অভিমান হয় মেঘ বালিকার
কারণে অকারণে ই ঝরাচ্ছে অশ্রু
কখনো তো আবার উচ্চ শব্দে কেঁদে উঠছে
যা অনেকটাই ধরিত্রীর জন্য হুমকি স্বরূপ
ভালো থাকুন সুস্থ থাকুন দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো। শুভ সকাল
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য কাব্যকথন দিদি।
ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো
তৌহিদ
প্রিয়জনের মন খারাপে মেঘবালিকার মন খারাপ। মেঘবালিকা হেসে উঠুক এটাই চাই।
ভালো থাকুন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। 🙂🙂
হালিম নজরুল
সাবাস
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ সকাল
দালান জাহান
দারুণ লেগেছে মেঘ বালিকা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন , সুস্থ থাকুন।নিরন্তর শুভ কামনা