
রক্তচোষা জোঁকেরা কামড়ে ধরেছে বিবেকের ঠোঁট;
কালকেউটের দংশন নিঃশেষ করে ফেলছে সভ্যতার আভিজাত্য।
জমিনের উপরে সজীবতায় বেড়ে ওঠা চারাগাছটি-
ঘুণ ধরেছে সেখানেও।
অনাগত ভবিষ্যৎ এর সবুজ অরণ্য
অঙ্কুরিত হবার আগেই পদদলিত।
মস্তিষ্কহীন দেহ ঠাঁয় দাঁড়িয়ে আছে,মাস্তুলহীন জাহাজ।
নিরেট পাথরের ন্যায় পরে আছে আঁস্তাকুড়ে কালের সভ্যতা।
দহনে দহনে ক্ষতবিক্ষত বস্তাবন্দি পান্ডুলিপি।
পঁচা শামুকভাঙ্গা পড়ে থাকে শহরের অলিগলিতে।
কালকেউটে হঠাৎ ফনা তোলে জনতার ভিড়ে।
নিঃশ্বাসে নিঃশ্বাসে বিষাক্ত কালো ধোঁয়ায় পুড়ে যায় সবুজে ঘেরা অরণ্যের পাঁজর।
বেহুঁশ হয়ে পড়ে থাকে ভাবনার জানালা
সেখানেও আলো আসেনা।
মানবাতায় গ্রহণ লেগেছে,
ডুবে যায় পূর্নিমার চাঁদ
পোড়া মাটির দেয়াল খসে পড়তেই প্রলেপের বাহার নব্য ভবন দাঁড়িয়ে আছে যেন।
সাদাকালোর ভেদাভেদ ভেঙে যায়, রঙিন গ্লাসের পানি হয় বিবর্ণ।
তবুও স্বপ্ন সারথি হাল ছাড়েনা,
জল পড়ে – পাতা নড়ে
রঙধনুর খোঁজ- মেঘেরছটায়।
নোঙর ভিড়াও নাবিক- বেলা বয়ে যায়।
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আপনার লেখার শিরনাম পড়ে ভাব্লাম প্রেমের বা ভালবাসার কাব্য কিন্তু না সমাজের জঘন্যতম পোকা গুলি নিয় লেকা। খুব কস্ট আপু। আমি আর পেপার পড়িনা। খবর দেখিনা এই আওব দেখতে আর শুনতে হবে বিলে। আপনার সাথে সহমিত দেশের কোমলমতি মেয়েগুলি নিরজাতিতি হচ্ছে। কিন্তু দেশের আইন, বিচার সবে ঝং ধরেছে। 😉😉😉
শিরিন হক
ধন্যবাদ ভাই।মন্তব্যের ছোঁয়া পেয়ে আপ্লুত হই, হই অনুপ্রাণিত। কবিতার ভাষায় মনের কষ্ট প্রকাশের বিন্দু প্রয়াস যদি নাবিক আসে
মোঃ মজিবর রহমান
হ্যা যারা শব্দ ব্যাবহারে দক্ষ শব্দের বুনন তারা ভাব প্রকাশে স্বারথক। আর লেখা চাই
প্রদীপ চক্রবর্তী
মানবাতায় গ্রহণ ও জং দুইই ধরেছে!
তবুও স্বপ্ন সারথি হাল ছাড়েনা,
জল পড়ে – পাতা নড়ে
রঙধনুর খোঁজ- মেঘেরছটায়।
নোঙর ভিড়াও নাবিক- বেলা বয়ে যায়।
সময়ের কাজ সময়ে করতে হয়,
বেলা অবসান হলে আর কি কখনো হয়?
.
যথার্থ কাব্যকথন দিদি।
শিরিন হক
আন্তরিক শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
ভালো লাগলো অর্থবহ কবিতাটি।
নাবিক সময়মত ঘাটে নোঙর ভেরাক। এটাই কামনা করি।
শুভ কামনা 🌹🌹
শিরিন হক
শুভ কামনা সবসময়।
বন্যা লিপি
অনেকদিন পরে এলে লেখা নিয়ে। তোমার লেখা সবসময়েই অনুধাবন মূলক। এটাও ব্যাতিক্রম নয়।
ভালোবাসা তোমার জন্য💕💕
শিরিন হক
ভালোবাসা অবিরাম
আরজু মুক্তা
ভালো লাগলো ভাবার্থক কবিতাটি।
শুভকামনা।
শিরিন হক
ধন্যবাদ আপু
চাটিগাঁ থেকে বাহার
অন্ধকারে হারিয়ে যাওয়া পথিককের সামনে সমস্যার মোড়ক উন্মোচন না করে আলোর ঠিকানা জানাতে হবে।
ঘুমন্ত তরুণদের জাগাতে হবে। গাইতে হবে জাগরণের গান।
আপনার লেখাটি ভালো লেগেছে। অসাধারণ গাঁথুনি!
শিরিন হক
ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
মনির হোসেন মমি
অনাগত ভবিষ্যৎ এর সবুজ অরণ্য
অঙ্কুরিত হবার আগেই পদদলিত।
সত্যিই তাই আপু।জীবনের সর্বক্ষেত্রে এর অনুভব বুঝা যায়।
কবিতা পড়ি তবে এ কবিতা যেন অন্য রকম ভাল লাগল।বিশেষ করে হতাশা দিয়ে শুরু শেষ সমাপ্তি যার সাহস উর্দ্দীপণা দিয়ে।খুব লাগল।
মনির হোসেন মমি
ছবিটাও শিরোনামের সাথে বেশ মানানসই।
শিরিন হক
অসংক্ষ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য।