
আজি হতে শতবর্ষ আগে
তুমি এসেছিলে নীরবে নি:শব্দে
টুঙ্গীপাড়ার অজপাড়া গাঁয়ে বাংলামায়ের পর্ণকুটিরে
ফাগুনের আলোক উজ্জল ভোরে
মোয়াজ্জেমের আজানের সুমধুর সুরে
মাতৃজননীর ঘর আলো করে
আজ তোমায় স্মরি বন্ধু শতবর্ষ পরে।
মায়ের কপোট ললাটে বলীরেখা ফেলে
দুরন্তপনা কৈশোর পেরিয়ে যৌবনে রেখেছো পা
অন্যায় অবিচার শোষন বঞ্চনার বিরূদ্ধে
দাঁড়িয়ে তোমার নিয়ত সংগ্রাম
দৃঢ় অবিচল মনোবল
স্হান করে নিয়েছো বাঙালীর মনের মন্দিরে।
যে বয়সে পুরুষ ভালবাসে নারীকে
সে বয়সে তুমি ভালবেসেছিলে মাতৃভূমি বাংলাকে।
যে বয়সে পুরুষ ভালবাসে প্রিয়তমার উষ্ণ আলিঙন
সে বয়সে তুমি জ্বালিয়েছ দ্রোহের অনল।
হাজার বছরের পরাধীন বাঙালীকে জাগাতে
উৎসর্গ করেছ নিজেকে।
যে বয়সে পুরুষ গেয়ে যায় ভালবাসার গান
সে বয়সে তুমি গেয়েছ শিকল ভাঙার গান।
যে বয়সে পুরুষ প্রেয়সীর কোলে মাথা রেখে
গেয়ে যায় যৌবনের জয়গান।
সে বয়সে তুমি পাক যান্তার অন্ধকার পরাকাষ্ঠে
যৌবনের ২২টি বছর গেয়েছ বাংলার মুক্তির জয়গান।
তুমি মুজিব, তুমি বঙ্গবন্ধু
তুমি বাংলা মায়ের আরাধ্য সন্তান
তুমি আজন্ম লালিত বাংলা মায়ের হিরম্ময় হাতিহার
তুমি স্বাধীনতা অমর কাব্যের কবি।
তুমি লাখো শহীদের শ্যামল মৃত্তিকায়
গেয়ে যাও বাংলার জয়গান।
তুমি নেতা, তুমি কবি
তুমি এসেছিলে বাংলা মায়ের পর্ণকুটিরে
উজ্জল আলোক বর্তিকা জ্বেলে।
তুমি এসেছিলে স্বজন হারানো বেদনাসিক্ত
বাংলা মায়ের উষ্ণ আলিঙন ঘিরে।
তোমার আগমনে মুখরিত হলো
বাংলার ফুল ও ফলে
আলোড়িত হলো বাংলার বনাঞ্চল
পাখির কল-কাকলিতে।
উচ্ছষিত হলো বাংলার নদী নালা খাল বিল
পদ্মা মেঘনা গৌরী যমুনা কর্ণফুলী।
তোমাকে বাঙালী বাঁধে আত্মার বাঁধনে
হৃদয়ের উষ্ণ আলিঙনে।
তুমি শেখ মুজিব, বাঙালীর অবিসংবাদিত নেতা
তুমি বঙ্গবন্ধু , স্বাধীনতা অমর কাব্যের কবি
তুমি বিশ্ববন্ধু, বাঙালী জাতির পিতা।
তোমার স্বাধীন বাংলার সুবর্ণ জয়ন্তীতে হবে
তোমার জন্ম শত বর্ষপুর্তি।
বাঙালী সাজিয়েছে তার বরণ ঢালা
মানবতার কন্যার হাত ধরে আসবে অর্থনৈতিক মুক্তি।
পিতা তুমি হও চীরন্জীব
তোমার শতবর্ষ পুর্তির।
পিতা তুমি হও অবিনশ্বর
বাঙালীর শাশ্বত মুক্তির।
ঢাকা ( ১০.১.২০)
২৯টি মন্তব্য
সুরাইয়া পারভীন
যদি আবার ফিরে পাওয়া যেতো বাংলার বীর বাহাদুর মহান নেতা।
দারুণ লিখেছেন 👏👏
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য
শুভ কামনা।
রাফি আরাফাত
পিতা তুমি হও চীরন্জীব
তোমার শতবর্ষ পুর্তির।
পিতা তুমি হও অবিনশ্বর
বাঙালীর শাশ্বত মুক্তির।
যদি বাংলা ফিরে পেতো আবার তার সেই বীরকে। ভালো লাগলো। ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
রাত পোহালে যদি শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই!
শুভ কামনা। ভাল থাকবেন।
মনির হোসেন মমি
তোমার স্বাধীন বাংলার সুবর্ণ জয়ন্তীতে হবে
তোমার জন্ম শত বর্ষপুর্তি।
বাঙালী সাজিয়েছে তার বরণ ঢালা
মানবতার কন্যার হাত ধরে আসবে অর্থনৈতিক মুক্তি।
অর্থনৈতিক সাফল্য বয়ে আসুক।যুগ যুগান্তর মুজিব বেচে থাকুক জনতার মাঝে।জয় বাংলা।
সুপায়ন বড়ুয়া
মুজিব মানে স্বাধীনতা
মুজিব মানে মুক্তি
মুজিব মানে আর কিছুনা
জাতির পিতা ভক্তি।
শুভ কামনা। ভাল থাকবেন।
তৌহিদ
এমন নেতা আমাদের গর্ব, তিনি বেঁচে থাকবেন আমাদের অনুভবে, অনুপ্রেরণায়।
কবিতা ভালো লেগেছে দাদা।
সুপায়ন বড়ুয়া
মুজিব মানে চেতনায় অবিনশ্বর
জাতির পিতা চীর ভাস্বর।
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা। ভাল থাকবেন।
দেবজ্যোতি কাজল
মজিবর কে মেবে বাংলাদেশ কে আবার পরাধীন করেছে
সুপায়ন বড়ুয়া
খুনীরা আজ আস্তাকুড়ে
পরাধীনতার শিকল ভেঙে
বিজয়ের নিশান উড়বে।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
যে বয়সে পুরুষ ভালবাসে নারীকে
সে বয়সে তুমি ভালবেসেছিলে মাতৃভূমি বাংলাকে।
যে বয়সে পুরুষ ভালবাসে প্রিয়তমার উষ্ণ আলিঙন
সে বয়সে তুমি জ্বালিয়েছ দ্রোহের অনল।…..
এ কারনেই তিনি বঙ্গবন্ধু হয়েছেন। সবাই কি এমন পারেন?
প্রিয় নেতার জন্মদিনে তাকে জানাই হাজারো সালাম। তিনি অমর থাকুন স্বাধীন বাংলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বীরের মর্যাদায়।
শুভ কামনা আপনাকেও 🌹🌹
সুপায়ন বড়ুয়া
যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবর রহমান।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকুন সবসময়।
সঞ্জয় মালাকার
প্রিয় নেতার জন্মদিনে তাকে জানাই হাজারো সালাম। তিনি অমর থাকুন স্বাধীন বাংলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বীরের মর্যাদায়।
পিতা তুমি হও চীরন্জীব
তোমার শতবর্ষ পুর্তির।
পিতা তুমি হও অবিনশ্বর
বাঙালীর শাশ্বত মুক্তির।
শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্য আমি ধন্য
জন্ম আমার এদেশেতে
শেখ মুজিবের জন্য।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকুন সবসময়।
নিতাই বাবু
মুজিব তুমি আমার সোনার বাংলা,
মুজিব তুমি মনের স্বাদে স্বাধীন বাংলা।
মুজিব তুমি শুনিয়েছিলে মুক্তির বানী,
মুজিব তোমার কাছে আমরা চিরঋণী।
জাতির পিতা তুমি চির স্মরণীয় হয়ে থাকবে।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা আপনার হৃদয়
উৎসরিত কাব্যিক মন্তব্যের জন্য।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
বঙ্গবন্ধুকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন কবিতায়।
ধন্যবাদ দাদা,
জাতির পিতা বেঁচে আছেন আমাদের অন্তরে।
সুপায়ন বড়ুয়া
ধন্য আমি ধন্য
জন্ম আমার এদেশেতে
শেখ মুজিবের জন্য।
এক মুজিব লোকান্তরে
লক্ষ মুজিব ঘরে ঘরে।
ধন্যবাদ সাথে থাকার জন্য ও প্রেরনা দেয়ার জন্য
শুভ কামনা। ভাল থাকুন সবসময়।
মোঃ মজিবর রহমান
আল্লাহর অসীম কুদরতে তার জন্ম আর কেউ আসবেনা। কেউ জাগাতেও পারবেনা।
সুপায়ন বড়ুয়া
বড়ই দুর্ভাগা স্বদেশ মাতৃভূমি,
কিছু কুলাঙ্গার জনককেই হত্যা করে
স্বাধীনতার ৩ টি বছর পরে।
শুভ কামনা। ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
হ্যা বিশ্বের এক শক্তিশালী দেশ তাঁকে খুন করার সাহস করতে পারেনি অথচ আমাদের দেশের অকৃতজ্ঞ কুলাঙ্গার অবৈধ্য ছেলেরা তাঁকে হত্যা করেছে।
সুপায়ন বড়ুয়া
তার প্রতিদান পায় আজ
ওরা প্রতি পদে পদে।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
অনন্য অর্ণব
শেখ মুজিবুর রহমানের মতো নেতা ঘরে ঘরে বছর বছর জন্মায় না, এরা শতবর্ষ সহস্র বর্ষ পরে ধূমকেতুর মতো আবির্ভাব হয়। অথচ কত দুর্ভাগা জাতি আমরা, আমরা আলো নিভিয়ে এখনো অন্ধকারে পথ হাতড়াই।
সুপায়ন বড়ুয়া
সহমত সুপ্রিয়,
বড়ই দুর্ভাগা স্বদেশ মাতৃভূমি,
কিছু কুলাঙ্গার জনককেই হত্যা করে
স্বাধীনতার ৩ টি বছর পরে।
কেক কেটে উৎসব করে বছর বছর ধরে।
শুভ কামনা। ভাল থাকবেন।
নিরব সাগর
মুগ্ধ আপনার লেখাতে
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ