মুখোমুখি

প্রলয় সাহা ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ১২:২৮:২২অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

love-couple-abstract-people-black-white-2forever-together2_Fotor

: মায়া
– বলো প্রদীপ।
: ভালোবাসার রং কি?
– ভালোবাসার রং? নীল।
: নীল কেন? দুঃখ দিই বলে?
– মোটেই না ।নীল আকাশে চিঠি দাও বলে।
: কিন্তু, চিঠির লেখা গুলোতো কালো?
– তাতে কি? চিঠি তো আর অঞ্জন না?
: তুমি কি অঞ্জন দিতে ভালোবাসো না?
– বাসি তো। তাইতো অঞ্জন লাগিয়ে তোমায় দেখি।
: কেন? গগলস্ লাগিয়ে তো দেখতে পারো।
– উহু,একদম না। তুমি যে আমার চোখের কালো ছাই।
: তাই বুঝি?
– হ্যাঁ তাই।
: মায়া
– বলো প্রদীপ,
: তুমি কি আমায় নিয়ে স্বপ্ন দেখো?
– হ্যাঁ দেখি।
: কি স্বপ্ন দেখো আমায় নিয়ে?
– ঐ পর্বতের সানুতে বাসা বাঁধবো দু’জনে।
: কি যে বলো? তা কি হয়!
– হবে না কেনো, যেমনটি মেঘ বাসা বাঁধে।
: মেঘ? মেঘতো বৃষ্টি হযে ঝরে পড়ে।
– হ্যাঁ পড়ে,আমরাও ঝরবো শত প্রেমিক-প্রেমিকার বুক ছুঁবো।
: বুক কোনো? চোখও তো ছুঁতে পারো?
– না, তা কেনো? আমরা কি বেদনার জল নাকি?
: মায়া, তুমি লাল টিপ কেন পরো ?
– তুমি আমার সূর্য বলে।
: আমি সূর্য কেনো?
– আমাকে আলো দাও বলে।
: মায়া , তুমি পাখি ভালোবাসো?
– হ্যাঁ বাসি। কেনো বলোতো?
: তুমি আমার পাখি বলে।
– তাই বুঝি?
: হ্যাঁ তাই। উড়ে উড়ে কথা বলো বলে,
– কি বলি!
: ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।।

উত্‍সর্গ: পূর্ণেন্দু পত্রী।

৪৯৯জন ৪৯৯জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ