: মায়া
– বলো প্রদীপ।
: ভালোবাসার রং কি?
– ভালোবাসার রং? নীল।
: নীল কেন? দুঃখ দিই বলে?
– মোটেই না ।নীল আকাশে চিঠি দাও বলে।
: কিন্তু, চিঠির লেখা গুলোতো কালো?
– তাতে কি? চিঠি তো আর অঞ্জন না?
: তুমি কি অঞ্জন দিতে ভালোবাসো না?
– বাসি তো। তাইতো অঞ্জন লাগিয়ে তোমায় দেখি।
: কেন? গগলস্ লাগিয়ে তো দেখতে পারো।
– উহু,একদম না। তুমি যে আমার চোখের কালো ছাই।
: তাই বুঝি?
– হ্যাঁ তাই।
: মায়া
– বলো প্রদীপ,
: তুমি কি আমায় নিয়ে স্বপ্ন দেখো?
– হ্যাঁ দেখি।
: কি স্বপ্ন দেখো আমায় নিয়ে?
– ঐ পর্বতের সানুতে বাসা বাঁধবো দু’জনে।
: কি যে বলো? তা কি হয়!
– হবে না কেনো, যেমনটি মেঘ বাসা বাঁধে।
: মেঘ? মেঘতো বৃষ্টি হযে ঝরে পড়ে।
– হ্যাঁ পড়ে,আমরাও ঝরবো শত প্রেমিক-প্রেমিকার বুক ছুঁবো।
: বুক কোনো? চোখও তো ছুঁতে পারো?
– না, তা কেনো? আমরা কি বেদনার জল নাকি?
: মায়া, তুমি লাল টিপ কেন পরো ?
– তুমি আমার সূর্য বলে।
: আমি সূর্য কেনো?
– আমাকে আলো দাও বলে।
: মায়া , তুমি পাখি ভালোবাসো?
– হ্যাঁ বাসি। কেনো বলোতো?
: তুমি আমার পাখি বলে।
– তাই বুঝি?
: হ্যাঁ তাই। উড়ে উড়ে কথা বলো বলে,
– কি বলি!
: ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।।
উত্সর্গ: পূর্ণেন্দু পত্রী।
২২টি মন্তব্য
তানজির খান
আহারে প্রেম, আহারে ভালবাসা!!!
প্রলয় সাহা
😀 (3 -{@
তানজির খান
😀 -{@ -{@
প্রলয় সাহা
(3
অরুনি মায়া
ভালবাসার চমৎকার বহি:প্রকাশ
প্রলয় সাহা
🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কবিতা কথন
চমৎকার -{@
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
এমন সিম্পল করে ভালোবাসার কথা বলা ভুলে গেছে সবাই। উৎসর্গটটা যথার্থ হয়েছে, পত্রী ভূত ছিল বহুদিন। মনে করিয়ে দিলেন। ভালো লেগেছে ভাইয়া।
প্রলয় সাহা
ধন্যবাদ। ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
মনে গেঁথে রাখলাম
-{@
প্রলয় সাহা
জেনে ভালো লাগলো।
মোঃ মজিবর রহমান
-{@ -{@
প্রলয় সাহা
-{@ -{@ -{@
মরুভূমির জলদস্যু
এতো সহজ করে বলতে পারাটা খুব কঠিন। -{@
প্রলয় সাহা
তাই? তবে লেখাটা অনেক কঠিন মনে হয়েছে আমার কাছে। দুজনকে একসাথে ভাবাটা মুশকিল
নীলাঞ্জনা নীলা
নীল ভালোবাসার রঙ, আবার দুঃখেরও। ভালোবাসা মানেই তো দুঃখ পোষা।
কিন্তু নীল আমার প্রিয় নাম, প্রিয় রঙ এবং প্রিয়তর প্রেম।
প্রেমের কবিতায় আমি খুব সাচ্ছন্দ্য বোধ করি। পৃথিবীতে ভালোবাসা না থাকলে বিপ্লব কিংবা বিদ্রোহ কোনোটাই হতোনা। আমাদের দেশ পরাধীনই থেকে যেতো।
আপনার লেখায় এই প্রেম আজীবন থাকুক। -{@
প্রলয় সাহা
থাকবে দিভাই। 🙂
নীলাঞ্জনা নীলা
🙂
প্রলয় সাহা
😀
শুভ্র রফিক
চমৎকার একটা লেখা পড়ে মন ভালো হয়ে গেল
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ দাদা।