
তোমরা কারা? কতক্ষণ হলো এলে?
কত দূর থেকে এলে? এত এত দেরি কেন হলো?
ও ও এলে-না কেন?
এমন ক্লিসে/আজগুবি প্রশ্ন হা হা হা হা ধ্বনির ফুঁৎকারে
হারিয়েছে প্রাণ-উল্লাস-নৈবদ্যের অন্তহীন পরমায়ুতে
সেই কখন, কেউ টের পায়নি;
আনন্দায়িত রূপ থেকে রূপান্তরের অনন্ত ছফরে
আজই প্রথম এলে যারা, তাঁরা ভাবেন/ভাবে
‘প্রীতি পেলে থেকে যাব, না পেলে না’ এমনটি আর না;
প্রীতি পেয়েছি, অতএব থাকছি, থাকব, নিজের বাড়িতে।
এ কোন এ্যাবসার্ড নাটকের, ড্রেস রিহার্সাল নয়,
নয় হঠাৎ হুট করে উজিয়ে ওঠা মিশ্র খাম্বাজ রাগ!
নয় আবগারি উন্মাদনা!
নয় পড়ি মরি করে ত্রস্ত পায়ে ঝুম ঝুমিয়ে পালিয়ে যাওয়া
রাগ-রক্তিম ব্যঞ্জনা;
প্রসন্ন/প্রশান্ত স্নিগ্ধ সুগন্ধ-দ্বীপ ভালোবাসার হৃদয় অলিন্দে
এক সুখ কাজ করে তার নাম ভালোবাসা।
বছরান্তে দ্যাখা অতি প্রিয় চির-চেনা মুখদের দেখে
হৃদয় ব্যাকুল প্রিয় স্মৃতিদের ঘিরে, এ যেন ছিঁড়ে ফুঁড়ে
হঠাৎ বেরিয়ে আশা বিশ্বস্ত মায়া-বন্ধন, কত কাল আছি
একসাথে একবুকে, থাকবো ও অবিরাম।
এবারে এইবারেই প্রথম-দেখাদের সাথে দেখাদেখি
হাসাহাসি করে সবাই ভাবি, এত এত দেরি কেন হলো
এতো জন্ম জন্মান্তরের চেনা।
এমন-ই হয়, এমন-ই হওয়ার কথা, মৃদু মসৃণ
সুস্থির মিলন মেলার সুহৃদ্ পরমদের সারাদিন সারাক্ষণের
ভালোবাসার ঝিলিক, স্বপ্ন-ধ্যান-জাগরণে।
৪২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মন্তব্যের উত্তর দিতে ও মন্তব্য করতে দেরি হচ্ছে/হবে।
প্রীতিতে রাখুন, উত্তর অবশ্যই দেব।
ইঞ্জা
ভাইজান চমৎকার শব্দশৈলীতে আমাদের গতকালকের উন্মাদনা, উদ্দীপনা, উৎসাহ তুলে ধরলেন যা শুধু সোনেলার কবিরাজেরই সম্ভব, ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য।
ছাইরাছ হেলাল
আপনাকে পেয়ে অনুপ্রাণিত হই সব সময়।
অনেক অনেক ভাল থাকা আপনার জন্য অপেক্ষা করছে।
ইঞ্জা
দোয়া রাখবেন ভাইজান।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সহায় হবেন, ভাই।
ফয়জুল মহী
সুচিন্তিতভাবে শিল্পসম্মত মনোভাব প্রকাশ । ♥♥
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিচ্ছি পড়ার জন্য।
নিতাই বাবু
সবার সাথে যতক্ষণই ছিলাম, মনে হয়েছিলো আমি আমার আপন ভাই-বোনদের সাথেই সময় কাটাচ্ছিলাম! অনুষ্ঠানস্থল ত্যাগ কররার পর আর ভালো লাগছিল না। বাসে বসে আবার আগামীর কথা ভাবতে ছিলাম। আবার দেখা হবে, কথা হবে। সেই আশাই রইলাম, শ্রদ্ধেয় দাদা।
ছাইরাছ হেলাল
আপনজন-ই আপনজন, তাদের বিরহে বিরহী হই আমরা।
অবশ্যই আবার দেখা হবে এমন আনন্দঘন মুহূর্তে।
ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
সুন্দর এ পরিপাটি সাজানো গোছানো
আনন্দ উন্মাদনার মিলন মেলায়
মেতেছিল যারা
সবাইকে সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি সহ সবার আন্তরিকতাই আমাদের পাথেয়।
ভাল থাকবেন আপনি নিরন্তর এ কামনা করি।
সাবিনা ইয়াসমিন
প্রিয়, কাঙ্ক্ষিত মানুষদের কাছে পেলে ভালো লাগাটা বেড়ে যায়। সোনেলা পরিবারের প্রায় সবাইকে এক সাথে দেখে ভালো লেগেছে। দূর থেকে দেখেই ভালো লাগলো, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালো থাকুক সোনেলা উঠোনের রত্নসম বাসিন্দারা।
শুভ কামনা 🌹🌹
নাসির সারওয়ার
আপনাকে সবাই মিস করেছে।
ছাইরাছ হেলাল
খুব-ই আমরা আমরা মনে হচ্ছে!
ছাইরাছ হেলাল
আপনার এমন দূর শুভেচ্ছার কারণেই আনন্দের মাঝে হু হু ভাব রয়েই গেছে।
আহা! না এসেও এমন জুড়ে থাকা সহজ নয় মোটেই।
ভাল থাকুন নিয়ত।
নাসির সারওয়ার
জী, আমরা আমরাই। না দেখা দেখির মাঝে আমরাই ছিলাম দেখা দেখির মঞ্চে। ভালো লাগার তৃপ্ত স্বাদ, সেতো মধুমাখা মাখি।
সোনেলা পরিবার হাটুক সবাইকে সঙ্গী করে। শুভ থাকুক সেই পথ চলা।
বিশেষ দ্রষ্টব্যঃ নামের নতুন পদবি – এতোদিন কবি ছিলাম, এখন থেকে ব্লগার হলাম। সুখের যেন অসুখ না হয়।
সাবিনা ইয়াসমিন
কবি ভাই, আপনি নতুন পদবী পেলেন আর এখন পার্টি না দিয়ে এখানে ছোট্ট নোটিশ বোর্ড টাঙালেন!! উহু, মানি না, মানবো না।
নতুন পদবী, স্বারক লিপিতে নিজেকে দেখে কেমন লাগছে, অনুভূতিটা দেখতে চাই আপনার ব্লগে। সোনেলায় আসা অব্দি আপনার একটা নতুন লেখাও পাইনি। ব্লগটা ঝাড়পোঁছ করে লেখা দিয়ে সাজান, আমরা আপনার ব্লগ বাড়িতে যাওয়ার জন্য অধির অপেক্ষায় আছি। লিখুন প্লিজ 🙂
নাসির সারওয়ার
সব্বোনাশ, সব্বোনাশ!! এখনতো জানতে হবে ব্লগার কি, কি করেন তাহারা !
তবে, ব্লগার যখন হয়েই গেছি, তখন আর কোন চিন্তা নাই। শিখে নেবো, শিখিয়ে দেবেন এইসব আরকি।
হবে হবে, আমাকে দিয়েই হবে। (কিছুই হবেনা যা শুধু আপনাকে বললাম।)
ছাইরাছ হেলাল
জ্বী! আপনি যখন হুকুম করেছেন
পাব/পাচ্ছি অনেক কিছুই গদ্য-পদ্যের তালে তালে।
ছাইরাছ হেলাল
নিজেই নিজের নাম ধারণের প্রভূত কারণ বর্ণনা পূর্বক এক খানা
খত লিখে ফেলুন, মুখে মুখে বললে তো হবিনি।
সবার আনন্দ মুখরতায় সোনেলা এগিয়ে যাবে দূর থেকে বহু দূর,
এ কামনা করি-ই।
দ্রুত ব্যবস্থা নিন।
সুরাইয়া পারভীন
প্রত্যাশার চেয়ে প্রাপ্তি যখন বেশি হয় তখন তা প্রকাশের যথাযথ শব্দ খুঁজে পাওয়া যায় না। আমি দারুণ খুশি আপনাদের সান্নিধ্য পেয়ে ভাইয়া। আপনাদের সাথে সুন্দর সময় কাটাতে পেরে ধন্য
আমি। মৃত্যুর পরও আমি থেকে যেতে চাই আপনাদের ভালোবাসায়, স্নেহে ও দোয়ায়।
ছাইরাছ হেলাল
আমরা সবাইকে সোনেলা-পরিবার ভাবি, তাই আন্তরিকতার ঘাটতি থাকে না,
তাই আনন্দ পরিবেশ আমাদের সবার, সবার।
ভাল থাকুন, লিখুন নিয়মিত আমাদের জন্য।
প্রদীপ চক্রবর্তী
কপাল খারাপ।
সবাইকে অনেক অনেক মিস করলাম।
.
একসাথে সবাইকে দেখে খুবি ভালো লাগছে।
শতশত শুভকামনা সোনেলা।
ছাইরাছ হেলাল
আবার দেখা হবে এমন কোন দিনে,
এমন কোন উৎসবে।
সুপর্ণা ফাল্গুনী
কবিতার ভাষায় মিলনমেলা মন্দ নয় মন্দ নয়। ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
আপনাদের সবার জন্য-ই এমন মেলা, এমন সুন্দর মেলা।
আপনাকেও ধন্যবাদ।
জিসান শা ইকরাম
নতুনদের কলকাকলিতে মুখরিত ছিল সোনেলা মিলনমেলা
যেন পরমাত্মীয়রা মিলিত হয়েছে অনেক যুগ পরে,
অধিকাংশ নতুনদের সাথে তালমিলিয়ে চলেছি আমরা পুরানোরা
সোনেলার উঠোন এমন মুখরিত থাকুক হাসি আনন্দে সারাবেলা।
ছাইরাছ হেলাল
এক ঝাঁক নূতনদের পেয়ে পুরনোরা আবার নূতন হয়ে উঠেছি,
এ-ও অনেক অনেক পাওয়া।
সবাই থাকুক আনন্দ উজ্জ্বলতায় উচ্ছল এ কামনা সারাক্ষণের।
ইসিয়াক
একসাথে সবাইকে দেখে ও লেখাটি পড়ে খুব ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে,
দেখা হবে আপনার সাথেও কোন এক দিন।
হালিম নজরুল
চমৎকার লিখেছেন ভাই। মুগ্ধ হলাম।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
এস.জেড বাবু
বছরান্তে দ্যাখা অতি প্রিয় চির-চেনা মুখদের দেখে
হৃদয় ব্যাকুল প্রিয় স্মৃতিদের ঘিরে, এ যেন ছিঁড়ে ফুঁড়ে
হঠাৎ বেরিয়ে আশা বিশ্বস্ত মায়া-বন্ধন, কত কাল আছি
একসাথে একবুকে, থাকবো ও অবিরাম।
আল্লাহ কবুল করুন
আমিন
ছাইরাছ হেলাল
আপনি দেখছি কপি পেস্টে মনোযোগ দিচ্ছেন!
নিয়মিত দুয়া চালু রাখবেন।
ধন্যবাদ।
মনির হোসেন মমি
অসাধারণ জাষ্ট জাষ্ট
আনন্দায়িত রূপ থেকে রূপান্তরের অনন্ত ছফরে
আজই প্রথম এলে যারা, তাঁরা ভাবেন/ভাবে
‘প্রীতি পেলে থেকে যাব, না পেলে না’ এমনটি আর না;
প্রীতি পেয়েছি, অতএব থাকছি, থাকব, নিজের বাড়িতে।
ছাইরাছ হেলাল
সবাইকে কাছে পেয়ে একটু আনন্দ প্রকাশের চেষ্টা করেছি মাত্র।
আপনার লেখার অপেক্ষায় আছি।
কামাল উদ্দিন
বছরান্তে দ্যাখা অতি প্রিয় চির-চেনা মুখদের দেখে
হৃদয় ব্যাকুল প্রিয় স্মৃতিদের ঘিরে, এ যেন ছিঁড়ে ফুঁড়ে
হঠাৎ বেরিয়ে আশা বিশ্বস্ত মায়া-বন্ধন, কত কাল আছি
একসাথে একবুকে, থাকবো ও অবিরাম।
………..আমরাও এর সাথে সম্প্রিক্ত থাকতে সব সময়।
ছাইরাছ হেলাল
অবশ্য-ই আপনি ও আমাদের ই একজন,
সব সময়-ই, ধন্যবাদ।
কামাল উদ্দিন
জেনে ভালো লাগছে বড় ভাই
ছাইরাছ হেলাল
শুভ কামনা আপনার জন্য।
তৌহিদ
সুন্দর করে মিলন মেলার বর্ণনা দিলেন সত্যিই অভিভূত। নিজে উপস্থিত না থাকতে পেরে খুব খারাপ লেগেছে। সবাইকে মিস করেছি।
ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন সফল ভাবে সম্পন্ন করার জন্য। ভালো থাকবেন।
তবে যার আইডিয়ায় হেমন্ত বন্দনা এবং পৌষ সংক্রান্তি উৎসব আয়োজন করা হলো তাকে কেউ স্মরণ করলো না! থাক তাকে ধন্যবাদ আমিই দিয়ে দেবো।
ছাইরাছ হেলাল
সবার আন্তরিকতার জন্যই এমন সুন্দর মেলা করা সম্ভব হয়েছে।
দেখুন, বুঝতে পারছি আসতে পারেন নি বলে মন খারাপ হয়েছে, খুব-ই স্বাভাবিক।
আবার লক্ষ্য করুন এখানে কোন আলাপ আলোচনাই হয়নি, শুধু পরিচয় পর্ব ও পুরস্কার বিতরণ।
নাজমুল সাহেব নিজ থেকে খুব জরুরী বিষয় নিয়ে মতামত চেয়েছেন, কেউ কেউ মতামত দিয়েছেন।
বিজ্ঞাপন আমরা নেব কী না, ব্লগের বিপুল ব্যয় কীভাবে ভবিষ্যতে নির্বাহ হবে, যা এখন একান্ত ভাবেই জিসান সাহেব
দিয়ে যাচ্ছেন। সাবিনা জ্বি ও অনুপস্থিত ছিলেন। মডারেটদের মধ্যে। আর সবাই/কেউ কেউ খুব দেরি করেও এসেছে।
আমাদের ইচ্ছে ছিল প্রত্যেকের কথা শুনব আমরা একের পর এক, আর অনুষ্ঠান স্থানের সময় ছিল নির্দিষ্ট, তাই ইচ্ছে থাকা সত্বেও
সময় নেয়া যায় নি বেশি করে। বেঁচে থাকলে আবার দেখা হবে, কথা হবে প্রাণ খুলে।
ব্লগে আপনাকে পাচ্ছি না তো!
ধন্যবাদ আপনাকে।