মিথুনের জন্য

স্বপ্ন ১৪ অক্টোবর ২০১৩, সোমবার, ১০:০৫:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

মিথুন প্রতিটি দিন এখন আমার কাছে স্বপ্নের মত সুন্দর
আমার বাগানে এখন প্রতিদিন ফোটে বেলি , কামিনি , চম্পা
ফুলের সাথে নিত্য বসবাস আমার
সৌরভে বুদ হয়ে থাকি সারাক্ষন
সবই তোমার জন্য মিথুন ।

দিনের ক্লান্তি গ্লানি ভুলে যাই তোমার কথা মনে হলে
স্বপ্ন বাস্তব হয়ে দেখি সারাক্ষন আমারই সাথে ।

পরিচয়ের শুরুটাতো বলে দিয়েছই তুমি। কি করো এখন তুমি ? আমারই মত অনুভব করো আমাকে ?
প্রথম চিঠি আজ তোমাকে লেখা। লিখতে বসে ভেবেছি , কত কিছুই না লিখবো আজ। পারছিনা কেন মিথুন ?

আমাকে বুঝাই আজ একটি গান দিয়ে। তোমাকে তো বলাই হয়নি গান আমার কত প্রিয়।

এমন স্বপ্ন কখনো দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি
এমন স্বপ্ন কখনো দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি ।

অস্ত সূর্য আকাশে একেছে ছবি
কোন প্রেরনায় মন হয়ে গেছে কবি
অস্ত সূর্য আকাশে একেছে ছবি
কোন প্রেরনায় মন হয়ে গেছে কবি
মুগ্ধ দুচোখ স্তব্দ হৃদয় , সময়য়ও তো গেছে থামি
এমন স্বপ্ন কখনো দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি ।

তাজমহলের শুভ্র পাষাণে দুফোটা অশ্রু কার
একটি যেনগো শ্বেত কমল পাপড়ি মিলেছে তার
তাজমহলের শুভ্র পাষাণে দুফোটা অশ্রু কার
একটি যেনগো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার
দুচোখে যে আজ শুধু স্বপ্নের তিষা
চলার এপথে পেয়েছি নতুন দিশা
শান্ত নিমেশে মুক্ত জীবন মুক্তোর চেয়ে দামী
এমন স্বপ্ন কখনো দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি ।

গানের ভিডিও লিংক

৬৩৭জন ৬৩৭জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ