ওখানে, ওই বাড়িটিতে তোর যাপিত জীবন কেমন কাটে
যেখানে একজন রাত নিশীথে থাকতেন নির্ঘুম প্রার্থনারত,
তোর, আমার, আমাদের মঙ্গল কামনায় অবিরত
চাওয়াগুলো পূরণের চেষ্টায় ছিলেন বিরামহীন ব্যকুল,
সব ভালগুলো এনে দিবেন বলে ছুটতেন একুল- ওকূল
ওখানে, যেখানে সবকিছুতেই ছিল আমাদের ভাগাভাগি,
ভর দুপুরে হাতে পাওয়া পত্রিকা নিয়েই কেবল কাড়াকাড়ি
টিফিনের পয়সা বাঁচিয়ে কিছু দিতে পারা ছিল দুর্লভ সুখানুভূতি
ওখানে, ওই বাড়িটিতে তোর সবহারা একাকী জীবন কেমন কাটে
যেখানে একজন থাকতেন প্রতিনিয়ত নির্ঘুম নিঃশব্দ প্রার্থনারত,
তোর, আমার, আমাদের মঙ্গল কামনায় অবিরত____।
(একমাত্র ছোট ভাইটির উদ্দেশ্যে…)
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
মা একটি নিরাপদ জগত
একটি নিরাপদ আশ্রয় ।
মা ব্যতীত ভালো থাকা যায় না , বুকে থাকে শূন্যতা ।
ভাইয়ের প্রতি ভালোবাসা সহ মাকে নিয়ে লেখাটি সুন্দর হয়েছে ।
রিমি রুম্মান
ধন্যবাদ… সুন্দর থাকুন।
প্রজন্ম ৭১
ভাই থেকে মনে হচ্ছে দূরে আছেন আপু । আমার বড় বোনটিও এমন , শুধু জানতে চায় কেমন আছি আমি , নাস্তা করেছি কিনা , গোছল করেছি কিনা । আমি যে বড় হয়েছি , তা সে বুঝতেই চায় না 🙁
শ্নেহ ভালোবাসা ময় লেখা ভালো লেগেছে আপু। -{@ (y)
রিমি রুম্মান
হুম… বাস্তবতার কঠিন কষাঘাতে আমরা আজ হাজার হাজার মাইল দূরে… । ভাল থাকবেন।
বাংলার কথা
আমার চোখের জল চলে আসলো , আমার মায়ের কথাই মনে পড়ে গেল । আমার মাও এমন ইভাবে আমাদের সকলের জন্যই দোয়া করে , পৃথিবীর সকল মা কে আমার সালাম আর হৃদয়ের সবটুকু ভালোবাসা । (3 (3 -{@ -{@
রিমি রুম্মান
আমার দেশের মায়েরা যেন অন্য সকল দেশের মায়েদের চেয়ে আলাদা। বড় বেশী নিঃস্বার্থ…। ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
‘প্রতিনিয়ত নির্ঘুম নিঃশব্দ প্রার্থনারত’ এমন শব্দ শুধু মা এর জন্যই প্রযোজ্য ।
আপনার ছোট ভায়ের ও মঙ্গল কামনা করছি ।
রিমি রুম্মান
ধন্যবাদ… ভাল থাকুন সবসময়।
মিসু
খুব ভালো লেগেছে আপু , এমন আবেগ দিয়ে লেখা । আপনার লেখার মাঝে আপনাকে দেখতে পাচ্ছি।
সোনেলায় এখন কথা ভালো ভালো লেখক এসেছেন !
রিমি রুম্মান
সোনেলায় এসে ভাল লাগছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
আবেগ দিয়ে লেখা একটি কবিতা। মা সত্যিই মহান। এই ধরণীতে মায়ের তুলনা অন্য কিছুতে হয় না।
কবিতায় অসম্ভব ভালো লাগা।
রিমি রুম্মান
ধন্যবাদ… ভাল থাকবেন।
খসড়া
আজ থেকে বহুদিন আগে কোন এক সকাল সূর্যরাগে আমি তখন ছোট্ট শিশুটি ছিলাম।
মা ঘেরা পৃথিবী আমার মাকেই চিনেছিলাম।
রিমি রুম্মান
আমার ভাইটিও বড় বেশি “মা” ঘেঁষা ছিল। হুট করেই তার এখন মা বিহীন পৃথিবী… ভাল থাকুন।
মা মাটি দেশ
মায়ের মত আপন কেহ নাইরে…..ভাল লাগল মা নিয়ে লেখা।
রিমি রুম্মান
সব মায়েদের জন্য ভালবাসা অনিঃশেষ…
শুন্য শুন্যালয়
মা এর সাথে ভাইয়ের ওপর স্নেহময় লেখা, অনেক ভালো লাগলো আপু…
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর