মামুলি হস্তক্ষেপ

ছাইরাছ হেলাল ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৭:৩৫:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

শব্দ, যানজট আর ধুলোর এ শহর, ঢাকা;
আগন্তুক একজন, বেসামাল দিশেহারা,
ক্লান্ত-পরিশ্রান্ত ত্যক্ত-বিরক্ত, শুষে নেয় পরমায়ু;
যন্ত্র দানব মহুর্মুহু ছুড়ে দেয় পোড়া গন্ধময় আগুন-হল্কা;

অতি নিকট দূরত্বে জম্পেশ-জমাট বইমেলা, বইয়ের মেলা,
বেশুমার ভিড়, বস্ত্র বালকদের আর বস্ত্র বালিকাদের,
সবাই এগুচ্ছে জোর কদমে; উন্মাতাল সোহাগ শিহরণে;
রাশভারী আলোকোজ্জ্বল প্যাভিলিয়নের পার্শ্ব-দেশে
কাঁদো কাঁদো চোখমুখে অনুর্বর দোকানি!

ধুলো-টানা ভারি বুকে গুট-গুট খুট-খুট করে
স্টল থেকে স্টলে তাজা বইয়ের গন্ধে প্রাণ-মন
জ্বলে-জেগে ওঠে, কষ্ট-কষ্ট আনন্দদের বিরল সুখে;

অকস্মাৎ প্রিয় লেখকের সাথে প্রথম আলাপচারিতা,
স্মৃতির শিখরে থেকে যাবে বহুদিন, বহু দূর অবধি।

৫৯১জন ৪২৪জন

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ