
বিবেক আর নিষ্ঠুরতা সমন্বয়
করলেই বুঝি মানুষ গুণা যায়!
তা না হলে জ্ঞান শূন্যতার পিচে
অন্য কেউ- উস্কে দেয় মানুষটি-
সেই মানুষ কে কি বলো? ষড়যন্ত্র
নয় বিবেক, নয় নিঠুরবান মানুষ;
সত্যই যদি পরিচয় ঘাটে কর্মের গুণে
তাহলে পৃথিবী আর কত কর্ম ফলে
নিস্ফল হবে মানুষ, বিবেক জানে না-
নীল দেহের পঞ্চঘাত শুধু নিষ্ঠুরতার
ওজন- গুণতে লাগেনা কোন হিসাব যন্ত্র
অথচ মৃত্তিকা জুড়ে সঞ্চারণ হয় মানুষ।
১০ মাঘ ১৪২৬, ২৪ জানুয়ারি ২১
————————————
১৮টি মন্তব্য
আরজু মুক্তা
ভালো লাগলো কবি
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
ফয়জুল মহী
বিবেক আর নিষ্ঠুরতা সমন্বয়
করলেই বুঝি মানুষ গুণা যায়!
তা না হলে জ্ঞান শূন্যতার পিচে
অন্য কেউ- উস্কে দেয় মানুষটি
অসাধারন লেখা অবিভূত হয়েছি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
সুপর্ণা ফাল্গুনী
প্রতিটি কথা হৃদয়ে গেঁথে গেল চমৎকার শব্দের কারুকার্যে । চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে সুনিপুণ লেখনীতে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
জিসান শা ইকরাম
চমৎকার হয়েছে,
চোখে সমস্যা যাচ্ছে বেশ কিছুদিন যাবত,
ইটালিক ফন্টে লেখা পড়তে কস্ট হয়েছে।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি জিসান দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
তৌহিদ
আপোষ করে জীবন চলেনা। সততার পথে বিবেকবানেরাই থাকে।
শুভকামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ ভাবনাময় উপস্থাপন কবি দা।
মুগ্ধতায় শুভেচ্ছা রেখে গেলাম অন্তহীণ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি লিটন দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা॥ শুভ কামনা রইলো।
ভালো থাকবেন ভাইয়া।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হায়রে মানুষ — ওজন- গুণতে লাগেনা কোন হিসাব যন্ত্র
অথচ মৃত্তিকা জুড়ে সঞ্চারণ হয় মানুষ।
— সুন্দর লেখা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি আলম দা বেশ কিছুদিন পর পেলাম ভাল আছেন তো
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
নানান ঝামেলায় এতোদিন অনুপস্থিত ছিলাম। নিয়মিত হওয়ার চেষ্টায় আছি।
ছাইরাছ হেলাল
বিবেক আমার মানুষত্বের মাপকাঠি।