
প্রমথেশ বড়ুয়া যে কত বড় মাপের চলচ্চিত্রকার, অভিনেতা, গায়ক তা আমরা কজনই বা জানি? আমি নিজেই তো জানতাম না যে তিনি ভারতের চলচিত্রে প্রথম কৃত্রিম আলোর ব্যবহার করেছেন ইউরোপে সিনেমা সম্পর্কে শিক্ষা নিয়ে। বাংলা চলচিত্রে তিনি দেবদাস চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ব্যক্তিগত জীবনেও তিনি সত্যিকার দেবদাস হয়ে মৃত্যু বরণ করেন। একটি সময়ে নায়ক উত্তমকুমারের কাছে প্রস্তাব যায় দেবদাস সিনেমায় অভিনয়ের জন্য। উত্তম কুমার সাফ জানিয়ে দিয়েছিলেন যে, প্রমথেশ বড়ুয়াই সত্যিকারের দেবদাস, অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন উত্তমকুমার। পোষ্টের প্রথমে লিংকে ক্লিক করে প্রমথেশ বড়ুয়া সম্পর্কে কিছুটা ধারনা নিতে পারেন।
এত কিছু থাকতে ভারতের সিনেমা আর প্রমথেশ বড়ুয়া কেন? ব্লগার ছাইরাছ হেলাল এবং নাজমুল আহসান এর দুটো মন্তব্য পড়ার পর মাথায় প্রশ্ন আসলো
“বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রির দেশ ভারত, যেখানে প্রতিবছর বিশ্বের সবচেয়ে বেশী সিনেমা তৈরি হয়, সেখানের সিনেমায় গর্ব করার মত কিছু নেই? ” খুঁজতে খুঁজতে প্রমথেশ বড়ুয়া চলে এলো। পড়াশুনা চলছে এখনো।
প্রসন্ন মনে প্রফুল্ল চিত্তে প্রশান্ত মহাসাগরে তিমি মাছের ভিডিও দেখছিলাম গত রাতে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলো বেরসিকের মত। চার্জার না থাকলে হয়ত প্রদীপ জ্বালাবার চিন্তা এসে যেত।অন্ধকারে কি আর করা? হাতের রিস্টের ব্যাথার কারণে মোবাইলে নেটে আসতে ইচ্ছে করছিলো না।
অন্ধকারে থাকলে আমার চিন্তা চলে স্যাটেলাইটের চেয়েও দ্রুত। চিন্তাযট লেগে গেছে আমার ব্রেইনে। ঢাকার রাজপথে যানযট এর চেয়েও মারাত্মক এই চিন্তাযট।
প্রথম প্রেমে পড়া, প্রথম দেখা করা, প্রথম একসাথে পার্কে যাওয়া, প্রথম একসাথে সমুদ্র দেখা, প্রথম একসাথে টেকনাফ যাওয়া, প্রথম পাহাড় দেখা- এর গুরুত্ব অসীম। সব কিছুই উজ্জ্বল স্মৃতি। তবে এই যে প্রথম এর বানান নিয়েই তো প্রশ্ন এসে দাড়াল আমার সামনে।
পোষ্ট দিলাম ” ব্লগার্স- প্রফাইল ” নিয়ে সবাইকে লেখার জন্য। ব্লগার তৌহিদ বললেন প্রফাইল/ প্রোফাইল। ব্লগার বন্যা লিপি পোষ্ট দিলেন ‘ ব্লগার্স- প্রোফাইল’ পোষ্টে এত ভাটা কেন? চিন্তা আর চিন্তা- প্রফাইল হবে নাকি প্রোফাইল হবে? কয়েকজনে পোষ্টও দিলেন ‘ ব্লগার্স- প্রোফাইল ‘ লিখে। অনুরোধ করায় শিরোনাম এডিট করে প্রফাইল লিখলেন।
আসলে কেইসটা কি? প্রফাইল কি ভুল? গুগলে সার্চ দিলাম; সব ফলাফলে দেখলাম “প্রোফাইল”। মাথা পুড়াই আউলাঝাউলা। তাইলে প্রমথেশ বড়ুয়া, প্রসন্ন, প্রফুল্ল, প্রশান্ত মহাসাগর, প্রদীপ, প্রথম এমনকি প্রশ্ন পর্যন্তও বানান ঠিক নেই। প্রোমথেশ বড়ুয়া, প্রোসন্ন, প্রোফুল্ল, প্রোশান্ত মহাসাগর, প্রোদীপ, প্রোথম এমনকি প্রোশ্ন- এমন বানান কেন হলো না?
বিদেশী শব্দ বলে কি প্রফাইল হবে প্রোফাইল? তাহলে প্রভোস্ট, প্রটোকল, প্রটোটাইপ, প্রক্টর, এই শব শব্দ দোষ কি করলো যে তাদের র ফলার পরে একটি ও কার দেয়া হলো না? এই শব্দ গুলোর কি মামার জোড় ছিলো না? কেন তাদের বঞ্চিত করা হলো?
মনে পরলো SSC তে দ্বিতীয় পত্রে আমি ৮৭ পেয়েছিলাম।লাভ কি হলো তাতে? ব্যাকরণ, ট্যাকরণ তো কোণো কাজেই লাগছে না এখন!
কেউ কি আছেন ব্যাকরণবিদ এখানে? কারণ সহ বলবেন কি প্রফাইল আর প্রোফাইল এর বানান কোনটা শুদ্ধ?
৩৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এটি একটি জটিল বিষয় বলে মনে হচ্ছে। প্রশ্ন এত জটিল করে উপস্থাপন করলে, ফলাফলে যাওয়া কঠিন হয়ে পড়বে।
চট করে আমি অন্তত বুঝতে পারছিনা।
প্রফাইল না প্রোফাইল এটি কি আসল প্রশ্ন?
জিসান শা ইকরাম
হ্যা, প্রফাইল না প্রোফাইল এটিই আসল প্রশ্ন,
নাজমুল আহসান
প্রোফাইল সঠিক উচ্চারণ। আর সেই হিসেবে বাংলায় বানানটাও এভাবে লেখা হয়।
Pro-এর উচ্চারণ প্রো বা প্র, দুইটাই হতে পারে।
যেমন-
Profile – প্রোফাইল
Programme – প্রোগ্র্যাম
আবার,
Process – প্রসেস
Problem – প্রবলেম
উচ্চারণ তো আর সব সময় নিয়ম মেনে হয় না। 🙄
জিসান শা ইকরাম
উচ্চারণ সব সময় নিয়ম মেনে হয় না, এটিই আসল।
আজ সারাদিন কাজ করেছি এই শব্দগুলোর উচ্চারণ নিয়ে। ইউটিউব, গুগলে উচ্চারণ শুনেছি অনেক শব্দের।
প্রটোকল, প্রভোস্ট, প্রটেস্ট্যান্ট, প্রটোটাইপ এসব শব্দের শুরু ইংরেজী pro দিয়ে। বাংলায় এভাবেই লেখে। কিন্তু প্রফাইল হয়েছে প্রোফাইল। এগুলোর উচ্চারণ সবই এক রকম। আমার যেটি ধারনা হয়েছে, এগুলো বাংলা শব্দে নেই। কেউ একজন প্রথম যেভাবে লিখছে সেভাবেই চালু হয়ে গিয়েছে। আমরা তো অনুকরণ প্রিয় জাতি।
শুভ কামনা।
হালিমা আক্তার
উচ্চারণটা করতে হবে প্রোফাইল। বাংলা বানান হবে প্রফাইল। শুভ কামনা অবিরাম।
নাজমুল আহসান
এ আবার ক্যামন কথা? 🤔
হালিমা আক্তার
বানান—- উচ্চারণ
অতি—ওতি
নদী–নোদি
বন্যা—বোন্না
প্রফাইল–প্রোফাইল
বাংলা বানানরীতি এভাবে ফলো করে।
নাজমুল আহসান
যে বিদেশি শব্দগুলোর বানানের হিস্টরিক ড্যাটা নেই, সেগুলোর বানান ফনেটিক্স অনুসরণ করে লেখা হবে। এটাই নিয়ম।
যাই হোক, আমি এই জীবনে কোথাও (পত্র-পত্রিকায়, বই-ম্যাগানিজে) “প্রফাইল” বানান দেখিনি। আপনি দেখেছেন?
জিসান শা ইকরাম
আমার কাছেও এটিই সঠিক উত্তর মনে হচ্ছে।
বন্যা লিপি
আপনার বড়দা বাংলার শিক্ষক ছিলেন। পদ্য গদ্য পড়াতেন। ব্যাকরণ পড়াতেন….. মমমমমমমম…. ধুর ছাই… নাম ভুলে গেছি। ব্যাকরণ ক্লাশ আজীবন আমার নিরস লাগত।মাথায়ই ঢুঁকত না ব্যাকরনের মারপ্যাঁচ।
এখন, উচ্চারনে কি হবে আর লিখতে গেলে কী লিখতে হবে! এই বিতর্ক নিয়ে টানা হ্যাচড়া করে করে আমার মনে হয় একটাও ভুল হবার কথা না। ইংরেজি উচ্চারন যদি ফনেটিক প্রনাউনন্সিয়শনে করি! প্রফাইলরে প্রোফাইল বানাইলেও কেউ কিছু যেমন ধরতে পারবে না,তেমনি লিখতে গিয়ে প্রোফাইলরে প্রফাইল লিখলেও ভুল বানান বলে দোষী সাব্যস্ত্য করে ফাঁসি কাষ্ঠে লটকাইয়া দিব না।
আমি যেইটা মারাত্মক দন্ডনীয় বানান ভুল করি! সেইটার জন্য অবশ্যই শাস্তি আামার প্রাপ্য( এটা শুধু আমার বেলায় নয়,সবার জন্য।)
জিসান শা ইকরাম
বিদেশী শব্দের সঠিক বাংলা উচ্চারণ খুবই কঠিন,
তাই প্রোফাইল বা প্রফাইল দুটোই সঠিক মনে হয়।
সুরাইয়া পারভীন
বাংলায় অর্নাস ভর্তি হয়ে একবছর পড়ার পর বুঝলাম এ জিনিস বড়ই ট্যারা। তাই আর পড়া-লেখা করলাম না (অবশ্য সদ্য মা হওয়া ছিল তার প্রধান কারণ) তারপরেও খুবই কঠিন মনে হয়েছিল। রেগুলার ক্লাস না করলে ডাহা ফেল এই ভেবেই আর বাংলা অর্নাস করা হয়নি।
তাই এই প্রশ্নের উত্তল বিজ্ঞজনেরাই দিক
রোকসানা খন্দকার রুকু
আমারও একই অবস্থা আমি ভর্তিই হইনি।।
জিসান শা ইকরাম
একই দলের তিনজন হলাম আমরা তাহলে।
জিসান শা ইকরাম
বাংলা খুবই কঠিন একটি বিষয়,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় চান্স পেয়েও বাংলা নেইনি। নিয়েছিলাম দর্শন।
রিতু জাহান
আমি প্রোফাইল লিখি। প্রোফাইল বানানে ও এর উচ্চারণটা বেশি প্রথম এর চেয়ে। মানে যাকে বলে ও এর টানের মাত্রাটা বেশি।
আমি ব্যাকরণবিদ না তবু বাবুদের বাংলা পড়াতে পড়াতে মনে হলো।
মানুষের জীবনে প্রথম কোনোকিছুই ভোলার না মনে হয়।
জিসান শা ইকরাম
গুগলে সার্চ দিয়ে শব্দের উচ্চারণ শুনেছি দুই তিন দিন। profile, provost, prototype, project ইত্যাদি শব্দের উচ্চারণ একই ধরনের। বাংলায় লিখতে গিয়ে অধিকাংশই প্রোফাইল লিখছেন।
যেমন প্রজেক্ট প্রোফাইল। প্রজেক্ট কেন প্রোজেক্ট হলোনা এইটা ভাবতে গিয়ে মাথা আউলিয়ে গিয়েছে।
নিতাই বাবু
অভিধান আর গুগলে “প্রফাইল” শব্দের অস্তিত্ব খুঁজে পেলাম না। তবে ‘প্রোফাইল’ আছে। তা থাকুক আর না থাকুক, আমার মনে হয় গরু যেমন গোরু হয়েছে। এর সাথে তাল মিলিয়ে “প্রোফাইল”ও প্রফাইল হয়েছে। দুটোই এক।
জিসান শা ইকরাম
profile, provost, prototype, project ইত্যাদি শব্দের উচ্চারণ একই ধরনের। বাংলায় লিখতে গিয়ে অধিকাংশই প্রোফাইল লিখছেন। যেমন প্রজেক্ট প্রোফাইল। প্রজেক্ট কেন প্রোজেক্ট হলোনা !!
বুঝতে পারলেই হয়, প্রফাইল প্রোফাইল দুটোই চলুক।
প্রদীপ চক্রবর্তী
আমার জ্ঞানের পরিধি খুবই ছোট্ট। ব্যাখ্যা করে কিছু বলার ক্ষমতা আমার নেই।
গৌরি প্রসাদ ঘোষের Everyman’s Dictionaryতেও profile শব্দটির উচ্চারণ প্রোফাইল লেখা আছে। এটি একটি অত্যন্ত authentic dictionary।
জিসান শা ইকরাম
হ্যা দেখেছি আমিও। আবার project শব্দটি প্রজেক্ট লেখা হচ্ছে।
একই উচ্চারণ দিয়ে শুরু হলেও বানানের তারতম্যের কারণ বুঝলাম না আসলে।
মোঃ মজিবর রহমান
উচ্চারণ নিয়ে মাথায় ঠুকে না।
তাই কাজী নজরুল ইসলাম এর একটি কবিতায় পড়েছিলাম।
but বাট
cut কাট
put পাট তাতে দোষ কি আমার।
জিসান শা ইকরাম
হা হা হা , ঠিক ঠিক।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাইজান।
আরজু মুক্তা
প্রোফাইল সঠিক
জিসান শা ইকরাম
তাহলে Project কেনো প্রজেক্ট?
সুপর্ণা ফাল্গুনী
এভাবে বলতে গেলে সব কিছুই একরকম হতো উচ্চারণ, বানানে। সঠিক হলো প্রোফাইল। তানা হলে মজিবুর ভাইয়ের মন্তব্যের মতো হবে সব , আসলে কি তাই হয়? হয় না। আমি শিখেছি প্রোফাইল সেটাই সারাজীবন বলে ও লিখে যাবো। আপনারা যা পারেন করেন। 😏😏😏😏
জিসান শা ইকরাম
তাহলে Project কেনো প্রজেক্ট ? প্রোজেক্ট কেন লিখে না মানুষ?
কারণ অনুসন্ধানের জন্য এই পোষ্ট দেয়া হয়েছিলো।
মোঃ মজিবর রহমান
ভাইজান একজন রাইটার এর নাম উইলিয়াম সোমারসেট মম, ইংরেজি বানান কিন্তু অন্য রকম, বিশেষ করে মম, maugham এইবার উচ্চারণ করেন।
সুপর্ণা ফাল্গুনী
তাহলে বাংলা একাডেমি কে ধরতে হবে তারা তখন যা শিখিয়েছে তাই তো শিখেছি।
রোকসানা খন্দকার রুকু
বাংলার ঢাবিয়ানকে জানতে চাইলাম তিনি বললেন প্রোফাইল লিখি কিন্তু দুটোই চলে। কি একটা অবস্থা! আমি তো জাহাজ। বানান এখন অনেক জটিলতায় আছে বাংলা একাডেমীতে।।
জিসান শা ইকরাম
প্রোফাইলের আগে ও কার কেন হবে এটি জানার জন্যই এই পোষ্ট দেয়া। জানা আর হলো না।
তৌহিদুল ইসলাম
বাংলা উচ্চারণরীতিতে ইংরেজি শব্দের উচ্চারণ লেখা কঠিন। এটা একেকজনের কাছে একেকরকম। পুরাই কনফিউজিং!
অনেকের মন্তব্য থেকে অনেক কিছু জানলাম। ব্যাকরণগত দূর্বলতার কারনে বাংলায় আমার নিজের অবস্থান খুবই দূর্বল। তবে আমি যতটুকু জানি বাংলা একাডেমী বানানের নিয়মে বলা আছে-
মূল ইংরেজি শব্দে O থাকলে সাধারণত প্রতিবর্ণে ও-কার হয়। যেমন— বোনাস (Bonus), পোলার (Polar), নোট (Note), ফোনেটিক (Phonetic) ইত্যাদি।
সে হিসেবে প্রফাইল না হয়ে প্রোফাইলই হবে মনে হচ্ছে। তবে এই রীতি কোন মানুষ, কোন কিছুর নামের এবং পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ প্রফাইল/প্রোফাইল দুটোই সঠিক। একারনেই গ্রুপ পোস্টে লিখেছিলাম প্রফাইল/প্রোফাইল।
আমার সীমিত জ্ঞানে এতটুকুই জানি। ভুল হলে সঠিক তথ্য দিয়ে ভুল শুধরিয়ে দিলে উপকৃত হবো।
এতো বিশাল গবেষণালব্ধ বিষয়ে এনে ফেলে দিলেন! কারেন্ট যাবার কি আর টাইম পেলো না!! 🤔 কারেন্ট চলে না গেলেইতো আপনার মাথায় এত কিছুর চিন্তা আসতোনা। ☺
জিসান শা ইকরাম
সঠিক তথ্য জানার জন্যই এই পোষ্ট। Profile যদি প্রোফাইল হয়, তবে project কেন প্রোজেক্ট হলো না? উচ্চারণ এর অডিও শুনেছি প্রচুর একদিনে। Pro দিয়ে শুরু সমস্ত ইংরেজী শব্দের উচ্চারণই এক। বাংলায় লিখতে গিয়েই আমরা সমস্যা তৈরী করেছি।
হ্যা, কারেন্ট না গেলে এই প্রশ্ন মাথায় স্থান পেতো না।
নার্গিস রশিদ
লেখতে গিয়ে আমারও এই সমস্যা বারে বারে হচ্ছে। অনেক সময় জানি বানান টা কি , কিন্তু লেখতে গিয়ে কিছুতেই বসাতে পারছিনা। অভ্র র বেলাতে এটা বেশী হচ্ছে।
নার্গিস রশিদ
লেখতে গিয়ে আমারও এই সমস্যা বারে বারে হচ্ছে। অনেক সময় জানি বানান টা কি , কিন্তু লেখতে গিয়ে কিছুতেই বসাতে পারছিনা। অভ্র র বেলাতে এটা বেশী হচ্ছে।
জিসান শা ইকরাম
লিখতে সমস্যা হচ্ছে না আমার কোনো। একই ধরনের ইংরেজী শব্দের বাংলা বানানে পার্থক্য দেখতে পাচ্ছি। এটির কারণ অনুসন্ধান করার চেষ্টা ছিলো এই পোষ্টে।
সাবিনা ইয়াসমিন
এতদিন প্রোফাইল জানতাম। এখন থেকে নাহয় প্রফাইল। মুলটা যেহেতু একই – profile
জিসান শা ইকরাম
আচ্ছা, আমরা সোনেলার সবাই প্রফাইল লিখতে থাকলে গুগল সার্চে এরপর প্রফাইলও দেখা যাবে আশাকরি।