
মাছরাঙা পাখিটি চুপটি করে বসে থাকে,
পুকুর,বিল, ঝিল, নদীর বাঁকে।
ধীর,শান্ত,ছোট্ট বর্ণিল পাখিটি,
ওৎ পেতে থাকে ধরবে বলে শিকারটি।
খেলার ছলে মীনদল করে যখন লুটোপুটি,
ছো মেরে ধারালো চঞ্চুতে ধরে তখন মাছটি।
মাছরাঙা দেবে আমায় তোমার বর্ণিল জামা,
হারিয়ে যাবো দূর দিগন্তে, নেইতো কোনো মানা।
প্রতিসরণ মেনে তুমি যেমন ধরো শিকার,
আমিও তেমন করে আনবো যে আহার।
তোমায় দেখে দুচোখ ভরে নাতো তৃষ্ণায়,
তুমি কোথায় থাকো, কোন সে দূর অজানায়?
ছবি কৃতজ্ঞতায়- Shameem Ali Chowdhury
রচনাকাল- ১৪ ই সেপ্টেম্বর ২০২০
৩০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
চোখের তৃষ্ণা সহজে মিটে যাবার নয়, তাইতো দুচোখ শুধু দেখতেই ভালোবাসে। পাখি জীবন মন্দ নয়, আবার অনেক ভালো তাও বলা যাবে না। প্রতিকূলতা জয় করেই সব প্রাণীকে বেঁচে থাকতে হয়, মানুষকেও!
সুন্দর কবিতার সাথে সুন্দর ছবি দিয়েছেন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো ওও দোলে মন দোলে অকারন শিহরণ…… ময়নার দেখা পেলাম এই নিশি লগনে😍😍😍😍
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, রাতজাগা ময়না হয়েছি, ভালোই হলো। তা না হলে তোমার এতো সুন্দর গান শুনতাম কীভাবে 😉
বন্যা লিপি
হাসালে মোরে….. তেমনি ভাসালে/ ডোবালে…. গাইলাম আর কই? এ গলায় সুর নেই আছে অসুরের নিবাস। চাও যদি তাও পারি শোনাতে….. শুনবে নাকি ময়না😊😊😊
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার গাইতে পারেন তো! মাঝে মাঝে একটু গান শুনাতে আইসেন আপু। 😍😍
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য অশেষ কৃতার্থ। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালোবাসা অবিরাম 🌹🌹
বন্যা লিপি
সাংকেতিক কিছু শব্দ থাকে, যার নিপাট্য আলেখ্য চরিত্র চিত্রায়নে সমঝদারিত্বের মুন্সিয়ানা। সাহজিক ভাষায় আমি বুঝে নিলাম মাছরাঙা পাখিটির তেমনই কোনো চিত্র। শুভ কামনা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্যে অফুরন্ত ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ বন্যা আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম 💓💓
বোরহানুল ইসলাম লিটন
’ছোট্ট জীবন সরল চলা
চলা নেই কোন তার শোক,
দৃষ্টি গেলেই তবু সেথা
আটকে থাকে চোখ’
সুন্দর হৃদয়গ্রাহী নিবেদনে ভীষণ মুগ্ধতা প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য কৃতার্থ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
পপি তালুকদার
ভিন্ন ধর্মী কবিতা।দারুন লাগলো। শিকার ধরার জন্য প্রতিটি প্রাণীর থাকে আলাদা আলাদা কৌশল, মাছরাঙা পাখির কৌশলকে কাব্যিক রুপদানের জন্য দিদি কে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
শিকার ধরার কৌশল রপ্ত করতে হয় বাঁচার তাগিদেই যেটা ঈশ্বর প্রদত্ত। আর সেটা কারো সাথে কারো মিলবে না। চমৎকার মন্তব্য এর অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভালো থাকুন নিরাপদে থাকুন
শামীম চৌধুরী
দিদিভাই,
আপনার কবিতাটি পড়ে আমি অবাক হয়ে গেলাম। তার কারন মাছরাঙা পাখির চরিত্রটি যে ভাবে কবিতার ছন্দে ফুঁটিয়ে তুলেছেন তাহাই চিরন্তন সত্য। আর এই বন্য পাখির চরিত্রটি মানব চরিত্রের সাথে হুবুহু মিল রয়েছে। কোন প্রাণীই নিজের আহার শিকার ছাড়া করতে পারে না। মানুষও তার বাহিরে নয়। তবে মানুষের শিকারে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমন প্রকৃতি।
আমার ছবি আপনার কবিতায় সংযোজন করায় খুব গর্বিত।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার এমন অনুপ্রেরণা মূলক মন্তব্যে ধন্য হয়ে গেলাম। আপনার প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছবিটি দিয়ে আমার লেখাকে সৌন্দর্য মন্ডিত করার জন্য। আপনার আরো আরো সাফল্য কামনা করছি পাখি ফটোগ্রাফীতে। ঈশ্বর সহায় হোন
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভব প্রকাশ কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
ছাইরাছ হেলাল
উচ্ছসিত অত্যুজ্জ্বলতার
রেশমের পাখায়
এ কী মুক্তির একাকীত্ব?
অনিবার্য সুদর্শনরা নিংড়ে!!
সুপর্ণা ফাল্গুনী
প্রশ্নের উত্তর হয়না জানা। মুক্তির একাকীত্বে আসলেই কি সুখ মিলে? ভালো থাকুন নিরাপদে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে
প্রদীপ চক্রবর্তী
এত সুন্দর পাখিটিকে নিয়ে ভালো লিখলেন, দিদি।
খুবি ভালো লাগলো।
.
এক কথায় ছবি ও লেখনী অসাধারণ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আন্তরিক ভাবে। অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ দাদা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
মানুষের শিকার যেনো মানুষ না হয়।
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
হুম সেটাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মোঃ মজিবর রহমান
চক্ষু অবিরাম দেখে যায়, চক্ষু অবিরাম মন ছুয়ে যায় দেখে দেখে ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অফুরন্ত শুভকামনা অবিরাম। ভালো থাকুন নিরাপদে থাকুন
তৌহিদ
মাছরাঙাকে জীবন অন্বেষণ প্রতীক বানিয়ে যে উপমায় আত্মউপলব্ধি লিখলেন যাস্ট অনবদ্য। শামীম ভাইয়ের ছবি ক্লিক ফাটাফাটি সবসময়ই।
শুভকামনা দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য সবসময়ই আনন্দে আপ্লুত করে দেয়। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
নবকুমার দাস
সুন্দর কবিতা। 👌
সুপর্ণা ফাল্গুনী
দেরীতে উত্তর দেবার জন্য দুঃখিত দাদা। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাকে
নার্গিস রশিদ
কবিতাটি তো সুন্দর হয়েছেই সুন্দর হয়েছে মাছরাঙ্গা পাখিটার ছবিও ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি