মাছরাঙা পাখিটি

সুপর্ণা ফাল্গুনী ১ মার্চ ২০২১, সোমবার, ১২:০০:০৫পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

মাছরাঙা পাখিটি চুপটি করে বসে থাকে,
পুকুর,বিল, ঝিল, নদীর বাঁকে।

ধীর,শান্ত,ছোট্ট বর্ণিল পাখিটি,
ওৎ পেতে থাকে ধরবে বলে শিকারটি।

খেলার ছলে মীনদল করে যখন লুটোপুটি,
ছো মেরে ধারালো চঞ্চুতে ধরে তখন মাছটি।

মাছরাঙা দেবে আমায় তোমার বর্ণিল জামা,
হারিয়ে যাবো দূর দিগন্তে, নেইতো কোনো মানা।

প্রতিসরণ মেনে তুমি যেমন ধরো শিকার,
আমিও তেমন করে আনবো যে আহার।

তোমায় দেখে দুচোখ ভরে নাতো তৃষ্ণায়,
তুমি কোথায় থাকো, কোন সে দূর অজানায়?

 

ছবি কৃতজ্ঞতায়- Shameem Ali Chowdhury

রচনাকাল- ১৪ ই সেপ্টেম্বর ২০২০

১৬৫৮জন ১৪৮৭জন

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ