মরিচিকা ………[ গল্প ]

চাটিগাঁ থেকে বাহার ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ০৮:১৩:৫৩অপরাহ্ন গল্প ১০ মন্তব্য

….মরিচিকা ………[ গল্প ]
♦♦♦

বাদল বাস থেকে নেমে দ্রুত হাটছে আর ঘামছে, অল্প দুরেই ব্যাংকের লিফট । তাকে বেশ উৎকণ্ঠিত দেখাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সে মালিক হতে চলেছে ১কোটি ডলারের । সে বার বার পকেটে হাত দিয়ে দেখছে চেকটি ঠিক মত আছে কিনা ।

বাদল মাত্র ৩ সপ্তাহ আগে বাংলাদেশ থেকে অ্যামেরিকা এসেছে ভাগ্য বদলের আশায় । সে যে রকম কল্পনা করত ঘটনা অনেকটা সে রকমই ঘটতে চলেছে ।

বাসে ‍অপূর্ব সুন্দরী মেয়েটি তার হাতে চেকটি দিয়ে গোঙ্গাতে গোঙ্গাতে যা বুঝাতে চেয়েছে তাতে বাদল বুঝেছে মেয়েটির বন্ধু তাকে ফুসলিয়ে নিজের বাসায় নিয়ে যায়। তারপর ধুকা দিয়ে চেকটি হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে কৌশলে বিষ খাইয়ে দেয় ।

মেয়েটি তা বুঝতে পেরে ছেলে বন্ধুটিকে হত্যা করে কোন রকমে বাসে চেপে বসে । বাসের দরজার পাশেই বাদল বসা ছিল।

বাদলকে চেকটি ধরিয়ে দিয়েই মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে ।

বাদল এখন ১ কোটি ডলারের মালিক । শুধু ব্যাংকে গিয়ে চেকটি পাশ করে নিলেই কাজ শেষ । বাংলাদেশী প্রায় ৮০ কোটি টাকা, বাদলের মাথা ঝিঁম ঝিঁম করে।

সে বুঝতে পারছেনা এত টাকা সে কি করবে । সুইটিকে সে কি উপহার দিবে ।

আম্মা বকা দিবে নাতো ? আম্মাতো আবার সুইটিকে সহ্যই করতে পারেনা । মেয়েদেরকে নিয়ে এই এক জ্বালা ।

একজন মেয়ে আরেকজন মেয়েকে দেখতে পারেনা, সহ্য করতে পারে না।

বাদল এখন ব্যাংকের লিফটে, ১৭ তলায় ব্যাংক । এসির মধ্যেও সে ভিজে একাকার হয়ে আছে । সে আবার ভাবতে থাকে, সুইটির কথা শুনলেই আম্মা সোজা মাইর দিতে থাকে । হাতের কাছে যা পায় তা দিয়েই চলে রাম ধুলাই । একবার তো ছাতা দিয়ে পিঠিয়ে ছাতাটাই ভেংগে ফেলেছিল । বাদল ডান হাতে বাম বাহুতে হাত বুলায় যেখানে আম্মা ছাতা দিয়ে পিঠিয়ে লাল করে দিয়েছিল।

লিফট এখন ১৬ তলায় দাঁড়িয়েছে, একটু পরেই ১৭ তলা । টেনশনে বাদলের বুক ধড়পড় করছে ।

এরমধ্যে সে মায়ের ডাক শুনতে পেল, এই বাদল কি হল তোর, ফ্যানের নীচেও ঘেমে গেছিস কেন, বেলা কত হয় জানিস । না উঠলে এখন গায়ে পানি ঢেলে দেব বলছি……

ধড়পড় করে বাদল ঘুম থেকে উঠে দেখে আম্মা রেগে মেগে মারার জন্য অস্থির হয়ে আছেন।
শালার মেজাজটাই বিগড়ে গেল বাদলের, একটুর জন্য ১ কোটি ডলারের মালিক হতে পারল না সে ।

(চরিত্র, নাম, ঘটনা সব কাল্পনিক)

 

৬৯০জন ৬৯০জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ